• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo
জবির ক্যাফেটেরিয়ায় ৫০ টাকায় ইফতার প্যাকেজ
পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ায় থাকছে ইফতারের ব্যবস্থা। মাত্র ৫০ টাকার ইফতার প্যাকেজে পাওয়া যাচ্ছে ৮টি আইটেমের বিভিন্ন ইফতার সামগ্রী। মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রোজা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে ৫০ টাকা মূল্যের এই ইফতার প্যাকেজ পাওয়া যাচ্ছে। ইফতার প্যাকেজে রয়েছে আটটি ভিন্ন ভিন্ন আইটেম।  বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পরিচালক মো. মাসুদ জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও আমরা শিক্ষার্থীদের কথা মাথায় রেখে স্বল্পমূল্যে মানসম্মত ইফতারের আয়োজন করতে যাচ্ছি। ৫০ টাকা মূল্যের আমাদের ইফতার আয়োজনে রয়েছে মোট ৮টি ভিন্ন ভিন্ন আইটেম। তার মধ্যে ১টি আলুর চপ, ১টি বেগুনি, ১টি পিয়াজু, ২টি খেজুর, ১ প্যাকেট মুড়ি, ১ বাটি ছোলা, ১ গ্লাস শরবত ও প্রতিদিন ভিন্ন ধরণের ফল থাকবে একটি। প্যাকেজটি সম্পর্কে জানার পর জাহিদ হাসান নামের এক শিক্ষার্থী বলেন, রমজান মাসে রাস্তা ঘাটে অনেক ইফতার আইটেম পাওয়া যায়। কিন্তু আইটেম গুলো আলাদা আলাদা কিনতে হয়, তাতে বেশি খরচ পড়ে, একসঙ্গে সব আইটেম থাকায় বেশ ভালই হয়েছে। তানজিমুল হক নামের আরেক শিক্ষার্থী বলেন, বর্তমানে সব কিছুর দাম বেশি। ৫০ টাকায় আইটেম মোটামুটি ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ের আশে-পাশে আমরা মেসে থাকি, তারা একসঙ্গে ক্যান্টিনে বসে ইফতার করতে পারছি। ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. জি এম আল-আমীন বলেন, দ্রব্যমূল্যের বৃদ্ধি হওয়া সত্বেও আমরা এ বছরও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ইফতারের ৫০ টাকা প্যাকেজটি চালু রেখেছি। ট্রেজারারের মৌখিক অনুমতিতে শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যান্টিন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা এ দাম নির্ধারণ করেছি। উল্লেখ্য, ইফতারের সব ধরনের আয়োজন অন্তর্ভুক্ত থাকায় স্বস্তি প্রকাশ করছে বিশ্ববিদ্যালয়ের আশপাশে মেসে থাকা শিক্ষার্থীরা। দামে সাশ্রয়ী ও সব শিক্ষার্থী একসঙ্গে ইফতারের সুযোগ পাচ্ছে বিধায় তারা খুশি। ক্যাফেটেরিয়ায় সাহরির আয়োজনেরও দাবি করেছেন তারা।  
১৩ মার্চ ২০২৪, ১৯:৩৩

ইন্টারনেট সেবায় টেলিটককে বিশেষ সাশ্রয়ী প্যাকেজ চালুর নির্দেশ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ইন্টারনেট গ্রাহকদের জন্য সরকারি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান টেলিটককে বিশেষ সাশ্রয়ী প্যাকেজ চালুর নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (৪ মার্চ) রাজধানীর গুলশানে টেলিটক সদর দপ্তর পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন নির্দেশনা দেন তিনি। এ সময় টেলিটকের গ্রাহক সেবার মানোন্নয়নে গৃহীত পরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে।  প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে টেলিটকের পক্ষ থেকে মোবাইল ইন্টারনেটের একটি বিশেষ সাশ্রয়ী প্যাকেজ তৈরি করতে হবে। আর সেই প্যাকেজটি ৭ মার্চ থেকেই চালুর জন্য ব্যবস্থা নিতে হবে। সভায় অন্যান্য মোবাইল অপারেটরদের সঙ্গে টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের অগ্রগতি এবং বর্তমানে টেলিটকের ৫ হাজার ৬০০টি টাওয়ারের কর্মক্ষমতা বাড়ানোর জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে; সে সম্পর্কে জানতে চান জুনাইদ আহমেদ পলক।  পরে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রেজেন্টেশনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। মতবিনিময় সভায় টেলিটকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
০৪ মার্চ ২০২৪, ১৮:৩৬

বর্তমান হজ প্যাকেজ কেন অবৈধ হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
হজযাত্রীদের জন্য অতিরিক্ত খরচ নির্ধারণ করা বর্তমান হজ প্যাকেজ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (৮ জানুয়ারি) হাইকোর্ট এই রুল দিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারকে এর ব্যাখ্যা দিতে বলেছেন। আদালত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেছেন যে কেন বাংলাদেশে অপারেট করা সব আন্তর্জাতিক এয়ারলাইনসকে প্রতিযোগিতামূলক ভাড়ায় হজযাত্রীদের পরিবহনের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হবে না। আদালত প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছেন। রুলে ২০২৪ সালের হজ প্যাকেজে অতিরিক্ত খরচ নির্ধারণ করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না এবং হজ যাত্রী পরিবহনে সকল আন্তর্জাতিক এয়ারলাইন্সকে কেন অনুমতি দিতে নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়েছেন। সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ গণমাধ্যমকে জানান, হজ প্যাকেজ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল-কুরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আশরাফ-উজ-জামানের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই রুল দেন। ২ নভেম্বর সরকারি ব্যবস্থাপনায় আগামী ২০২৪ সালের হজের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সাধারণ প্যাকেজে খরচ পড়বে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ হজ প্যাকেজে খরচ পড়বে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। দুই প্যাকেজেই বিমান ভাড়া পড়বে ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। গতবার যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। এ বিষয়ে ৮ নভেম্বর গেজেট জারি করে ধর্ম মন্ত্রণালয়। ওই গেজেটে অতিরিক্ত খরচ নির্ধারণ করা হয়েছে দাবি করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আশরাফ-উজ-জামান। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। তিনি জানান, প্যাকেজে বাড়ি ভাড়া, বিমান ভাড়া, সৌদি আরবে যাতায়াত খরচ অতিরিক্ত ধরা হয়েছে। সেই সঙ্গে ট্যাক্সও অতিরিক্ত। এগুলো কমাতে রিট করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত এয়ারলাইন্স ছাড়া হজ যাত্রী পরিবহন করা যায় না। এই মনোপলির বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।
০৮ জানুয়ারি ২০২৪, ১৯:৫৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়