• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আবারও পিছিয়ে গেল লঙ্কান প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৯
LPL went back again
সংগৃহীত

শুরু হবে হবে করে দ্বিতীয়বারের মতো পেছালো শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম আসর। দেশটিতে করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকলেও সেদেশের সরকার চাচ্ছে না কোনো ঝুঁকি নিতে। তাই সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী ক্রিকেটার, কোচ ও স্টাফদের কোয়ারেন্টিনে থাকার সুযোগ করে দিতে নতুন সূচি অনুযায়ী আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি লিগটি।

প্রথমবার দেয়া ঘোষণা অনুযায়ী গেল ২৮ আগস্ট শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে লিগ শুরুর নতুন তারিখ দেয়া হয় ১৪ নভেম্বর। শুধু লিগ শুরুর তারিখই নয়, পিছিয়ে দেয়া হয়েছে প্লেয়ার ড্রাফটের তারিখও। পুরনো দিনক্ষণ বদলে এখন নতুন তারিখ ৯ অক্টোবর।

এ নিয়ে এলপিএল এর পরিচালক রবিন বিক্রামারত্নে জানান, সূচির বদলের কারণে আইপিএলে অংশ নেয়া ক্রিকেটারদেরও এলপিএল খেলার সুযোগ তৈরি হয়েছে।

তিনটি আন্তর্জাতিক ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাঁচটি দল কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা-কে নিয়ে।

লঙ্কা প্রিমিয়ার লিগের নতুন দিনক্ষণ ঘোষণা হলেও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বিমুখী প্রস্তাবনায় দ্বিতীয়বারের মতো স্থগিত হয়ে যায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি টেস্ট ম্যাচ।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাসকিনের নতুন লক্ষ্য
X
Fresh