• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
নিয়োগ দেবে ওয়ালটন, স্নাতক পাসেই আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি ‘করপোরেট সেলস এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিভাগের নাম: ইলেক্ট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস পদের নাম: করপোরেট সেলস এক্সিকিউটিভ পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অভিজ্ঞতা: ২ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম বয়স: ২৩-৩২ বছর কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা Walton Hi-Tech Industries PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
২১ এপ্রিল ২০২৪, ০৮:৫৪

স্নাতক প্রথমবর্ষে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি কার্যক্রমে প্রথম মেধাতালিকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ফলাফল প্রকাশ করা হয়। বিকেল ৪টা থেকে এবং ভর্তিবিষয়ক ওয়েবসাইটে রাত ৯টা থেকে ফল জানা যাবে। এসএমএসে ফলাফল জানতে nuathnroll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৮ এপ্রিলের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষে ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে চাইলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে Yes অপশন সিলেক্ট করতে হবে।
১৮ এপ্রিল ২০২৪, ১৮:০০

নিয়োগ দেবে মিনিস্টার, থাকতে হবে স্নাতক পাস
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘টিম লিডার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড বিভাগের নাম: কাস্টমার কেয়ার পদের নাম: টিম লিডার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অভিজ্ঞতা: ৩ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ২৪-৩২ বছর কর্মস্থল: ঢাকা (গুলশান) আবেদনের নিয়ম: আগ্রহীরা Minister Hi-Tech Park Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৭ মে ২০২৪ পর্যন্ত।
০৮ এপ্রিল ২০২৪, ০৯:১৭

চাকরি দেবে বিকাশ, থাকতে হবে স্নাতক পাস
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘ডেপুটি জেনারেল ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড বিভাগের নাম: অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (বাণিজ্য শাখা) অভিজ্ঞতা: ৫-৮ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা bKash Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
০৪ এপ্রিল ২০২৪, ১০:২৫

প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেই আবেদন
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আপ টু এসইও) পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে অনলাইনে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম : প্রিমিয়ার ব্যাংক পিএলসি। পদের নাম : ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আপ টু এসইও)। পদসংখ্যা : নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা : স্নাতক। অন্যান্য যোগ্যতা : ব্যাংক, অডিট ফার্ম/ট্যাক্স কনসালটেন্ট বিষয়ে অভিজ্ঞতা। এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা : কমপক্ষে ৭ বছর। চাকরির ধরন : ফুলটাইম। কর্মক্ষেত্র : অফিসে। প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর। কর্মস্থল : দেশের যেকোনো জায়গায়। বেতন : আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ১৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
০১ এপ্রিল ২০২৪, ০৯:৪৩

স্নাতক পাসেই নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন অনলাইনে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘টেরিটরি সেলস এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিভাগের নাম: মোবাইল পদের নাম: টেরিটরি সেলস এক্সিকিউটিভ পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অভিজ্ঞতা: ৩ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: পুরুষ বয়স: ২৫-৩২ বছর আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৪ পর্যন্ত।
২৭ মার্চ ২০২৪, ০৯:০৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি আবেদনের ফল প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ঢুকে ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। সোমবার (১৮ মার্চ) বিকেল ৪টায়  প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়। জানা গেছে, মুঠোফোনের এসএমএসের মাধ্যমে ফল দেখেতে nuathnroll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। তাছাড়া রাত ৯টা থেকে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। এ ছাড়া এ তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী এ শিক্ষাবর্ষে ভিন্ন কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৭ মার্চের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে Yes অপশন সিলেক্ট করতে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তিত হবে। উল্লেখ্য, এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে।
১৮ মার্চ ২০২৪, ১৮:৩৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তির ফল প্রকাশ আগামী ১৮ মার্চ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি আবেদনের ফল প্রকাশিত হবে আগামী ১৮ মার্চ। এদিন বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে ঢুকে ফলাফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।  বুধবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেন, ভর্তি আবেদনের ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি চলছে। সম্পূর্ণ কাজ শেষ হলে ফল প্রকাশ করতে পারব। সবকিছু প্রস্তুত হয়ে গেলে আগামী ১৮ মার্চ ফলাফল প্রকাশিত হবে।  এর আগে, গত ২১ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ২২ জানুয়ারি থেকে ভর্তির আবেদন শুরু হয়ে চলে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে স্নাতকে ভর্তি নেওয়া হবে। তাই এবারও কোনো ভর্তি পরীক্ষা হচ্ছে না।   জানা গেছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়।  তবে এর আগ পর্যন্ত অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে।    
১৩ মার্চ ২০২৪, ১৯:২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়