• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
হজ নিবন্ধনের বাকি টাকা ২০ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ
প্রাথমিক নিবন্ধনকারী সকল হজযাত্রীকে নিবন্ধনের অবশিষ্ট টাকা আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মোয়াল্লেম গ্রহণ, বাড়ি বা হোটেল ভাড়া, পরিবহন চুক্তি প্রভৃতি আবশ্যিকভাবে সম্পন্ন করতে হবে। এ কারণে ২০২৪ সালে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদেরকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দিতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নিবন্ধন শেষে এখনও কোটা খালি রয়েছে ৪৪ হাজার ৪৩টি। এ বছর বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮টি কোটা নির্ধারণ করে দেয় সৌদি আরব। এর মধ্যে সরকারিভাবে হজে যেতে নিবন্ধন করেছেন চার হাজার ২৬০ জন। বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। সবমিলিয়ে মোট নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ জন। বাকি ৪৪ হাজার ৪৩টি কোটা ফেরত যাবে। এবার হজের নিবন্ধন শুরু হয় ২০২৩ সালের ১৫ নভেম্বর, যা ১০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। প্রত্যাশিত সাড়া না মেলায় প্রথম দফায় সময় বাড়ানো হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানো হয়। তৃতীয় দফায় ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এতেও হজ নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া না মেলায় শেষ দফায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হজ নিবন্ধনের সময় বাড়ানো হয়। চলতি ২০২৪ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজের মূল্য পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। বিশেষ প্যাকেজের মূল্য নয় লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।  অপরদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মূল্য যথাক্রমে পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং আট লাখ ২৮ হাজার ৮১৮ টাকা। যদিও গত বছরের চেয়ে এ বছর সর্বনিম্ন প্যাকেজের মূল্য এক লাখ চার হাজার ১৬০ টাকা কমানো হয়েছে। এরপরও বর্তমান হজ প্যাকেজের মূল্যকে অনেক বেশি মনে করছেন হজে যেতে আগ্রহীরা।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৫

যুক্তরাজ্য-ইতালি প্রবাসীদের নিবন্ধন ১২ ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তির নির্দেশ
অনলাইনে দাখিলকৃত যুক্তরাজ্যে ও ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের চলমান নিবন্ধন কার্যক্রমের আবেদন আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত ও নিষ্পত্তিকরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের (নিবন্ধন ও প্রবাসী) পরিচালক আব্দুল মমিন সরকার এই নির্দেশনাটি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানোর নির্দেশ দেন। ইসির নির্দেশনায় জানানো হয়, যুক্তরাজ্যে ও ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। যেসব প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে তাদের আবেদনগুলো CMS পোর্টালের অনলাইন অ্যাপ্লিকেশনের NRB মেনুতে পাওয়া যাবে। ইসি আরও জানায়, যেসব আবেদনের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত করা আছে সেসব আবেদনগুলো সকল উপজেলা ও থানা রেজিস্ট্রেশন কর্মকর্তাগণ ভোটার ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে তদন্ত সম্পন্ন করার কথা বলা হয়েছে। ইসির নির্দেশনায় আরও বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যে উপজেলা ও থানা নির্বাচন অফিসাররা প্রাপ্ত আবেদনগুলো সরেজমিনে তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। তদন্ত প্রতিবেদন CMS Portal Investigation Report আপলোড করে Action থেকে Approved/Reject করে তা প্রতিবেদন ছকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জরুরি ভিত্তিতে পাঠাতে হবে।
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৩

ফেব্রুয়ারির কবে কোন ‘ডে’ জানা আছে তো?
শুরু হয়ে গেছে ভালোবাসার মাস। আর আজ ৭ ফেব্রুয়ারি দিয়েই শুরু হয়ে গেলো ভ্যালেন্টাইন্স সপ্তাহ। যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এর মধ্যে দিয়ে। ভালোবাসা সপ্তাহের এক এক দিনের অর্থ এক একটি। কোনোটি হাগ ডে আবার কোনোটি প্রোপোজ ডে। সব শেষে আসবে ভ্যালেন্টাইন’স ডে। আপনার জানা আছে তো কবে কোন ‘ডে’? জানা না থাকলে প্রিয় মানুষটাকে কীভাবে মনের কথা জানাবেন, কীভাবেই বা উপহার দেবেন?  চলুন জেনে নিন, ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি কবে কোন ‘ডে’- ৭ ফেব্রুয়ারি- রোজ ডে (গোলাপ দিবস) ৮ ফেব্রুয়ারি- প্রপোস ডে (প্রস্তাব দিবস) ৯ ফেব্রুয়ারি- চকলেট ডে (চকলেট দিবস) ১০ ফেব্রুয়ারি- টেডি ডে (পুতুল দিবস) ১১ ফেব্রুয়ারি- প্রমিস ডে (কথা দেওয়ার দিবস) ১২ ফেব্রুয়ারি- কিস ডে (চুম্বন দিবস) ১৩ ফেব্রুয়ারি- হাগ ডে (আলিঙ্গনের দিবস) ১৪ ফেব্রুয়ারি- ভ্যালেন্টাইন ডে (প্রেমের দিবস)
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৫

২০ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে দ্বিতীয় ধাপের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, ১৫ কার্যদিবসের মধ্যে দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরুর আগেই এ সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি এ সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করতে পারব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা ইতোমধ্যে স্ক্রিনিং শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে সভা করবে বুয়েট। তারপর ফল প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র আরও জানায়, দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর প্রার্থীরা অংশ নেন। এ ধাপে আবেদন করেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৫

ফেব্রুয়ারির কত তারিখ পর্যন্ত থাকতে পারে শীত
ঢাকাতে শীত কিছুটা কম অনুভূত হলেও দেশের অধিকাংশ জায়গায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। এতে উত্তরাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত। চলমান এ অবস্থা কিছু কিছু জায়গায় স্বাভাবিক হতে থাকলেও অধিকাংশ জায়গায় ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে পারে।  আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, এলাকার ওপর নির্ভর করছে শীত কতদিন থাকবে। ঢাকার দিকে তাপমাত্রা বাড়লেও উত্তরের দিকে খুব একটা বাড়েনি। স্বাভাবিকভাবে ঢাকায় ১৫ ফেব্রুয়ারির পর্যন্ত শীত থাকে। উত্তরের দিকে হয়তো আর কিছুটা বেশি থাকবে। কিন্তু তাপমাত্রা বাড়বে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে ফরিদপুর অঞ্চলসহ খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।  এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের বিভিন্ন জেলায় চলমান শৈত্যপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। তাপমাত্রা নিয়ে আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
২৯ জানুয়ারি ২০২৪, ১২:৩৭

দুই সিটিতে ভোট: ১ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্র প্রস্তুত করার নির্দেশ
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম জানিয়েছেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্র আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে নির্দেশনাটি মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।   শনিবার (২৭ জানুয়ারি) তিনি এ তথ্য জানিয়েছেন। ইসির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৯ মার্চ অনুষ্ঠেয় ময়মনসিংহ সিটি করপোরোশনের সাধারণ নির্বাচন, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর সাধারণ আসনের কাউন্সিলর, বরিশাল সিটি করপোরেশনের আট নম্বর ও ২২ নম্বর সাধারণ আসনের কাউন্সিলরের শূন্য পদে উপনির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠানের লক্ষ্যে ‌‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা’ অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করে প্রস্তুতকৃত তালিকার দুই প্রস্থ হার্ড কপি (সফট কপিসহ) সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে বিশেষ দূত মারফত আগামী ১ ফেব্রুয়ারি মধ্যে নির্বাচন সাপোর্ট-১ শাখায় প্রেরণের জন্য সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হলো। উপরোক্ত সাধারণ/উপ-নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের তালিকা এ সময়ের মধ্যে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেমে এন্ট্রি সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এতে আরও বলা হয়, ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে-যতদূর সম্ভব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্থায়ী ভোট-কক্ষ স্থাপনের উদ্যোগ গ্রহণ এবং ভবনের অবকাঠামোর অভ্যন্তরে ভোট-কক্ষ স্থাপন করা গেলে সেক্ষেত্রে অস্থায়ী ভোট-কক্ষ স্থাপনের প্রস্তাব পরিহার-পূর্বক ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের জন্য অনুরোধ করা হলো। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা যথাসম্ভব ভোটকেন্দ্রগুলো সরেজমিন পরিদর্শন করবেন এবং ভোটকেন্দ্র পরিবর্তন, নতুন ভোটকেন্দ্র স্থাপন ও অস্থায়ী ভোটকেন্দ্র এবং ভোট-কক্ষ স্থাপনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয়তার বিষয়ে প্রত্যয়ন দেবেন।
২৭ জানুয়ারি ২০২৪, ২৩:৪১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়