• ঢাকা বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ইনস্টাগ্রামে সর্বোচ্চ আয়ের তালিকায় যেসব ক্রীড়াবিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৭
CR7, Ronaldo, LM10, Messi, Virat Koholi, Neymar Jr, crickpost
ছবি- সংগৃহীত

একজন তারকা খেলোয়াড়ের আয় শুধু তার খেলা দিয়েই আসে না, আসে বিভিন্ন মাধ্যমে। এই যেমন বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিজ্ঞাপনের মাধ্যমে। এসব ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমও তাদের আয়ের বড় মাধ্যম হয়ে ওঠে।

বর্তমান সময়ে ইনস্টাগ্রাম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সাধারণ মানুষের মতো ক্রীড়াবিদদের কাছেও। এই তো কদিন আগে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার বহুল আলোচিত অবসরের ঘোষণা দেন ইনস্টাগ্রামে।

এছাড়া আয়ের একটা মাধ্যম হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। এই যেমন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর আয় ইনস্টাগ্রামে প্রায় ১৯ কোটি ৪৫ লাখ টাকা৷

দেখে নেয়া যাক ইনস্টাগ্রামে সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের তালিকা-

ক্রিশ্চিয়ানো রোনালদো: মাঠের মতো ইনস্টাগ্রামেও আয়ের দিক থেকে সবার উপরে আছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো৷ আয়ের শীর্ষে জুভেন্তাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো৷ করোনার এই সময়ে মাত্র দুই মাসে ইনস্টাগ্রাম থেকে রোনালদো আয় করেছেন ১৮ লাখ ৮২ হাজার ৩৩৬ পাউন্ড বা প্রায় ১৯ কোটি ৪৫ লাখ টাকা৷

লিওনেল মেসি: দ্বিতীয় স্থানে আছেন রোনালদোর চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তারকা লিওনেল মেসি৷ লক ডাউনে ইনস্টাগ্রাম থেকে তার আয় ১২ লাখ পাউন্ড বা প্রায় ১২ কোটি ৯৬ লাখ টাকা৷

নেইমার জুনিয়র: পিএসজিএস তারকা নেইমার আছেন তিন নম্বরে৷ গত দুই মাসে ইনস্টাগ্রাম থেকে তার আয় ১১ লাখ পাউন্ড বা প্রায় ১১ কোটি ৮৮ লাখ টাকা৷

সাকিল ও’নিল: বাস্কেটবল তারকা খেলোয়াড় সাকিল ও’নিল আছেন চতুর্থ অবস্থানে৷ দুই মাসে তার আয় ৫ লাখ ৮৩ হাজার পাউন্ড অর্থাৎ প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা৷

ডেভিড ব্যাকহ্যাম: সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম আছেন পঞ্চম স্থানে৷ লক ডাউনে ইনস্টাগ্রাম থেকে তার আয় ৪ লাখ পাউন্ড বা প্রায় ৪ কোটি ৩৮ লাখ টাকা৷

বিরাট কোহলি: তালিকায় ছয় নম্বরে আছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি৷ লক ডাউনে সর্বোচ্চ আয়ের শীর্ষ ১০ খেলোয়াড়দের মধ্যে তিনিই একমাত্র ক্রিকেটার৷ ইনস্টাগ্রামের পোস্টের জন্য কোহলি আয় করেছেন ৩ লাখ ৭৯ হাজার ২৯৪ পাউন্ড বা প্রায় ৪ কোটি ১০ লাখ টাকা৷

স্লাতান ইব্রাহিমোভিচ: সুইডিশ ফুটবলার স্লাতান ইব্রাহিমোভিচ আছেন সাত নম্বরে৷ দুই মাসে ইনস্টাগ্রাম থেকে তার আয় ১ লাখ ৮৪ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৯৯ লাখ টাকা৷

ডোয়েইন ওয়েড: সাবেক এনবিএ তারকা ডোয়েইন ওয়েড আছেন আট নম্বরে৷ এইসময়ে ইনস্টাগ্রাম পোস্ট থেকে তার আয় ১ লাখ ৪৩ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা৷

দানি আলভেস: ব্রাজিলের ফুটবলার দানি আলভেস আছেন ৯ নম্বরে৷ কোয়ারেন্টিনের সময় ইনস্টাগ্রাম থেকে তার আয় ১ লাখ ৩৩ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৪৪ লাখ টাকা৷

অ্যান্থনি জসুয়া: ইনস্টাগ্রামে আয়ের দিক থেকে বক্সার অ্যান্থনি জসুয়া আছেন ১০ নম্বরে৷ লক ডাউনে তার আয় ১ লাখ ২১ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা৷ [সূত্র- ডয়েচেভেলে]

এমআর/

মন্তব্য করুন

daraz
  • সোশ্যাল মিডিয়া এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাথার সব চুল কেটে ফেললেন উরফি জাবেদ
মারা গেলেন আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ
অফিসে মিথ্যা বলে আইপিএলের গ্যালারিতে নারী, অতঃপর....
চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল
X
Fresh