• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নেইমারের পর পিএসজির আরও ৩ জন করোনা আক্রান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪২
PSJ, Coronavirus, UCL, Neymar, Di Maria, rtvnews
ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে পিএসজি তারকা আঙ্গেল ডি মারিয়া, লেয়ান্দ্রো পারেদেসের, আন্দের এররেরা, মাউরো ইকার্দি, কেইলর নাভাস ও নেইমার জুনিয়ররা বেড়াতে গিয়েছিলেন স্পেনের ইবিজা দ্বীপে।

ইবিজা থেকে ফেরার পরই করোনা আক্রান্ত হন সতীর্থ ডি মারিয়া ও পেরেদেস। এরপর জানা যায় নেইমারও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

এমন খবরের পর ইএসপিএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ইবিজায় ছুটি কাটাতে যাওয়াদের ভেতর ইকার্দির রিপোর্টও পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেষ পর্যন্ত সেটিই হলো। ইকার্দি একা নন, আক্রান্ত হয়েছেন আরও দুইজন গোলরক্ষক কেইলর নাভাস, ডিফেন্ডার মার্কিউনোস।

একে একে ছয় জনের করোনা আক্রান্তের খবরে শঙ্কায় পড়েছেন আগামী ১০ সেপ্টেম্বর লঁসের বিপক্ষে লিগের প্রথম ম্যাচটি। অথচ এই ম্যাচ দিয়ে লিগ শুরু করবে পিএসজির।

লিগ ওয়ান কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছে এক দলে চার সদস্যের বেশি খেলোয়াড়ের করোনা আক্রান্ত হলে তাদের ম্যাচ স্থগিত করা হবে।

আরও পড়ুন: রায়না, মালিঙ্গার পর আইপিএল ছাড়লেন হরভজন সিং

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh