logo
  • ঢাকা সোমবার, ০৮ মার্চ ২০২১, ২৩ ফাল্গুন ১৪২৭

পাঁচ সাবেক অধিনায়কের সঙ্গে বৈঠক পাপনের

নাইমুর রহমান

উইন্ডিজের সঙ্গে ৩ ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশ করার পর দুই ম্যাচের টেস্ট সিরিজে উল্টো হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এমন তিক্ত অভিজ্ঞতার পর নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।

তাই তো উইন্ডিজ সিরিজের কাটাছেড়া করতে বুধবার সন্ধ্যায় ডেকেছেন তিন বোর্ড পরিচালক আকরাম খান, নাঈমুর রহমান ও খালেদ মাহমুদের সঙ্গে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারকে।

সাবেক পাঁচ অধিনায়ক ছাড়াও বৈঠকে ছিলেন বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাঈমুর রহমান দুর্জয়। জানিয়েছেন, উইন্ডিজের কাছে দুই টেস্ট হারা নিয়েই আলোচনা করেছেন বোর্ড প্রধান।

'(বৈঠকে) ক্রিকেটার নিয়ে আলোচনা ছিল। আমরা খোলামেলা আলাপ আলোচনা করেছি। এর আগের কিছু সিরিজ, বাংলাদেশ দলের ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে আমাদের গেম ডেভেলপমেন্ট, এইচপি (হাই পারফরম্যান্স টিম) সবকিছু নিয়েই আলোচনা ছিল। বিশেষ করে সম্প্রতি যেটা শেষ হলো সেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আলোচনা হয়েছে। সবকিছু নিয়েই আমাদের আলোচনা ছিল।'

উইন্ডিজ সিরিজের ব্যর্থতা নিয়ে বা নিউজিল্যান্ড সিরিজের জন্য কোনো বার্তা দিলেন কী না পাপন এ নিয়ে দুর্জয় বলেন, 'বার্তা তো আমাদের কাছে যাবে না, বার্তা আমরাই দিবো। সেই বার্তাটা এখনও দেয়ার সময় হয় নাই। বেশ কিছু জিনিস আছে। আমাদের খেলোয়াড়দের অ্যাভেলেবিটি, সামনে আরও সিরিজ আছে সেই গুলোতে আমাদের বোর্ডের পলিসি কী হবে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার মতো কিছু হয় নাই।'

উইন্ডিজ সিরিজে ব্যর্থ হলেও আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বড় কোনো পরিবর্তন আসছে না বলেও নিশ্চিত করেছেন দুর্জয়।

'সামনে মানে কাছাকাছি সময়ে আরেকটা সিরিজ যেহেতু আছে তো আমার মনে হয় যে পরিবর্তনের যেসব কথা বলছেন... সেরকম কিছু মনে হয়নি। কিন্তু আমাদের প্রধান পরিবর্তন না করে আমরা কীভাবে ওইখান থেকে উত্তরণ করতে পারি...। সবাই সবার আইডিয়া শেয়ার করেছে।'

এমআর/

RTV Drama
RTVPLUS