• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

বিসিবি ছাড়ছেন পাপন!

আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৪, ১৮:৫১
নাজমুল হাসান পাপন।
ছবি- সংগৃহীত

মন্ত্রিসভার সদস্য হওয়ার পর থেকেই গুঞ্জন চলছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব ছাড়তে পারেন নাজমুল হাসান পাপন। যদিও একই সঙ্গে দুই দায়িত্বে থাকতে বাধা নেই কোনো। আবার বিসিবির সভাপতি হিসেবেও তার মেয়াদ শেষ হতে বাকি প্রায় দুই বছর। তবে তার আগেই বিসিবির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত নিজেই দিলেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য।

মন্ত্রীর দায়িত্ব পেয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ গ্রহণ করতে বঙ্গবভনে উপস্থিত হন পাপন। সেখানেই বিসিবি সভাপতিত্ব নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা সংবাদ মাধ্যমকে জানান তিনি।

মন্ত্রী হওয়ায় বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়বেন কি না এমন প্রশ্নে পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে বিসিবির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আগেও আমাদের এখানে অনেক মন্ত্রী ছিলেন, যারা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশেও এমন আছে। কিন্তু সেটা ইস্যু না। আমার আগে থেকেই ইচ্ছে ছিল, এই মেয়াদেই দায়িত্ব ছাড়ার। যেটা শেষ হবে আগামী বছর। কিন্তু এটা এ বছরই শেষ করা যায় কি না দেখবো।

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৈদেশিক মুদ্রা অর্জনের রাস্তা তৈরির আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
দেবোত্তর সম্পত্তি রক্ষায় আইন করা হচ্ছে: ভূমিমন্ত্রী
লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
লঙ্কা সিরিজে ভরাডুবির কারণ জানালেন সুজন
X
Fresh