• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
বডি বিল্ডার ফারুকের মৃত্যু / বংশাল থানার ওসিসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
পুলিশ হেফাজতে নির্যাতনে বডি বিল্ডার ফারুক হোসেনের মৃত্যুর অভিযোগে রাজধানীর বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলামসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন। মামলার অপর আসামিরা হলেন— বংশাল থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদুল হক, আবু সালেহ, মাসুদ রানা ও বুলবুল আহমেদ। জানা গেছে, গত মঙ্গলবার ফারুকের স্ত্রী ইমা আক্তার হ্যাপী মামলাটির আবেদন করেন। পরে আদালত মামলাটি তদন্ত করে আগামী ২৮ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের বিষয়ে ডিবি পুলিশকে নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১২ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ফারুক হোসেন খাজা দেওয়ান সিং লেন লালবাগের বাসা থেকে ব্যক্তিগত কাজে বের হন। এর এক ঘণ্টা পর ফারুক তার স্ত্রী হ্যাপীকে ফোন দিয়ে জানান, তাকে সন্দেহজনকভাবে কায়েতটুলী ফাঁড়ির কয়েকজন পুলিশ গ্রেপ্তার করে আটকে রেখে নির্যাতন করছে। পরে তিনি সেখানে গিয়ে দেখেন, ফারুককে পুলিশ সদস্যরা মারধর করে আটকে রেখেছে। পরে ফারুককে ছাড়ার জন্য পুলিশ সদস্যরা প্রথমে এক লাখ টাকা এবং পরে তা কমিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। এতে রাজি না হওয়ায় আসামিরা ফারুককে ব্যাপক মারধর করে। পরে ফারুকের বিরুদ্ধে ১৫০ গ্রাম গাজা উদ্ধারের মামলা দেওয়া হয়। এরপর গত ১৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ব্যক্তি হ্যাপীকে ফোন করে জানান, ফারুক মারা গেছেন। হাসপাতাল মর্গে গিয়ে তিনি স্বামীল লাশ দেখতে পান। এ সময় ফারুকের গলায়, বুকে, পিঠে আঘাতের চিহ্ন দেখতে পান।
৩১ জানুয়ারি ২০২৪, ১৭:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়