logo
  • ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২০, ১০ অগ্রহায়ণ ১৪২৭

দ্বিতীয়বার পরীক্ষায়ও করোনা পজিটিভ জেমি ডে

  ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

|  ১৬ নভেম্বর ২০২০, ১৮:৩৪
Corona positive Jamie Day in second test
জেমি ডে
করোনা আক্রান্ত হওয়ায় বাংলাদেশ-নেপালের দ্বিতীয় ও শেষ ম্যাচে হেড কোচ জেমি ডের থাকা হচ্ছে না ডাগ-আউটে। মঙ্গলবার সবশেষ কোভিড-১৯ পরীক্ষাতেও জেমি ডের রিপোর্ট পজিটিভ এসেছে।

আগামীকাল বুধবার বিকেল ৫টায় দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা।

এর আগে গত ১৩ নভেম্বর প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। এই ম্যাচ শেষে রুটিন অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করানো হয় দুই দলের খেলোয়াড়, কোচ ও স্টাফদের। পরীক্ষা শেষে রোববার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসে জেমির।

জেমি ডের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পালন করছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। আজ মঙ্গলবার তার তত্বাবধানে অনুশীলন সেরেছে বাংলাদেশ।

প্রস্তুতিতে কোনো পরিবর্তন নেই। আমি জেমির মতো করেই ছেলেদের অনুশীলন করাচ্ছি। গত দুইদিনে জেমি ও আমার অনেক কথা হয়েছে। টিভিতে তো সে দেখবেই ছেলেদের।

এই ম্যাচ শেষে করেই বিশ্বকাপ ২০২২ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই পর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচ খেলতে কাতারের উদ্দেশে রওয়ানা করবে বাংলাদেশ দল।

এমআর/

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪৫১৯৯০ ৩৬৬৮৭৭ ৬৪৪৮
বিশ্ব ৬০৩২৫২৬৯ ৪১৭২৯৫৩৩ ১৪১৮৯৯২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়