logo
  • ঢাকা শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০, ২০ অগ্রহায়ণ ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২০, ১৬:৪৩
আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৬:৫৪

মেসি-রোনালদোর লড়াই দেখার অপেক্ষা বাড়ল

barcelona vs juventus live messi vs ronaldo
ছবি- সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। 

বুধবার ইতালিয়ান দলটির ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। 

বার্সা-জুভেন্টাসের জয়-পরাজয়ের চেয়েও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে মেসি-রোনালদোর দ্বৈরথ। 

এই দুই চিরপ্রতিদ্বন্দ্বির ফুটবল যুদ্ধ দেখতে মুখিয়ে আছেন অসংখ্য ভক্ত সমর্থক। তবে এই মুহূর্তে সেই আশায় গুড়ে বালিই বলতে হচ্ছে। কারণ ক্রিশ্চিয়ানো রোনালদো তৃতীয়বারের মতো করোনা পজিটিভ হয়েছেন। 

তাই আপাতত এই পর্তুগিজ তারকার খেলা হচ্ছেনা মেসিদের বিপক্ষের ম্যাচে। চ্যাম্পিয়নস লিগে মেসি-রোনালদো সবশেষ মুখোমুখি হয়েছেন ৯ বছর আগে। তখন রোনালদো খেলেছিলেন ম্যানচেস্টারে ইউনাইডের হয়ে।

মাঝখানে দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেছিলেন সিআর সেভেন। রিয়াল-বার্সার লড়াই এল ক্লাসিকোতে নিয়মিত মুখোমুখি হতেন মেসি-রোলদো দুইজন। যদিও ইউরোপ সেরার টুর্নামেন্টে মাঠের লড়াই দেখার সুযোগ ছিল দীর্ঘদিন পর।

তবে দুই মহাতারকার ভক্তদের জন্য আপাতত আশার বাণী হচ্ছে আগামী ডিসেম্বরের ৮ তারিখ চ্যাম্পিয়নস লিগের ফিরতি ম্যাচে মাঠে নামবে বার্সা-জুভেন্টাস। সব ঠিক থাকলে ওই ম্যাচে আবারও মেসি-রোনালদোর লড়াই দেখা সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: 
সময়টা সন্তানদের লালন-পালন করেই কেটেছে: সাকিব
চোটে পড়ে ক্যারিবীয় সিরিজে ছিটকে পড়ার শঙ্কা হ্যানরির
ভক্তের পরিসংখ্যানে সাকিবের ফেরার দিন গণনা

ওয়াই

RTVPLUS