• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo
বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি
দুই দিন বর্ধিত বইমেলার আজ শেষ দিন। সে হিসেবে শুরু হয় সমাপনী অনুষ্ঠান। এবারের একুশে বইমেলার ৩১ দিন শেষে মেলায় নতুন বই এসেছে ৩৭৫১টি। এ বছর মেলায় আনুমানিক ৬০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। ১ মার্চ পর্যন্ত মেলায় এসেছেন প্রায় ৫৯ লাখ দর্শনার্থী। শনিবার (২ মার্চ) মেলার ৩১তম ও শেষ দিনে সমাপনী বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি মুহম্মদ নুরুল হুদা। তিনি বলেন, এ বছর তিন হাজার ৭৫১টি বই প্রকাশিত হয়েছে। আগামী বছর আরও সফল মেলা আয়োজন করা হবে।’ জানা গেছে, গত দুই বছরের তুলনায় অমর একুশে বইমেলায় বইয়ের বিক্রি বেড়েছে। গত বছরের তুলনায় এই বিক্রি ১৩ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬০ কোটিতে, যা ২০২২ সালের তুলনায় বেড়েছে সাড়ে সাত কোটি। যদিও দেশে করোনা অতিমারির শুরুর আগের মাসের বিক্রির তুলনায় এই বৃদ্ধিকে বলা চলে নগণ্য। কারণ, সে বছর অর্থাৎ ২০২০ সালে বিক্রি হয়েছিল ৮২ কোটি টাকার বই। এবারের অমর একুশে বইমেলাতে প্রায় ৬০ কোটি টাকার মতো বিক্রি হয়েছে। এছাড়া প্রায় ৬০ লাখ মানুষ মেলাতে প্রবেশ করেছে। শনিবার (২ মার্চ) বইমেলার সমাপনী অনুষ্ঠানে অমর একুশে বইমেলা ২০২৪-এর সদস্য-সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলামের পক্ষে একাডেমির প্রশাসন উপবিভাগের উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজ এ তথ্য জানান। সমাপনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন। এতে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বিশেষ অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। প্রসঙ্গত, ২০২৩ সালের অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়।
০৩ মার্চ ২০২৪, ০৩:০৮

বইমেলায় যারা পেলেন গুণীজন স্মৃতি পুরস্কার
রাজধানীতে আয়োজিত এবারের অমর একুশে বইমেলা শেষ হলো শনিবার। সমাপনী অনুষ্ঠানে ২০২৩ সালে প্রকাশিত বিষয় ও মানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য গুণীজন স্মৃতি পুরস্কার দেওয়া হয়েছে। মূলত, মানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশ, নান্দনিক স্টল এবং শৈল্পিক ও গুণমান বিচারে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।      শনিবার (২ মার্চ) বিকেলে সমাপনী অনুষ্ঠানে গুণীজন স্মৃতি পুরস্কার হস্তান্তর করা হয়েছে। গুণীজন স্মৃতি পুরস্কার পেলেন-২০২৩ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য কথাপ্রকাশকে ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০২৪’ দেওয়া হয়েছে। ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৪’ পেয়েছে ৩টি প্রকাশনী সংস্থা। ২০২৩ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে শৈল্পিক ও গুণমান বিচারে সেরা বই বিভাগে মনজুর আহমদ রচিত একুশ শতকে বাংলাদেশ : শিক্ষার রূপান্তর গ্রন্থের জন্য প্রথমা প্রকাশন, মঈন আহমেদ রচিত যাত্রাতিহাস : বাংলার যাত্রাশিল্পের আদিঅন্ত গ্রন্থের জন্য ঐতিহ্য এবং আলমগীর সাত্তার রচিত কিলো ফ্লাইট প্রকাশের জন্য জার্নিম্যান বুকস এই পুরস্কার পেয়েছে। ২০২৩ সালে প্রকাশিত শিশুতোষ বইয়ের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য ময়ূরপঙ্খিকে ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০২৪’ দেওয়া হয়েছে। ২০২৪ সালের অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে, অন্যপ্রকাশ (প্যাভিলিয়ন), নিমফিয়া পাবলিকেশন (২-৪ ইউনিট) এবং বেঙ্গল বুকস (১ ইউনিট)। এসব প্রতিষ্ঠানকে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৪’ এর জন্য ঘোষণা দেওয়া হয়েছে। আজ ছিল অমর একুশে বইমেলার ৩১তম দিন। ছুটির দিন হিসেবে মেলা শুরু হয় সকাল ১১টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত । আজ নতুন বই এসেছে ১৪৯টি। এ পর্যন্ত (২রা ফেব্রুয়ারি থেকে ২রা মার্চ পর্যন্ত) নতুন বই এসেছে ৩৭৫১টি। সমাপনী অনুষ্ঠানে সম্প্রতি বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
০২ মার্চ ২০২৪, ২২:২৩

বইমেলায় ৬০ কোটি টাকার বই বিক্রি
রাজধানীতে আয়োজিত চলতি বছরের (২০২৪) অমর একুশে বইমেলায় ৬০ কোটির বেশি টাকার বই বিক্রি হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় অন্তত ১৩ কোটি টাকা বেশি। গত বছর মেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছিল । শনিবার (২ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলা একাডেমির উপ-পরিচালক শাহেদ মমতাজ। অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন নবনিযুক্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। নবনিযুক্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান রাজধানীর বেইলি রোডে নিহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি বলেন, গত ১ ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধনী আয়োজনে এসেছিলাম। জীবনে চিন্তাও করিনি বইমেলার সমাপনী আয়োজনে আমি সংস্কৃতি প্রতিমন্ত্রী হিসেবে হাজির হবো। তিনি বলেন, আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। কোনো প্রমিজে বিশ্বাস করি না, কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে চাই। প্রতিশ্রুতি তো ভঙ্গ হয়ে যায়। আমরা সবাই মিলে যদি একটি টিমওয়ার্ক করতে পারি, তাহলে কাজটি ভালো হবে।’ তিনি আরও বলেন, বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা এখন ঐতিহ্য হয়ে গেছে। এই বইমেলা সরানোর বিষয়ে কথা উঠেছে। আমরা কোনো না কোনো ব্যবস্থা করে বইমেলা এখানে রাখার ব্যবস্থা করবো। প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, সারা পৃথিবী ঘুরে এসেও এমন একটি বইমেলা খুঁজে পাবেন না। এ বইমেলা আমাদের আবেগের মেলা, জাতিসত্তার মেলা। এই বইমেলা জাতি হয়ে ওঠার বইমেলা, আমাদের মাটি ও মানুষকে ভালোবাসার বইমেলা। চলতি বছরের (২০২৪) অমর একুশে বইমেলায় বই প্রকাশিত হয়েছে ৩ হাজার ৭৫১টি। গত বছর প্রকাশিত হয় ৩ হাজার ৭৩০টি বই।  
০২ মার্চ ২০২৪, ২৩:১৫

বইমেলায় সাড়া জাগিয়েছে ‘নদী পেরোলেই সাততারা’
এবার একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে নন্দিত নাট্যকার শফিকুর রহমান শান্তনু এর নতুন উপন্যাস ‘নদী পেরোলেই সাততারা’। উপন্যাসটি প্রকাশের সাথে সাথেই পাঠক মহলে যথেষ্ট সাড়া ফেলেছে।  এদিকে মেলার ২৫ তম দিনে নিঃশেষ হয়েছে বইটির প্রথম মুদ্রণ। নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, একজন লেখকের জন্য এটা খুবই আনন্দের যে, পাঠক তার বইটি গ্রহণ করছে। আমার সৌভাগ্য, গত কয়েক বছরে আমার অল্পসংখ্যক নিয়মিত পাঠক তৈরি হয়েছে। তাদের মাধ্যমেই অন্যরা বইটির ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে। আমি দেখেছি, যারা সত্যিকারের পাঠক তারা যাচাই করে কয়েক পাতা পড়ে যদি সন্তুষ্ট হয় তবেই বই কেনে। এবার মেলায় ৫/৬ দিন যাওয়ার সুযোগ হয়েছে। প্রচুর অচেনা পাঠকের সাথে পরিচয় হয়েছে। তারা আগের বই নিয়ে মতামত জানিয়েছেন। আমাকে আবেগে ভাসিয়েছেন। নদী পেরোলেই সাততারা বইটি প্রকাশ করেছে ঝুমঝুমি প্রকাশন, স্টল ৭১-৭১। বইয়ের গল্প প্রসঙ্গে লেখক বলেন, প্রেম ও পারিবাহিক আবহের এই উপন্যাসে উঠে এসেছে সমকালীন বাংলাদেশ ও সমাজবাস্তবতা। প্রসঙ্গত, শফিকুর রহমান শান্তনু’র হরর থ্রিলার গবলিন, রোমান্টিক থ্রিলার কেউ কেউ পুরনো হয় না বিগত বছরগুলোতে রকমারি বেস্টসেলারে জায়গা করে নিয়েছিল। উপন্যাস লেখার পাশাপাশি বর্তমানে নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন শান্তনু। ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষন, নীল ঘুর্নি সহ ইদের বেশ কিছু বিশেষ নাটকের শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে।    
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০১

বইমেলায় মারুফ হোসেন সজীবের ‘অলিতে গলিতে’
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ চিত্রনাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীবের গল্পের বই ‘অলিতে গলিতে’। এটি তার প্রথম বই। প্রচ্ছদ করেছেন জুলিয়ান। বইটি প্রকাশ করছে দুয়ার প্রকাশনী। এর মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৭০ টাকা। বইটি রকমারি ডটকমসহ বইমেলায় প্রকাশনীর ৩৫৭ নাম্বার স্টলে পাওয়া যাবে। বইটি সম্পর্কে লেখক মারুফ হোসেন সজীব বলেন, বইটি ১১টি ছোটগল্প নিয়ে সাজানো হয়েছে। শহরের অলিগলির ছোট ছোট গল্প নিয়ে সাজানো হয়েছে। গল্পে আছে প্রেম, সংসার, সমাজের বিভিন্ন ধরনের অবক্ষয়ের ছোটাছুটি। ভিন্ন ভিন্ন আঙ্গিকে লেখা প্রতিটি গল্পই আশা করি পাঠকদের ভালো লাগবে। প্রসঙ্গত, ‘বিলোপ’ নাটকের চিত্রনাট্যের জন্য পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার-২০২১ ও দুই ক্যাটাগরিতে শ্রেষ্ট নাট্যকার ও শ্রেষ্ট নাট্যপরিচালক হিসেবে ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১।  
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০২

বইমেলায় কলি বড়ালের 'চিতা'
একুশে বইমেলায় এলো তরুণ লেখক কলি বড়ালের প্রথম উপন্যাস ‘চিতা’। ভিন্নচোখ প্রকাশনী থেকে বের হওয়া বইটি পাওয়া যাচ্ছে ১৮৫ নম্বর স্টলে।  দুটি সুখী পরিবারের জীবনগাঁথা অধ্যায়ের রোমাঞ্চ, প্রেম, সুখ, বিরহের সন্নিবেশ ‘চিতা’। পাঠক পড়া মাত্র বুঝতে পারবেন চিরচেনা নিজের ঘর সংসার। বহু প্রতিক্ষার পর এক জুটির শুভ পরিনয়, দাম্পত্য সুখ তলিয়ে যায় নিয়তির কালো আঁধারে। আট বছর বয়সী শিশুকন্যা ঘুণাক্ষরে টের পেল না কোন সমুদ্দুর টেনে নিয়ে যাচ্ছে ওর ভবিষ্যৎ। এমন ঘটনার ঘটঘটা  ধরে এগিয়ে গেছে উপন্যাসটি। ১৯৯৪ সালে বরগুনা জেলার পাথরঘাটা থানার চরদুয়ানী গ্রামে এক সাংস্কৃতিকমনা পরিবারে জন্ম কলি বড়ালের। গান শেখার হাতে খড়ি মায়ের কাছে।মায়ের ইচ্ছে ছিলো মেয়ে গান করুক। কিন্তু মেয়ে হলো লেখক। আবৃত্তি এবং ছবি আঁকায়ওপ্রচুর আগ্রহ কলির। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয় নিয়ে স্নাতকোত্তর (এম বি এ) শেষ করে বর্তমানে তিঁনি শিক্ষকতা পেশায় আছেন। লেখক বলেন, বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করেছেন তাঁর বাবা । ছোট বেলায় বাবার বইয়ের আলমারির তাকের বইগুলোর প্রতি প্রগাঢ় নেশা তৈরি হয়। মাত্র তেরো বছর বয়সে বাবা বিয়োগের পর অনেক চড়াই-উৎরাই পেরিয়ে জীবনের এই পর্যায় এসে নিজের সবচেয়ে ভালোলাগা ভালোবাসার কাজে লেখালেখিতে সুখ খুঁজছেন।  তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘জলনীলী’ প্রকাশিত হয়েছিলো ২০২৩ সালের অমর একুশে বইমেলায়। জলনীলীতে মানুষের জীবনে বিভিন্ন সময়ের উত্থান পতনকে নিখুঁতভাবে তুলে ধরেছেন। লেখকের লেখনি থেকে চিন্তা ভাবনারা বাস্তবতার রস চুঁইয়ে চুঁইয়ে নিভৃতে কথামালায় রূপ নিয়েছে কবিতাগুলোতে৷ কখনো অভিজ্ঞতা, কখনো বাস্তবতাকে পুঁজি করে ছন্দ রসে নৈবেদ্য সাজিয়েছি। গত বছর জলনীলীতে প্রচুর সারা পেয়েছিলেন। সেই উৎসাহ থেকেই নতুন উপন্যাস চিতার জন্ম। কলি বড়াল নিয়মিত বিভিন্ন পত্রিকায় লেখেন গল্প, কবিতা এবং শিশু সাহিত্য নিয়ে। এ বছরের মাঝামাঝি দেশি-বিদেশি পাঠকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন তিনি।
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৪

বইমেলায় রিয়াদ খন্দকারের ‘কাণ্ডজ্ঞানশূন্য’
‘অমর একুশে বইমেলা ২০২৪’-এ প্রকাশিত হয়েছে রিয়াদ খন্দকারের নতুন বই ‘কাণ্ডজ্ঞানশূন্য’। বইটি পাওয়া যাবে সাহস পাবলিকেশন্সের ৩১৪-৩১৫ নম্বর স্টলে। বইটির প্রচ্ছদ করেছেন সোহেল আশরাফ খান ও অলংকরণ করেছেন কানিজ নাজনীন শিমু। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন লেখার সংকলন এ বইয়ের ভূমিকায় কবি ও লেখক খ ম সফিকুল ইসলাম লিখেছেন, সমাজ, জীবন ও রাজনীতি বিষয়ে লেখক ও সাংবাদিক রিয়াদ খন্দকারের পর্যবেক্ষণ অত্যন্ত প্রখর। জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত এ লেখকের দৃষ্টি এড়িয়ে যায়নি সমাজের সংগতি-অসংগতি, বাঙালির পোশাকের বিবর্তন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপপ্রয়োগ ও অপপ্রচার, পত্র-পত্রিকা প্রকাশে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা। তার কলমে উঠে এসেছে বিশ্ব রাজনীতি, বাংলাদেশের প্রকৃতি, নদ-নদী ও খালবিলের করুণ পরিণতি, প্রভাবশালীদের নোংরামী, মেহেনতি মানুষের জীবন-জীবিকা ও হয়রানি। লেখালেখি ও সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত। করোনা মহামারির সময়ে জনদুর্ভোগ এবং তরুণদের নানা কার্যক্রমের ওপর তার প্রতিবেদন ও কলাম পাঠকপ্রিয়তা পাওয়ায় ‘মোস্ট ইমপেক্টফুল মিডিয়া পারসোনাল’ ক্যাটাগরিতে ‘শেখ হাসিনা ইয়ুথ অ্যাওয়ার্ড’ অর্জন করেন।
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৩

১১১টি কবিতা নিয়ে ননীগোপালের ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’ বইমেলায়
অমর একুশে বইমেলায় এলো ১১১টি কবিতা নিয়ে ননীগোপাল চক্রবর্ত্তীর বই ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’। মুক্তিযোদ্ধা, বিশিষ্ট অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দক্ষ সংগঠক পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং অর্থ মন্ত্রণালয়ের উপসচিব, বিশিষ্ট নজরুল গবেষক ও কবি মো. জেহাদ উদ্দিন বইটির মোড়ক উন্মোচন করেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের মুল মঞ্চে হয় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এ সময় বক্তারা বলেন, ননীগোপাল চক্রবর্ত্তী একজন সংস্কৃতিবান সাদা মনের মানুষ। নিজস্ব কর্ম স্পৃহায় পৌঁছে গেছেন মানুষের মননে। তার এ লেখনী সমাজকে আরও আলোকিত করবে বলেই আশা করেন বিশিষ্টজনেরা।  অমর একুশে গ্রন্থমেলার ২৬০-২৬১ নম্বর স্টল বইঘর প্রকাশনীতে বইটি পাওয়া যাবে। ‘স্পর্শহীন হাতের ছোঁয়া’ বইটিতে রয়েছে ১১১টি কবিতা। কবিতায় মানবিক প্রেম, প্রকৃতি আর যাপিত জীবনের নানা প্রতিচ্ছবি ফুটে উঠেছে। মানবিক মূল্যবোধ আর জীবনবোধের গভীরে তার বিচরণ। এরই মধ্যে তিনি দু-হাজারের অধিক কবিতা লিখেছেন। এ গ্রন্থে স্থান পেয়েছে শতাধিক কবিতা। এ ছাড়াও তিনি লিখছেন ছোট গল্প, অনুগল্প ও উপন্যাস।  লেখকের জন্ম ১৯৫৫ সালে রাজবাড়ি উপজেলায়। পড়ালেখা শেষে যুক্ত হন শিক্ষকতা পেশায়। ছাত্রজীবন থেকেই লেখালেখি শুরু। বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা, গল্প, নিবন্ধ, উপ-সম্পাদকীয় ও ফিচার লিখেছেন বাবু ননীগোপাল চক্রবর্ত্তী। সংগীত শিক্ষক হিসেবে নিজ এলাকা নড়াইল জেলার লোহাগড়ায় জনপ্রিয়তায় শীর্ষে তিনি। পাঠকের অনুপ্রেরণা পেলে বাকি জীবন লেখালেখির সাথে যুক্ত থাকার প্রত্যয় তার।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪২

বইমেলায় আদনীন কুয়াশার নতুন উপন্যাস ‘বোহেমিয়ান’
অমর একুশে বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনী থেকে গল্পকার এবং ঔপন্যাসিক আদনীন কুয়াশার নতুন উপন্যাস ‘বোহেমিয়ান’।  বইটির প্রচ্ছদ করেছেন মো. সাদিত উজ জামান। জ্ঞানকোষ প্রকাশনীর ১২ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।  দাম ৩৪০ টাকা। আদনীন কুয়াশার আসল নাম রুদাবা আদনীন। তবে লেখক হিসেবে তিনি আদনীন কুয়াশা নামেই পরিচিত।  জন্ম ঢাকায় তবে বাবার চাকরির সুবাদে নানান জেলায় ঘুরে বেড়ালেও শৈশবের বিশাল একটা সময় কেটেছে চট্টগ্রামে।  ছোটবেলা থেকে শিল্প-সাহিত্যের সঙ্গে জড়িত। ১৯৯৮ সালের নতুন কুঁড়ির ৪টি বিষয়ে বিজয়ী হয়ে প্রেসিডেন্ট গোল্ডকাপ অর্জন করেছিলেন।  জীবনের বেশকিছু বসন্ত পার করার পর হঠাৎ করেই যখন সিদ্ধান্ত নেন লেখিকা হওয়ার। এরপর ফেসবুকে ব্লগ লিখতে লিখতে হয়ে ওঠেন লেখিকা। লিখতে গিয়ে তিনি খেয়াল করেন, তার গল্পের চরিত্রগুলো আশপাশের মানুষেরই প্রতিচ্ছবি। এমনকি তিনি নিজেও কখনও কখনও তার গল্পেরই চরিত্র হয়ে ওঠেন। ‘বোহেমিয়ান’ উপন্যাস প্রসঙ্গে আদনীন কুয়াশা বলেন, এটি একটি সামাজিক উপন্যাস। নাম শুনেই হয়তো অনেকে ভাবছেন এই গল্প কোনো যাযাবরের। যার চালচুলোর কোনো ঠিক নেই। ‘যেখানে রাইত সেখানে কাইত’ টাইপের কোনো ভবঘুরের গল্প। আমি এবার লেখার চেষ্টা করেছি বেশ কিছু বোহেমিয়ান মানুষের গল্প। যে গল্প কখনো হাসাবে, কখনো ভাবাবে, কখনো কাঁদাতেও পারে। আদনীন কুয়াশার প্রকাশিত বইগুলোর মধ্যে অষ্ট অম্বর, এখানে যুক্তিরা মৃত, মেঘ বলেছে যাব যাব, যুক্তিরা উড়ে গেছে , ক্লান্ত কপোত লেখকের ছোটগল্প সংকলন। ভ্রম-বিভ্রম, এ তুমি কেমন তুমি, ওরা মনের গোপন চেনে না এবং এবছর বের হলো ‘বোহেমিয়ান’।  রাণী মৌমাছির দল, হৃদ মাঝারে রাখিব, মুক্তমঞ্চ সংকলন আমাদের গল্প তার সম্পাদিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য। লেখালেখির পাশাপাশি তিনি পাললিক সৌরভ প্রকাশনীতে উপদেষ্টা এবং সম্পাদক হিসেবে কর্মরত আছেন।  লেখালেখির স্বীকৃতি হিসেবে ‘মেঘ বলেছে যাব যাব’ বইটির জন্য সাহিত্য দিগন্ত লেখক পুরষ্কার এবং ‘ওরা মনের গোপন চেনে না’ বইটির জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ থেকে পেয়েছেন গ্রন্থ স্মারক-২০২৪। 
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৯

বইমেলায় ইশিতা জেরীনের উপন্যাস ‘বেণুবনচ্ছায়াঘন সন্ধ্যা’
অমর একুশে বইমেলা ২০২৪ এ লেখক ইশিতা জেরীনের উপন্যাস ‘বেণুবনচ্ছায়াঘন সন্ধ্যা’ প্রকাশিত হয়েছে।  জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশিত উপন্যাসটি বইমেলার ১২ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনে রকমারিতে পাওয়া যাবে। বইটির প্রকাশক শাহীন হাসান তরফদার আর প্রচ্ছদ এঁকেছেন জুলিয়ান।  ফ্ল্যাপ থেকে: রাত তিনটা দশ মিনিটে তাওহীদ সাহেব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে হসপিটাল এর উদ্দেশ্যে রওয়ানা হলেন। তার কিছুক্ষণ আগে কার্ডিয়াক অ্যারেস্টে প্রতীতি মারা গেলেন। এর দশ বারো মিনিট আগে হঠাৎ করে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করলো। ভেন্ট্রিকুলার ফাইব্রিলশান শুরু হলো। তৎক্ষনাৎ চেইন অব সারভাইভাল শুরু করা হলো। তাকে বাঁচাতে ডাক্তাররা তাদের যথাসাধ্য চেষ্টা করলেন কিন্তু কোন লাভ হলো না।  চেতনা হারাবার ঠিক আগের মুহূর্তে প্রতীতি অনুসন্ধিৎসু দৃষ্টিতে নিজের চারপাশে বারবার তাকাতে লাগলেন। হয়তো স্বামীকে, মেয়েকে খুঁজছিলেন। মৃত্যুর মুহূর্তেও হয়তো তিনি আশা করে ছিলেন তিনি যেভাবে চেয়েছেন সত্যিই ঠিক সেভাবে সবকিছু হবে। মৃত্যুর সময় প্রিয় মানুষেরা তাঁর পাশেই থাকবে। তাদের মুখ দেখতে দেখতে, স্বামীর কোলে মাথা রেখে নিজের কপালে তাঁর হাত রেখে তিনি মরবেন। ইনিত্রিয়া পুরোটা সময় দরজার বাইরে দাঁড়িয়ে হল্টার মনিটরের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে ছিল। এক সময় হৃদস্পন্দনের চিহ্ন শূন্য হয়ে গেল। তখনো তার চোখের পলক পড়লো না, কেবল এক ফোঁটা অশ্রু তার চোখ বেয়ে গড়িয়ে পড়লো। লেখক ইশিতা জেরীনের জন্ম ১০ মার্চ, ১৯৮৯; প্রবীণা পদ্মার জঠর প্রসূত প্রাচীন বরেন্দ্রভূমি-রাজশাহী নগরীর ক্রোড়ে। পড়ালেখা করেছেন তথ্যপ্রযুক্তিতে। বর্তমানে সাহিত্যচর্চায় নিজেকে নিয়োজিত করেছেন। পাশাপাশি মনোনিবেশ করেছেন অনুবাদকর্মের প্রতিও। লেখকের প্রকাশিত অন্যান্য বই- নিঃস্বর নীলকণ্ঠ (২০১৭); কালপারাবার (২০১৮); তন্দ্রা ও তমিস্রার কাব্য (২০১৮); গোধূলিসন্ধির নৃত্য (২০১৯); স্বপ্নকূট ও স্বপ্নকীট (২০২০); বসন্তের মাতাল সমীরণে (২০২৩)। লেখকের প্রথম সম্পাদিত গল্পগ্রন্থ ‘গল্পকথার কল্পতরু’ প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলা ২০২৪-এ। এছাড়া অনুবাদ করেছেন সামার, ফায়ারওয়ার্কস অ্যান্ড মাই করপস; অ্যানাদার ভলিউম ১; অ্যাস্লিপ; কিচেন; হার্ডবয়েল্ড অ্যান্ড হার্ড লাক; ডেড-এন্ড মোমোরিজ।
২১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়