• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
পাকিস্তানকে অলআউট করে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সেমিফাইনালে উঠতে কঠিন সমীকরণ মাথায় নিয়ে টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। দাপুটে বোলিংয়ে পাকিস্তানকে ১৫৫ রানে অলআউট করেছে বাংলাদেশ। সেমিফাইনালে উঠতে হলে ৪০ ওভারের মধ্যে ১৫৬ রান করতে হবে শিবলি-আরিফুলদের। শনিবার (৩ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর পরও ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় ৮৯ রানেই ছয় ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে দ্য গ্রিন ম্যানরা। শুরুতে শামাইল হুসাইনকে সঙ্গে নিয়ে ভালো শুরু করে শাহজাইদ খান। তবে ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। ৩১ বলে ১৯ রান করে  হুসাইন আউট হলে, ২৬ রান করে সাজঘরে ফেরেন শাহজাইদ খানও। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আজান আওয়াইস। ৬ বলে ৬ রান করে বর্ষণের দ্বিতীয় শিকার হন এই পাক ব্যাটার। ২১ বলে ৯ রান করে রান আউটের ফাঁদে কাটা পড়েন পাক অধিনায়ক সাদ বাইগ। সেমিফাইনালে উঠতে মরিয়া হয়ে ওঠা বাংলাদেশে বোলিংয়ে সামনে দাঁড়াতে পারছিল না কেউই। আহমেদ হাসান ২৫ বলে ১১ রান করে আউট ৯ বলে ৭ রান করে তার দেখানো পথে হাঁটেন হারোন আর্শাদ। এতে দলীয় ৮৯ রানের ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর পাকিস্তান শিবিরে হাল ধরেন আরাফাত মিনহাস ও আলি আসফান্ড। তবে ইনিংস বড় করতে পারেনি আসফান্ড। ২৯ বলে ১৯ রান আউট হন তিনি। আশার যাওয়ার মিছিলে যোগ দেন উবাইদ শাহ (১) ও মোহাম্মদ জিশান (৪)।  কিন্তু পিচের এক প্রান্ত আগলে রাখেন আরাফাত মিনহাস। শেষ দিকে ৪০ বলে ৩৪ রানে এই পাক ব্যাটার আউট হলে ৫৬ বলে হাতে থাকতেই ১৫৫ রানে অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের হয়ে রোহানত উদৌল্লাহ বর্ষন ও পারভেজ জীবন চার করে উইকেট নেন। এ ছাড়াও এক উইকেট নেন মাহফুজুর রহমান।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫১

আজ বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানকে মোকাবিলা করবে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। তবুও জুনিয়র টাইগারদের সামনে সেমিফাইনালে পথ অনেকটায় কঠিন। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেই কঠিন সমীকরণ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে পাকিস্তানকে মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে দুই দল। গত ম্যাচে নেপালকে হারিয়ে বাংলাদেশের বর্তমান নেট রানরেট হয়েছে ০ দশমিক ৩৪৮। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা পাকিস্তানের নেট রানরেট ১ দশমিক ০৬৪। ওই হিসেবে এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একটা নির্দিষ্ট ব্যবধানে জিততে হবে জুনিয়র টাইগার। এমন এক ব্যবধানে জয় পেতে হবে, যাতে পাকিস্তানের রানরেট নেমে আসে বাংলাদেশেরও নিচে।  তবে এই কঠিন সমীকরণ নিয়ে চিন্তা করতে চান না বাংলাদেশ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। তাদের মূল লক্ষ্য ম্যাচ জেতা। রাব্বি বলেন, আমাদের আগে ম্যাচটা জিততে। আমরা সেই ভাবেই প্রস্তুতি নিচ্ছি। তারপর পরিস্থিতি অনুযায়ী ম্যানেজমেন্ট যেটা করতে বলবে আমরা সেটা করব। তিনি আরও বলেন, আমরা ভারত বাদে সবার সঙ্গেই ভালো ক্রিকেট খেলেছি। আমরা চেষ্টা করব পাকিস্তানের সঙ্গেও ভালো করার জন্য। আর আগে যে ভুলগুলো করেছি, সেগুলো দ্বিতীয়বার না করার।  
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৯

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। হ্যাটট্রিক জয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল স্বাগতিকরা। চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।  বুধবার (৩১ জানুয়ারি) কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের ৯৬ রানে সহজ লক্ষ্য দেয় সফরকারীরা। জবাব দিতে নেমে ১৮ বল ও ৪ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় সুমাইয়া বাহিনী। সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৫ বলে শূন্য রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন সুমাইয়া আক্তার সুবর্ণা। এরপর ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার ইভা। তবে ৪০ বলে ৩৮ রান করে দলকে জয়ের পথ দেখান অধিনায়ক সুমাইয়া আক্তার। এ ছাড়াও ১৬ রানের ইনিংস খেলেন ইরা। শেষ পর্যন্ত ১৮ বল ও ৪ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তবে রানের গতি ছিল টেস্ট ক্রিকেটের মতো। এরমধ্যে দলীয় ৮৮ থেকে স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ করতেই আরও চার উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। যার ভেতর রান আউটই ছিল তিনটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তানের মেয়েরা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৪৮ রানের ইনিংস খেলেন সামিয়া আফসার। এ ছাড়া ৪১ বল মোকাবিলায় ২৬ রান করেন আরেশা আনসারি। বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন রাবেয়া খাতুন।  আগামী ২ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে শ্রীলঙ্কার মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ।
৩১ জানুয়ারি ২০২৪, ১৬:৫৫

পাকিস্তানকে বিধ্বস্ত করে বাংলাদেশের দ্বিতীয় জয়
তিন দেশ নিয়ে আয়োজিত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। পরের ম্যাচেই সেই জয়ের ধারা অব্যাহত রেখেছে লাল-সবুজের মেয়েরা। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে পাকিস্তানকে ৩৬ রানের হারিয়েছে বাংলাদেশ। শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে পাকিস্তানকে ১৩৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের মেয়েরা। এতে ৩৬ রানের জয় পায় বাংলাদেশ। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। শুরুটা আহামরি ছিল না। দ্রুত ফিরে যান ওপেনার ইভা (৬)। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে করেছেন ২৪ রান। তিন নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছেন অরভিন তানি। ৩ চারের সাহায্যে ৩০ বলে ৩১ রান করেছেন। ঝড়ো গতিতে ব্যাটিং করেছেন সুমাইয়া আক্তার। সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। তাছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেছেন রাবেয়া। শেষ পর্যন্ত ১৩৬ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে আনুশা নাসির ২২ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন। এছাড়া ১৩ রান খরচায় ১ উইকেট উইকেট নিয়েছেন মাহাম আনিস। জবাব দিতে নেমে বাংলাদেশের বোলিং তোপে পড়ে ১০০ রানে থামে পাকিস্তানের ইনিংস। আয়মান ফাতিমা ও সামিয়া আফসারের ওপেনিং জুটি বাদে আর কেউ লড়াই করতে পারেননি। দু’জনের ৫১ রানের জুটির পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ফাতিমা সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেছেন। এছাড়া সামিয়ার ব্যাট থেকে আসে ২৫ রানের ইনিংস। মিডল অর্ডার ও লেট অর্ডারের ব্যর্থতায় ৭ উইকেট হারিয়ে ১০০ রান তুলতে পারে সফরকারীরা। এতে ৩৬ রানের জয় পায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন আফিয়া। এ ছাড়াও রাবেয়া ও ফারিয়া একটি করে উইকেট নিয়েছেন।
২৭ জানুয়ারি ২০২৪, ১৭:৪৪

পাকিস্তানকে ১৯৫ রানের চ্যালেঞ্জ ছুড়ল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাবর-রিজওয়ানরা। প্রথমে ব্যাটিংয়ে পাকিস্তানকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যাল্ড। রোববার (১৪ জানুয়ারি) হ্যামিল্টনে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় দ্য গ্রিন ম্যানরা। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। তবে ইনিংস বড় করতে পারেনি কনওয়ে। ১৫ বলে ২০ রান করে ক্যাচ আউট হন তিনি। আরও পড়ুন : চোখের চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন সাকিব   এরপর অধিনায়ক কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন অ্যালেন। ২৪ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। ১৫ বলে ২৬ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি ড্যারিল মিচেলও। ১৭ রান করে আউট হন তিনি। ৪১ বলে ৭৪ রান করে অ্যালেন আউট হলে, ৪ রান করে তাকে সঙ্গ দেন মার্ক চ্যাপম্যান। ১৯তম ওভারে তিন উইকেট শিকার করে স্বাগতিকদের রানের চাপা থামিয়ে দেন হারিস রাউফ। গ্লেন ফিলিপস (১৩), অ্যাডাম মিলনে (০) এবং ইশ সোধিকেও শূন্য রানে ফেরান তিনি। আরও পড়ুন : পেশাদার ক্রিকেটকে বিদায়ের ঘোষণা মার্শের   শেষ পর্যন্ত মিচেল স্যান্টনাররের ১৩ বলে ২৫ রান ও টিম সাউদির অপরাজিত ৫ রানে ভর করে আট উইকেট হারিয়ে ১৯৪ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন হারিস রাউফ। আব্বাস আফ্রিদি শিকার করেন দুই উইকেট। এ ছাড়াও আমির জামাল ও উসামা মীর একটি করে উইকেট নেন।
১৪ জানুয়ারি ২০২৪, ১৫:৫০

পাকিস্তানকে উড়িয়ে নিউজিল্যান্ডের বড় জয়
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। এতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের ২২৬ রানের বড় লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৮০ রানেই গুটিয়ে যায় বাবর-রিজওয়ানরা। এতে ৪৬ রানের জয় পায় উইলিয়ামসনের দল। ৬১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ড্যারিল মিচেল। শুক্রবার (১২ জানুয়ারি) অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় দ্য গ্রিন ম্যানরা। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় বলে ডাক আউট হন ডেভন কনওয়ে। তবে অধিনায়ক কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন ফিন অ্যালেন। ১৫ বলে ৩৪ রানে মারকুটে ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু অপর প্রান্তে ৪০ বলে ফিফটি পূরণ করেন উইলিয়ামসন। তাকে যোগ্য সঙ্গ দেন ড্যারিল মিচেল। ৫৪ রান করে উইলিয়ামসন আউট হলে, ১৯ রান করে তাকে সঙ্গে দেন গ্লেন ফিলিপস। এরপর প্রান্তে ব্যাটিং তাণ্ডব শুরু করেন মিচেল। ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলেন এই ডান হাতি ব্যাটার। শেষ দিকে মার্ক চ্যাপম্যানের ২৬ ও অ্যাডাম মিলনের ১০ রানে ভর করে আট উইকেটের বিনিময়ে ২২৬ রানের বড় পুঁজি পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ও আব্বাস আফ্রিদি তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও হারিস রাউফ নেন দুটি উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে দুই পাক ওপেনার সাইম আইয়ুব ও মোহাম্মদ রিজওয়ান। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। ৮ বলে ২৭ রান করে সাইম ও ১৪ বলে ২৫ রানের ইনিংস খেলে আউট হন রিজওয়ান। এরপর পাক শিবিরে হাল ধরেন বাবর আজম। কিন্তু অপর প্রান্তে ফাখার জামান (১৫), ইফতেখার আহমেদ (২৪) ও আজম খান ১০ রানে আউট হলে বিপাকে পড়ে সফরকারীরা। তবে ৩৩ বলে নিজের অর্ধশত পূরণ করেন বাবর। ৩৫ বলে ৫৭ রান করে বাবর আউট হলে, আশা যাওয়ার মিছিলে যোগ দেন বাকিরা। শাহিন শাহ আফ্রিদি (০), উসামা মীর (১), আব্বাস আফ্রিদি (১) ও হারিস রাউফ শূন্য রানে আউট হলে ১২ বল হাতে থাকতেই ১৮০ রানে অলআউট হয় পাকিস্তান। অপর প্রান্তে ৭ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন আমির জামাল। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন টিম সাউদি। এ ছাড়াও অ্যাডাম মিলনে ও বেন সার্স দুটি করে উইকেট শিকার করেন। এক উইকেট নেন ইশ সোধি।
১২ জানুয়ারি ২০২৪, ১৮:০৬

ওয়ার্নারের বিদায়ী টেস্টে পাকিস্তানকে ধবলধোলাই
জয় দিয়েই ক্যারিয়ারের শেষ টেস্টটা রাঙিয়েছেন ডেভিড ওয়ার্নার। অন্যদিকে টানা তিন টেস্টে হেরে অজিদের মাটিতে আবারও হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে পাকিস্তান।  বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দ্য গ্রিন ম্যানদের উইকেটে হারিয়েছে অজিরা। এর আগে, সিরিজের প্রথম দুই ম্যাচে ৩৬০ ও ৭৯ রানের ব্যবধানে হেরেছিল শান মাসুদের দল। এ নিয়ে টানা ষষ্ঠবার অজিদের মাটিতে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান। ১৯৯৫ সালের পর তাসমান পাড়ের দেশটিতে কোনো টেস্টে জয়ের স্বাদ পায়নি দ্য গ্রিন ম্যানরা। এমনকি ড্রয়ের দেখাও পায়নি তারা। এর আগে, ৭ উইকেটে ৬৮ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। অপরাজিত ব্যাটার হিসেবে ক্রিজে ছিলেন মোহাম্মদ রিজওয়ান ও আমের জামাল। তবে দ্বিতীয় ইনিংসে তাদের দলের হাল ধরতে দেয়নি অজিরা। চতুর্থ দিনে ৪২ রান যোগ করতেই লায়নের শিকার বনে সাজঘরে ফেরেন রিজওয়ান। ৫৭ বলে ২৮ রানে থামেন তিনি। রিজওয়ানের বিদায়ের দুই বল পর ফেরেন জামালও। কামিন্সের বলে হেডকে ক্যাচ দিয়ে থামেন তিনি (১৮)। এরপর হাসান আলী ৫ রানে ফিরলে ১১৫ রানে থামে দ্য গ্রিন ম্যানদের দ্বিতীয় ইনিংস।  এরপর দ্বিতীয় ইনিংসে সফরকারীদের দেওয়া ১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটের বিনিময়ে জয় পায় অজিরা। ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৫৭ রান। ল্যাবুশেন করেন ৬২ রান। এর আগে, প্রথম ইনিংসে ৩১৩ রান করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে ২৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলেও স্বাগতিকদের ঘূর্ণি আর গতিতে ১১৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জস হ্যাজলউড চারটি ও লায়ন শিকার করেন তিনটি উইকেট।
০৬ জানুয়ারি ২০২৪, ১০:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়