• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ছাত্রলীগের চার নেতাকে গুলি, স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ গ্রেপ্তার ৩
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগের চার নেতাকে গুলির ঘটনায় মামলা দায়ের করেছে আহত ছাত্রলীগ নেতা সজিবের মা বুলি বেগম। সোমবার রাতে চন্দ্রগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও সদস্য সচিব তাজুল ইসলাম ভূঁইয়াসহ ১১ জনের নাম উল্লেখ করে আরও ১৮/২০ জনকে  অজ্ঞাতসহ ৩১ জনকে আসামি করা হয়েছে। এদিকে সোমবার রাতেই পুলিশ এজাহার নামীয় ২নং আসামি থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব তাজুল ইসলাম ভূঁইয়া, পাঁচপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৭) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে রেজাউল করিম প্রকাশ বাবুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।  মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া গ্রামের ছাত্রলীগ নেতা এম. সজীব, সাইফুল পাটোয়ারী, সাইফুল ইসলাম জয়, মো. রাফি, তারেক হোসেন ও রাসেদসহ ৬জন মোটরসাইকেলযোগে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. মাসুদকে চন্দ্রগঞ্জ বাজারে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় এম. সজীবসহ অন্যান্যরা পাঁচপাড়া গ্রামের যৌদের পুকুর পাড় এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে কফিল উদ্দীন কলেজ ছাত্রলীগ নেতা এম. সজীবসহ ৪ জনকে গুলিকরে ও দুইজনকে কুপিয়ে আহত করে। আহতদের স্বজনরা ও এলাকাবাসী তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে এম. সজীব, সাইফুল পাটোয়ারী ও রাফির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদেরকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।  এ ঘটনার ৩ দিন পর সোমবার রাতে ভিকটিম এম. সজীবের মা পাঁচপাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী বুলি বেগম বাদী হয়ে ১১জনের নাম ও অজ্ঞাত আরও ১৮-২০ জনসহ মোট ৩১ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী বুলি বেগম জানান, মারাত্মক আহত এম. সজীবের অবস্থা এখনো আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রাখা হয়েছে।  মামলার তদন্তকারী কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) শাহিদ হোসাইন জানিয়েছেন, রাতের অন্ধকারে ছাত্রলীগের চার জনকে গুলি করে ও দুই জনকে কুপিয়ে আহত করার ঘটনায় ১১জন এজাহারনামীয়সহ মোট ৩১জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। এর মধ্যে পুলিশ ২নং আসামি তাজুল ইসলাম ভূঁইয়াসহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক জানিয়েছেন, পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এম. সজীবসহ ছাত্রলীগ নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়েছিল। গ্রেপ্তারকৃতদের জবাববন্দি এবং পুলিশের প্রাথমিক তদন্তে এর প্রমাণ পাওয়া গেছে। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, চাঞ্চল্যকর এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
১৬ এপ্রিল ২০২৪, ২২:৩৫

যশোরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা
যশোরে জিল্লুর রহমান শিমুল (৪৮) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জেলা সদরের চূড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিমুল গোবিলা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। সে চূড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। নিহতের ভাই রাকিব হোসেন গণমাধ্যমকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও নোংরা রাজনীতির শিকার তার ভাই। রাজনৈতিক প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শিমুল মারা যান। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুজায়েত হোসেন বলেন, শিমুলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সার্জারি ওয়ার্ডে পাঠানোর পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটন ও জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
২২ মার্চ ২০২৪, ০০:৩৪

লালমনিরহাটে সরকারি প্রকৌশলীকে পেটালেন স্বেচ্ছাসেবকলীগ নেতা
লালমনিরহাটের হাতীবান্ধায় সড়ক নির্মাণে অনিয়মে বাঁধা দেওয়ায় হাজিউজ্জামান আশিক নামে এক সরকারি প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে সবুজ নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে।  বৃহস্পতিবার সকালে উপজেলার হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।  হাজিউজ্জামান আশিক হাতীবান্ধা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিসে সহকারী মাঠ প্রকৌশলী ও সবুজ একই উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, ওই উপজেলার সিঙ্গিমারী ইউপি হতে গড্ডিমারী ইউপি পর্যন্ত ৩ কিলোমিটার একটি সড়ক প্রভাতী প্রকল্পের আওতায় নির্মাণ চলছে। যার সাব ঠিকদার হিসেবে কাজ করছে স্বেচ্ছাসেবকলীগ নেতা সবুজ আর তদারকির দায়িত্বে আছেন হাজিউজ্জামান আশিক নামে ওই প্রকৌশলী।  বৃহস্পতিবার সকালে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তুলেন ওই প্রকৌশলী। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন সবুজ নামের স্বেচ্ছাসেবকলীগের ওই নেতা। হাজিউজ্জামান আশিকের অভিযোগ, এ সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তিনি উপজেলা প্রকৌশলী অফিসে লিখিত অভিযোগ করেন।  তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবকলীগ নেতা সবুজ। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তাকে হয়রানি করতে মিথ্যা অভিযোগ করা হয়েছে।  হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নজির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।  
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়