logo
  • ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫ আশ্বিন ১৪২৭

প্রস্তুত এমবাপে

  স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

|  ১২ আগস্ট ২০২০, ০৯:৪৮ | আপডেট : ১২ আগস্ট ২০২০, ১১:০৭
atalanta v psg Kylian Mbappé, neymar
নেইমারের সঙ্গে এমবাপে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে, আজ প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে মাঠে নামবে আটালান্টা। লিসবনে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।

করোনাভাইরাসের কারণে ইতিহাসে প্রথমবারের মতো দুই লেগের নিয়ম বদলে প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনাল হচ্ছে এক ম্যাচে। 

শক্তির বিচারে আটালান্টার চেয়ে বেশ এগিয়ে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। যে কোনও প্রতিযোগিতায় শেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পিএসজির। 

দারুণ ফর্মে রয়েছেন দলটির ব্রাজিলিয়ান তারকা নেইমার। সব শেষ ফ্রেঞ্চকাপের ফাইনালেও বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের একমাত্র গোলে জয় পেয়ে শিরোপা তুলেছে প্যারিসের দলটি। তবে ওই ম্যাচে গুরুতর আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছিল কিলিয়ান এমবাপেকে। 

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই ফরোয়ার্ডকে কোয়ার্টারে পাওয়া নিয়ে ছিল ধোঁয়াশা। যদিও শেষ পর্যন্ত সুখবর দিয়েছেন দলটির কোচ টমাস টুখেল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ইনজুরি কাটিয়ে আড়াই সপ্তাহ পর অনুশীলনে ফিরেছেন ২১ বছর বয়সী এই তরুণ। 

এমবাপের মাঠে ফেরা নিয়ে টুখেল বলেন, ‘যদি তার অনুশীলন ভালো হয় আর বড় কোনও বিপদ না ঘটে তাহলে দলের সঙ্গেই দেখা যাবে তাকে।’

পিএসজির অন্যতম প্রধান অস্ত্রের গোড়ালির আঘাত সেরে উঠেছে। তাই আটালান্তার বিপক্ষে খেলবেন তা অনেকটাই নিশ্চিত।

‘আমরা এই দলটি নিয়ে বেশ সন্তুষ্ট। তাকে দলে নিয়ে ম্যাচটা শেষ করতে পারার সম্ভাবনা অনেক বেশি।’ যোগ করেন পিএসজি কোচ।

এদিকে শক্তির বিচারে লিগ ওয়ানের দলটির চেয়ে পিছিয়ে থাকা আটালান্টার শেষ পাঁচ ম্যাচে জয় দুটিতে। তবে ২০১৫ সালের পর চ্যাম্পিয়নস লিগে কোনও ইতালিয়ান প্রতিপক্ষকে হারাতে পারেনি পিএসজি। সেই দুর্বলতা কাজে লাগিয়ে জয় তুলে নিতে চায় সিরি আ’র দলটি।

ওয়াই

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়