Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১, ১৮ অগ্রহায়ণ ১৪২৮

ঘুমন্ত নারীর গালে চার ফুট লম্বা সাপ (ভিডিও)

রাশিয়ায় এক নারী ঘুমিয়েছিলেন। এমতাবস্থায় তার গালের ভেতর প্রবেশ করে ৪ ফুট লম্বা একটি সাপ। অস্বস্তি হওয়ায় চিকিৎসকর শরণাপন্ন হন তিনি। পরবর্তীতে চিকিৎসকরা সাপটি বের করতে সক্ষম হন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন কেউ, যা ভাইরাল হয়েছে। খবর নিউ ইয়র্ক পোস্ট।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘আল বায়ান নিউজ’র টুইটারে আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে, অচেতন ওই নারীর মুখে যন্ত্র প্রবেশ করিয়ে সাপটি টেনে বের করা হয়। সাপ দেখে এক নার্স রীতিমতো ভয় পেয়ে যান।

জানা যায়, ক্যাসপিয়ান সাগরের পাশে দাগেস্তান এলাকার একটি গ্রামের ঘটনা। সেখানে এক নারী ঘুমিয়েছিলেন। হঠাৎ তার গাল দিয়ে একটি সাপ ঢুকে যায়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তার ভেতরে সাপ কতক্ষণ ছিল তা জানা যায়নি।

দাগেস্তান প্রজাতন্ত্রের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভিডিওটি নিয়ে তদন্ত চলছে।

লেভাশিনস্কি জেলা হাসপাতালের প্রধান চিকিৎসক পতিমাত আবদুরাশিদোভা জানান, সাপ বের করার সময় অচেতন ছিলেন ওই নারী।

স্থানীয়রা বলছেন, এই ধরনের ঘটনা খুব কমই ঘটে। বয়স্কদের বাইরে ঘুমোতে না দেওয়ার পরামর্শ দেন তারা।

আরও পড়ুন: পর্ন তারকার বিরুদ্ধে একাধিক নারীকে ধর্ষণ-যৌন সহিংসতার অভিযোগ

জিএ/পি

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS