বিয়ে-ডিভোর্স প্রসঙ্গে মুখ খুললেন হ্যাপি
আরটিভি অনলাইন রিপোর্ট
| ০৬ মে ২০১৮, ১৩:০১ | আপডেট : ০৬ মে ২০১৮, ১৩:০৬

--------------------------------------------------------
আরও পড়ুন : চঞ্চল চৌধুরীর ‘চম্পাকলি টকিজ’
-------------------------------------------------------- হ্যাপি লিখেছেন, অনেকে আমার বিয়ে নিয়ে খুব চিন্তা ফিকির করছেন! অনেকে নানা রকম কল্পনা-জল্পনা করছেন! কেউ কেউ বলছেন, গোপনে বিয়ে করেছি, কেউ কেউ বলছেন, বিয়ে করতে যাচ্ছি, কেউ আবার পারলে আমাকে এখনই বিয়ে দিয়ে দেন! আপনাদের বানানো নানারকম সব গল্পে সত্যিই আমি বিরক্ত! সবার উদ্দেশ্যে বলছি... আমার বিয়ে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আমি সম্পূর্ণ মনোযোগ পড়াশুনায় দিতে চাই। এখন মীযান জামাতে পড়াশুনা করছি আলহামদুলিল্লাহ! নিয়ত আছে আলেমা হওয়ার, ইফতা পড়ার, যদি আল্লাহ কবুল করেন! আমার জন্য দোয়া করবেন। আশা করি সবার উত্তর পেয়ে গেছেন। আরও পড়ুন : এম/এ