• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

প্রথম ভারতীয় হিসেবে নজির গড়েও জয়হীন বিরাট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ অক্টোবর ২০২০, ১৪:৪৯
virat anushka gavaskar, IPL
ছবি- সংগৃহীত

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দল হারলেও অসাধারণ মাইল ফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। দরকার ছিল মাত্র ১০ রান। পাঁচ বল খেলেই সেই রান তুললেন। আর সেই সঙ্গে প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ক্রিকেটে ৯ হাজার রান অতিক্রম করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলুরুর অধিনায়ক।

সোমবার দিল্লির বিরুদ্ধে নামার আগে ২৭০ ইনিংসে ৮ হাজার ৯৯০ রান ছিল বিরাটের।ব্যাট হাতে নেমে গড়ে ফেলেন রেকর্ড।

দুর্দান্ত রেকর্ড গড়ার দিন ৩৯ বলে ৪৩ রান করে আউট হন অধিনায়ক। যা ছিল দলের হয়ে সর্বোচ্চ।

এদিন দুবাইয়ে ১৯৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৫৯ রানে হারতে হয় ব্যাঙ্গলুরুকে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান করতে সক্ষম হয় বিরাটের দল।

টি-টোয়েন্টি পাঁচটি শতক রয়েছে বিরাটের। নয়টি অর্ধশতরান হাঁকিয়েছেন ভারতীয় তারকা।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঞ্জাবের স্বপ্ন বিসর্জন, টিকে রইল কোহলির বেঙ্গালুরু
কোহলির ৮ রানের আক্ষেপের দিনে বেঙ্গালুরুর বিশাল পুঁজি
আইপিএলে খেলা নিয়ে যা বললেন তাসকিন
হেড-অভিষেক ঝড়ে ৬২ বল বাকি রেখেই জিতলো হায়দরাবাদ
X
Fresh