• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নেইমারদের হারিয়ে ম্যানচেস্টারের রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ অক্টোবর ২০২০, ১২:০৫
manchester united vs psg, neymar
ছবি- সংগৃহীত

জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের যাত্রা শুরু করলো ম্যানচেস্টার ইউনাইটেড। প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ২-১ গোলে হারিয়েছে রেড ডেভিলসরা।

রোববার প্যারিসে ‘এইচ’ গ্রুপের ম্যাচে জয় তুলে নতুন রেকর্ড গড়েছে ইংলিশ দলটি। নিজেদের ইতিহাসে প্রতিপক্ষের মাঠে টানা ১০ জয় তুলে নিয়েছে রেড ডেভিলসরা।

এদিন ম্যাচের ২৩তম মিনিটে পেনাল্টির মাধ্যমে গোল আদায় করে নেন পর্তুগীজ ব্রুনো ফার্নান্দেস।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কর্নার কিক নেন পিএসজির সবচেয়ে বড় তারকা নেইমার। বল ইউনাইটেডের ফ্রেঞ্চ ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়ালের মাথায় লেগে আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

নির্ধারিত সময়ে মাত্র তিন মিনিট বাকি থাকতে ম্যানইউর হয়ে জয়সূচক গোল তুলে নেন ইংলিশ তারকা মার্কস র‌্যাশফোর্ড।

প্রতিপক্ষের মাঠে জয়যাত্রা শুরু হয়েছিল চলতি বছরের জুনে। এফ এ কাপের ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছিল কোচ ওলে গানার সোলসকায়েরের শিষ্যরা।

এর পর ব্রাইটনের ঘরের মাঠে তিনবার জয় তুলে নেয় ইউনাইটেড। অ্যাস্টন ভিল, ক্রিস্টাল প্যালেস, লেস্টার সিটি, লুটন টাউন, নিউ ক্যাসেলের পর এবার পিএসজির বিরুদ্ধে জয় তুলে মাঠ ছেড়েছে ম্যাচেস্টারের দলটি।

দিনের অপর ম্যাচে ফেরেন্সভারোসের বিরুদ্ধে ৫-১ গো জিতেছে বার্সেলোনা। ডায়নামো কিয়েভের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। অন্যদিকে সেভিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করেছে চেলসি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেবল জয়ে তাকিয়ে এনরিকে
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
প্রত্যাবর্তনের গল্প লিখে পিএসজিকে হারাল বার্সা
X
Fresh