• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অপেক্ষার অবসান, আইপিএল শুরুর দিন ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২০, ১০:৫০
IPL 2020
২০১৯ সালে চ্যাম্পিয়ন হয় রোহিত শর্মার দল মুম্বাই ইন্ডিয়ানস

অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর দিন ঘোষণা করা হলো। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টির জমজমাট প্রতিযোগিতার ১৩তম আসর। ৮ অথবা ১০ নভেম্বর বসতে পারে ফাইনাল। ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

ইএসপিএন ক্রিকইনফোকে এমনটাই নিশ্চিত করেছেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

আগামী সপ্তাহে আইপিএলের গভর্নিং কাউন্সিল সূচি নিয়ে আলোচনায় বসতে চলেছে। তার পরই ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিস্তারিত পাঠিয়ে দেয়া হবে।

চলতি বছরের অক্টোবরে শুরু হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড (বিসিসিআই) শুরু থেকেই এই সময়টিতে আইপিএল আয়োজনের লক্ষ্য নিয়ে এগুচ্ছিল।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বিশ্বকাপ স্থগিত করার পর পর আইপিলের আয়োজনের দিন ঘোষণা করা হলো।

গেল এপ্রিলে জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথা থাকলেও করোনার দাপটে তা পিছিয়ে দেয়া হয়। দিনের পর দিন ভারতে করোনা পরিস্থিতিতে ভয়ঙ্কর হচ্ছে তাই মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের নতুন নাম দিলো চেন্নাই
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
হায়দ্রাবাদকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বেঙ্গালুরু
জয়ের খোঁজে টস জিতে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
X
Fresh