• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনায় স্থগিত হলো রিয়াল মাদ্রিদের ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৬
Rial Madrid, Warm Up, La-Liga, rtvnews
সংগৃহীত

নতুন মৌসুম শুরু করার আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল রিয়াল মাদ্রিদের। তবে স্পেনে নতুন করে শুরু হয়েছে করোনার উপদ্রব। আজ বুধবার ভালদেবেবাসে ভায়োকানার বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল রিয়ালের।

কথা ছিল দর্শক শূন্য মাঠে আয়োজন হবে ম্যাচটি তবে শেষ পর্যন্ত দর্শক ছাড়াও আয়োজন সম্ভব হচ্ছে না।

স্প্যানিশ গণমাধ্যম 'মার্কা' জানিয়েছে, ভায়োকানোর একজন খেলোয়াড়ের জন্যই স্থগিত করা হয়েছে ম্যাচটি। ভায়োকানোর ওই খেলোয়াড়ের করোনা টেস্ট করা হয়েছে তবে খেলার আগেও তার রিপোর্ট পাওয়া যায়নি। তাই এই ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয়েছে।

যে কারণে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ চাচ্ছে না খেলোয়াড়দের নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে।

দুই দলের ম্যাচটি প্রস্তুতিমূলক হলেও নতুন লিগ শুরুর আগে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। আগামী ১৩ সেপ্টেম্বর ভায়োকানো-মায়োরকার ম্যাচ রয়েছে তবে রিয়ালের ম্যাচ শুরু হতে অপেক্ষা করতে হবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

আরও পড়ুন: বাবরকে সরিয়ে টি-টোয়েন্টির শীর্ষে মালান

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিয়াল মাদ্রিদের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
X
Fresh