• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কোহলির রেকর্ডের দিনে দলের হাল ধরলেন পান্ডিয়া-জাদেজা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২০, ১৩:১১
Australia vs India, Virat Kohli. RTV ONLINE
ছবি- সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি। এই মাইলফলকে পৌঁছতে ভারতীয় অধিনায়ক ম্যাচ খেলেছেন ২৪২টি। স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকার ৩০০ ম্যাচে ১২ হাজার রান তুলেছিলেন।

বুধবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত। ক্যানেবেরায় এদিন টস জেতার পর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

দলীয় ২৬ রানে ব্যক্তিগত ২৭ বলে ১৬ রানে ওপেনার শিখর ধাওয়ান ফিরে গেলে মাঠে আসেন কোহলি। ব্যক্তিগত ২৩ রানের মাথায় নতুন এই রেকর্ডের মালিক হন তিনি।

৩৯ বলে ৩৩ করে বিদায় নেন আরেক অপেনার শুভমান গিল। ২১ বলে ১৯ রান করেন শ্রেয়স আইয়ার, ১১ বল খেলে ৫ রান করে ফিরেন কে এল রাহুল।

বিরাট কোহলি তুলে নেন ক্যারিয়ারের ৬০তম অর্ধ শতক। আউট হবার আগে ৭৮ বলে ৬৩ রানের ইনিংস খেলে যান তিনি।

১৫২ রানে ৫ উইকেট হারিয়ে দল যখন বিপাকে তখন হাল ধরেন হার্দিক পান্ডিয়া ও রবিন্দ্র জাদেজা। দুজনে মিলে অপরাজিত ১৫০ রানের জুটি গড়েন।

নিজের ষষ্ঠ অর্ধশতক তুলে নেন পান্ডিয়া। ৭৬ বলে ক্যারিয়ার সেরা ৯২ রানের ইনিংস খেলেন এই পেস অলরাউন্ডার।

অন্যদিকে ক্যারিয়ারের ১৩ তম অর্ধশতক আদায় করে ৫০ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন জাদেজা।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০২ রান করে টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট আদায় করেন অ্যাস্টন অ্যাগার একটি করে উইকেট তুলেন শেন অ্যাবট জস হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা মিন্টু
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
বেঙ্গালুরুকে বেচে দেওয়ার আহ্বান জানালেন ভূপতি
চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল
X
Fresh