• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নিশ্চিন্ত হলেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২০, ১৭:১৬
Sowrav Ganguli
ছবি- সংগৃহীত

গত কদিন ধরে আইসোলেশনে ছিলেন ভারতীয় ক্রিকেটের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলী। এর কারণ, বাড়ীতে থাকা ভাই স্নেহাশিস গাঙ্গুলী করোনা আক্রান্ত হন। এর জন্য করোনা পরীক্ষা করেছেন সৌরভ, তাতে সুখবর মেলে।

গতকাল শুক্রবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে সৌরভ গাঙ্গুলীর তবে বড় স্নেহাশিস রয়েছেন হাসপাতালে। সেখানে তিনি ভালো আছেন বলেও জানায় ভারতীয় গণমাধ্যম।

এদিকে সৌরভ আইসোলেশনে থেকেই সামলেছেন বোর্ড সভা, আইসিসি সভা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সিদ্ধান্তও এসেছে সৌরভ আইসোলেশনে থাকার সময়। সেপ্টেম্বরের ১৯ তারিখে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এবারের আসর।

শুধু তাই নয়, আইসোলেশনে থাকার জন্য বন্ধ ছিল সৌরভের উপস্থাপনায় রিয়েলিটি শো ‘দাদাগিরি’ –এর শুটিং। এখন নেগেটিভ ফল আসায় চাইলেই অংশ নিতে পারবেন সব কাজে।

এদিকে দিন যত গড়াচ্ছে, করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যা বেড়েই চলছে ভারতে। আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান এখন তিন নম্বরে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh