• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ক্রাইস্ট চার্চে চার সেঞ্চুরি পাকিস্তানি বোলারদের!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২১, ২১:৪৭
অভিষিক্ত স্পিনার জাফর গোহার

বোলাররা আবার কীভাবে সেঞ্চুরি করে! মাঝে সাঁঝে আট-নয় নম্বরে ব্যাট করতে নেমেও সেঞ্চুরি করেছেন এমন শোনা গেলেও এটা বিপরীত। ক্রাইস্ট চার্চ টেস্টে পাকিস্তানের দেয়া ২৯৭ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কিউইরা সফরকারী বোলারদের তুলোধুনো করেছে।

প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬৫৯ রান করে ইনিংস ঘোষণা করেছে কিউইরা। ৩৬৪ বলে ২৮টি বাউন্ডারিতে ২৩৮ রান করেন অধিনায়ক কেইন উইলিয়ামসন, সঙ্গে ৩৬৯ রানের রেকর্ড জুটি গড়ে উইলিয়ামসন-হেনরি জুটি। হেনরি নিকলসও খেলেছেন ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস।

সাত নম্বরে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ড্যারেল মিচেল। অপরাজিত থেকে যান ১০২ রানে।

কিউই ব্যাটসম্যানরা যেমন ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন তেমনটা বল হাতে পাকিস্তানি বোলাররাও পেয়েছেন সেঞ্চুরির তেতো স্বাদ। সঙ্গে ফিল্ডারদের ক্যাচ ছাড়ার প্রতিযোগিতা তো আছেই।

পাকিস্তানের ৪ বোলার দিয়েছেন ১শ’র বেশি রান। শাহিন শাহ আফ্রিদি ৩৫.৫ ওভারে ২ উইকেট নিলেও ১০২ রান দিয়েছেন। ফাহিম আশরাফ দিয়েছেন ২৮ ওভারে ২ উইকেট নিয়ে ১০৬ রান।

নাসিম শাহ ২৬ ওভারে কোনও উইকেট না পেলেও দিয়েছেন ১৪১ রান। এদিকে অভিষিক্ত স্পিনার জাফর গোহার ছাড়িয়ে গেছেন বাকি তিনজনকে। ৩২ ওভারে ১৫৯ রান দিলেও ছিলেন উইকেট শূন্য। এছাড়া মোহাম্মদ আব্বাস ৩৪ ওভারে ২ উইকেট নিলেও দিয়েছেন ৯৮ রান।

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন বোর্ড প্রধান পেল পাকিস্তান ক্রিকেট
X
Fresh