স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৪
টটেনহামকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার সিটি

হোসে মোরিনহো-পেপ গার্দিওয়ালার লড়াইয়ে গার্দিওলার জয়জয়কার। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটসপারকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
রোববার রাতে সিটিজেনদের জার্সিতে দুটি গোল করেছেন ইলকায় গুনডোয়ান। একটি গোল আদায় করেছেন রদ্রি হার্নান্দেজ।
ম্যাচের ২৩ মিনিটের মাথায় পেনাল্টির মাধ্যমে গোল তুলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি।
৫০ ও ৬৬ মিনিটে গুনডোয়ান তুলে নেন দুটি গোল। এতে টানা দ্বিতীয় প্রিমিয়ার লিগ ম্যাচে জোড়া গোল আদায় করলেন জার্মান মিডফিল্ডার।
আরও পড়ুন :
- মেসির জোড়া গোলে বার্সার বড় জয়
- ১০০ উইকেট আদায়ে দ্রুততম মিরাজ
- ১৭ বছরের ক্যারিয়ারের ইতি, নাফীসের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস
মোরিনহোর দলকে দাপটের সঙ্গে হারিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থান আরও পোক্ত করল গার্দিওলার শীর্ষরা।
২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট সংগ্রহ করেছে ম্যানসিটি। অন্যদিকে সমান ম্যাচে ৩৬ পয়েন্ট তুলে নবম স্থানে টটেনহাম।
ওয়াই