• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ ২০২১

সাকিবের অনুপস্থিতি ততোটা ভাবাচ্ছে না মুমিনুলকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৬
ছবি- সংগৃহীত

দীর্ঘ এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা সাকিব আল হাসান থিতু হতে পারছেন না চোটের কারণে। বা উরুতে চোট পেয়ে খেলতে পারেননি চট্টগ্রাম টেস্টের শেষ ৩ দিন। সেই চোট সাকিবকে ছিটকে দিয়েছে ঢাকা টেস্ট থেকেও।

সাকিবের না থাকাটা বাংলাদেশ দলকে ভুগিয়েছে সিরিজের প্রথম টেস্টে। ওই ম্যাচে মুমিনুলের দল জিততে জিততে হেরে যায় ৩ উইকেটে।

এখন দ্বিতীয় ম্যাচেও সাকিবের না থাকাটা নিশ্চিতভাবে ভোগাবে দলকে তবে সাকিব নেই এই হতাশা নিয়ে বসে থাকলেও চলবে না বলে জানিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।

‘যদি মনে করেন, সাকিব আল হাসান নাই দলটা চলবে না বাংলাদেশ চলবে না এটাও না। যখন সাকিব ভাই ছিলেন না বাংলাদেশ টিম কিন্তু চলেছে, ভালো খেলেছে ম্যাচ জিতেছে জিনিসটা আপনি কিভাবে নিবেন। সত্যি বলতে আমি ওভাবে চিন্তা করছি না। আমার যেটা আছে সেটা নিয়ে। একটা সিরিজে সাকিব ভাই খেলেছে সেটাও হেরেছি। এই সিরিজের একটা ম্যাচ বাকি আছে, সাকিব ভাই থাকা না থাকা ওইভাবে চিন্তা করছি না। মাথায় যাতে না থাকে ওইভাবে চেষ্টা করছি। যা আছে তা নিয়েই।’

তবে সাকিব না থাকায় মুমিনুলকে এখন দুইজন খেলোয়াড় নিয়ে চিন্তা করতে হচ্ছে। ব্যাটে-বলে দুই দিক থেকেই সমান সাকিব।

‘সাকিব ভাই যেহেতু নাই নেই কারণে হয়তো দুইটা প্লেয়ার আমাকে ইনক্লুড করতে হবে। সেই হিসেবে আমাদের দুইটা খেলোয়াড় নতুন করে খেলবে। দুই জায়গায় হয়তো দুজন খেলোয়াড় খেলবে।’

শুধু সাকিব নয়, চোটে পড়ে শেষ মুহূর্তে ছিটকে পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তার পরিবর্তে ওপেনিংয়ের দায়িত্ব সামলাতে পারেন সাকিবের বদলি হিসেবে দলে জায়গা হওয়া সৌম্য সরকারকে।

‘যেহেতু সাদমান নাই সেহেতু নতুন একজন আসতে পারে আর সাকিব ভাই যেহেতু নাই সেহেতু মাঝখানে একটা পরিবর্তন আসতে পারে ছয় নম্বরে।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবকে এক নজর দেখতে গিয়ে ঝলসে গেল স্কুলছাত্র
আবারও ভক্তের ওপর চড়াও সাকিব
জায়েদ খানের স্বর্ণের ফোন ফেলে দেওয়ার রহস্য ফাঁস
‘নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে’
X
Fresh