logo
  • ঢাকা রোববার, ০৬ ডিসেম্বর ২০২০, ২১ অগ্রহায়ণ ১৪২৭

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২০, ১৬:১৯
আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২২:৩৯

চোটে পড়ে ক্যারিবীয় সিরিজে ছিটকে পড়ার শঙ্কা হ্যানরির

Henry is in danger of being knocked out of the Caribbean series due to injury
ম্যাট হ্যানরি || ছবি- ক্রিকইনফো
ক্রিকেটে ফিরতে যাচ্ছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজও। এই দুটি সিরিজের জন্য কিউই দলে ছিলেন পেসার ম্যাট হ্যানরি।

তবে সিরিজ শুরুর আগেই শঙ্কা জেগেছে হ্যানরির খেলা নিয়ে। ভেঙে গেছে তার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল। প্রথম শ্রেণির টুর্নামেন্ট হ্যানরি খেলছেন প্লাঙ্কেট শিল্ডে ক্যান্টাবুরির হয়ে। অনুশীলনে নেটে ব্যাটিং করার সময় আঙুলে ব্যথা পান ২৮ বছর বয়সী এই কিউই পেসার।

তাতে টি-টোয়েন্টি সিরিজে হেনরিকে দলে পাওয়া কোনো সম্ভাবনা নেই। টেস্ট সিরিজে পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

এক্স-রে করানোর পর ক্যান্টারবুরির ফিজিও টিম ডমভিশ জানান, হেনরির এক্স-রে করানো হয়েছে। রিপোর্টে জানা গেছে তার আঙ্গুলে চিড় ধরেছে। পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে অন্তত চার থেকে ছয় সপ্তাহ লেগে যেতে পারে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর ডিসেম্বরে রয়েছে পাকিস্তানের বিপক্ষে রয়েছে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ। হ্যানরি গত জানুয়ারিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টের প্রথম দিনে চোট পেয়েছিলেন বাঁ হাতের বৃদ্ধা আঙ্গুলে।

এমআর/

RTVPLUS