smc
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০, ৭ কার্তিক ১৪২৭

বার্সা সুয়ারেজকে ‘লাথি মেরে বের করায়’ অবাক নন মেসি

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৮ | আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৫
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ
লুইস সুয়ারেজ বার্সেলোনার ইতিহাসের তৃতীয় সেরা গোল দাতা। অর্ধ যুগ ধরে বার্সার হয়ে ১৩ টি ট্রফি জিতেছেন। উরুগুইয়ান এই তারকা নতুন গন্তব্য অ্যাতলেটিকো মাদ্রিদ। ফ্রি এজেন্ট হিসেবে দলটিতে যোগ দিচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে প্রিয় বন্ধুর জন্য আবেগঘণ বার্তা দিয়েছেন কাতালান অধিনায়ক লিওনেল মেসি।

চলতি মৌসুম শুরুর আগে নিজেই বার্সাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন মেসি। যদিও শেষ পর্যন্ত ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের কড়া পরিয়ে দেন। তাই দল বদল করা সম্ভব হয়নি আর্জেন্টাইন মহাতারকার। 

ক্লাবের সঙ্গে যে ছয়বারের ব্যালন ডি’ অর জয়ীর সম্পর্ক খারাপ সেটি আগেই স্পষ্ট। তবু চুক্তি অনুযায়ী ২০২০/২১ মৌসুম পর্যন্ত খেলতে হচ্ছে তাকে।

দীর্ঘ দিনের সঙ্গী সুয়ারেজের এমন বিদায়কে ‘লাথি মেরে বের করে দেয়ার’ সঙ্গে তুলনা করেছেন।

নিজ ইন্সটাগ্রামে সুয়ারেজের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন লিও মেসি। 

তিনি লেখেন, ‘তোমাকে যেভাবে লাথি মেরে বের করে দেয়া হলো, তা তোমার প্রাপ্য ছিল না। ক্লাবের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে তুমি একজন। দলের অংশ হয়ে এবং ব্যক্তিগতভাবে অনেককিছু জয় করেছো। ’ 

সুয়ারেজের প্রতি এমন আচরণ দেখে মেসি লিখেছেন, ‘তারা তোমাকে বের করে দেয়ার জন্য যা করেছে তার জন্য নয়, তবে সত্য হলো এর কোনওকিছুই আমাকে আশ্চর্য করেনি।’ 

২০১৪ সাল থেকে মেসি-সুয়ারেজ জুটি রেকর্ড গড়েছেন। ছয় বছর পর এই জুটি ভাঙছে। 

মেসি বলেন, ‘আজ আমি ড্রেসিংরুমে গিয়েছিলাম এবং সত্যি বলতে কিছুতেই নিজেকে বুঝাতে পারছি না। দিনের পর দিন মাঠে তোমাকে দেখতে না পাওয়া এবং ড্রেসিংরুম ভাগাভাগি করতে না পারা আমার জন্য অনেক কঠিন হবে। আমাদের দু’জনের অসংখ্য স্মৃতি আছে তা তুমি কখনও ভুলবে না।’

সুয়ারেজকে শুভ কামনা জানিয়ে তিনি বলেন, ‘তোমাকে অন্য জার্সিতে দেখা অদ্ভুত লাগবে। এমনকি তোমার মুখোমুখি হওয়াও। আমি তোমার নতুন চ্যালেঞ্জের জন্য শুভকামনা জানাই। তোমাকে খুব ভালবাসি। শিগগিরই দেখা হবে, আমার বন্ধু।’

ওয়াই 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৯৪৮২৭ ৩১০৫৩২ ৫৭৪৭
বিশ্ব ৪,১৫,৭০,৮৩১ ৩,০৯,৫৮,৫৪৬ ১১,৩৭,৭০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়