• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
‘আমাকে কেনার মতো ধনী এখনও তারা হননি’
দক্ষিণী ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেতা প্রকাশ রাজ। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। তবে খলনায়ক চরিত্রে অভিনয় করে বেশ খ্যাতি কুড়িয়েছেন প্রকাশ। শুধু অভিনয় নয়, রাজনীতির মাঠেও বিচরণ রয়েছে প্রকাশ রাজের। ২০১৭ সালে প্রকাশ রাজের সাংবাদিক বন্ধু গৌরি লঙ্কেশকে গুলি করে হত্যা করা হয়। এরপর নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেন এই অভিনেতা।  পরবর্তীতে সময়ের সঙ্গে বিজেপিবিরোধী হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। এমনকি ২০১৯ সালে স্বতন্ত্র থেকে লোকসভা নির্বাচনে অংশ নিয়েও পরাজিত হন প্রকাশ রাজ। কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে— সেই বিজেপিতেই নাকি যোগ দিতে যাচ্ছেন প্রকাশ রাজ। বিশেষ করে গতকাল এই বিষয়টি নিয়ে জোর চর্চা হয়েছে নেটদুনিয়ায়। অবশেষে এ নিয়ে মুখ খুললেন প্রকাশ রাজ। গতকাল এক্সে একটি পোস্ট শেয়ার করে প্রকাশ রাজ লেখেন, ‘আমার মনে হয়, তারা চেষ্টা করেছে। তারা উপলদ্ধি করেছে, আমাকে কেনার মতো ধনী (আদর্শিক) তারা না। আপনারা কী মনে করেন বন্ধুরা!’ প্রকাশ রাজকে নিজেদের দলে নেওয়ার জন্য বেশ কিছু রাজনৈতিক দলই চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাতে নারাজ এই অভিনেতা। চলতি বছরের জানুয়ারি মাসে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন প্রকাশ রাজ। সে সময় অভিনেতা বলেছিলেন, ‘আমার কাছে তিন-তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লোকসভা ভোটের প্রার্থী হওয়ার প্রস্তাব এসেছে। আমি সাফ না করে দিয়েছি। কারণ ওরা আমাকে চেয়েছিল, আমার রাজনৈতিক দর্শন বোঝার চেষ্টাই করেনি। আমি এসবের ফাঁদে পড়তে চাই না। প্রসঙ্গত, ১৯৮৮ সালে কন্নড় ভাষার চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন প্রকাশ রাজ। কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও ইংরেজি ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি নিজের অভিনয়গুণে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন প্রকাশ রাজ।  সূত্র : নিউজ ১৮
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৩২

লিপস্টিক কেনার সময় খেয়াল রাখবেন যে বিষয়গুলো
মেয়েদের সাজ সামগ্রীর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় প্রসাধনী হচ্ছে লিপস্টিক। ঠোঁট রাঙাতে এই প্রসাধনীর জুড়ি মেলা ভার। আর ঈদের কেনাকাটায় মেয়েদের প্রসাধনীর মধ্যে গুরুত্বপূর্ণ হলো লিপস্টিক। তবে ঈদে লিপিস্টিক কেনার সময় অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে, কারণ সারাদিন গরমের মধ্যে কোন লিপস্টিকটি আপনার জন্য উপযুক্ত সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই লিপস্টিক কেনার সময় রংকেই গুরুত্ব দেওয়া হয়, তবে লিপস্টিকের টেক্সচার কেমন সেটা দেখাও খুব জরুরি। জেনে নিন লিপস্টিক কেনার সময় খেয়াল রাখবেন যে বিষয়গুলো- ক্রিমি লিপস্টিক: যাদের ঠোঁট ছোট ও পাতলা তারা এই ধরনের লিপস্টিক লাগাতে পারেন। ক্রিম থাকায় এই লিপস্টিকে ঠোঁট অনেক ভরাট দেখায়। এই লিপস্টিক ঠোঁটের শুষ্কভাবও কাটিয়ে দেয়। যেকোনো সাজে যেকোনো সময়ই মানাবে এই ক্রিমি লিপস্টিক। ম্যাট লিপস্টিক: এই লিপস্টিক যার ঠোঁট যেমন তেমন টেক্সচারই দেখায়, তবে যাদের ঠোঁট খুব শুষ্ক তাদের এই লিপস্টিক এড়িয়ে চলায় ভাল। ম্যাট লিপস্টিক লাগালে ওপরে লিপবামও লাগাতে পারেন, তবে এই লিপস্টিকের স্থায়িত্ব অনেক বেশি তাই সারাদিনের অনুষ্ঠানে এই লিপস্টিক খুবই ভালো। ট্রান্সফাররেজিস্ট্যান্ট লিপস্টিক: অনেকে অফিস বা ক্লাসের উদ্দেশে সকালে বের হয়ে রাতে বাসায় ফেরেন। আর এই লিপস্টিক তাদের জন্য একেবারে আদর্শ। এই লিপস্টিক সকাল থেকে রাত পর্যন্ত একইরকম থাকে, এমনকি জলেও উঠে না। এই লিপস্টিক তোলার জন্য সলিউশন পাওয়া যায়। তেল কিংবা ময়েশ্চারাইজার দিয়েও তুলতে পারেন এই লিপস্টিক। এই লিপস্টিকে ময়েশ্চারাইজার কনটেন্টও স্বাভাবিক থাকে, ফলে ঠোঁটও শুষ্ক হয় না। স্যাটিন ফিনিশ বা শিয়ার লিপস্টিক: এই লিপস্টিকে আবার অয়েল কনটেন্ট অনেক বেশি। তাই ঝলমলে গ্লসি লুক পাওয়ার জন্য এই লিপস্টিক ব্যবহার করা যেতেই পারে, তবে এই লিপস্টিক যা রং দেখায় ঠোঁটে কিন্তু তার থেকে অনেক বেশি গাঢ় হয়ে যায়। এই লিপস্টিকও ঠোঁটের শুষ্কভাব কাটিয়ে দেয়, তবে এই লিপস্টিক দিনের বেলায় এড়িয়ে যাওয়ায় ভালো। ফ্রস্টেড লিপস্টিক: এই লিপস্টিক খুব হালকা হয়। এই লিপস্টিক স্পার্কেল করে, তবে এই লিপস্টিক ঠোঁটও শুষ্ক করে না। দিনের যেকোনো সময়ই ব্যবহার করতে পারেন এই লিপস্টিক।
২৭ মার্চ ২০২৪, ১২:৫০

মেয়রপ্রার্থীর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ, ২ গ্রুপের সংঘর্ষ
পটুয়াখালী পৌরসভা নির্বাচনে শহরের পুরাতন বাজার এলাকায় টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ উঠেছে মেয়রপ্রার্থী মো. মহিউদ্দিন আহমেদ ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে। যদিও বিষয়টি অস্বীকার করে উল্টো তার ওপর হামলা হয়েছে বলে দাবি করেছেন মেয়রপ্রার্থী মহিউদ্দিন। শুক্রবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় পুরাতন বাজার এলাকাসহ গোটা পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল জোরদার করেছে র‍্যাব, পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা জানান, পৌর শহরের ৩নং ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় টাকা দিয়ে ভোট কেনার সময় প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন বর্তমান মেয়র ও মেয়রপ্রার্থী মহিউদ্দিন আহমেদ, যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম সহিদ, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজসহ তাদের কর্মী সমর্থকরা। ঘটনার সময় মহিউদ্দিন আহমেদ ও তার সমর্থকদের সঙ্গে স্থানীয়দের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। পুরাতন বাজার এলাকা একাধিক ভোটার জানান, মেয়রপ্রার্থী মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, জেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলামের নেতৃত্বে অন্তত শতাধিক লোক পুরাতন বাজার এলাকায় প্রবেশ করে হিন্দু ভোটারদের টাকা দেওয়ার চেষ্টা করেন। আর সেসময় জগ প্রতীকে ভোট দেওয়ার প্রস্তাব করেন তারা। এতে সাধারণ ভোটার রাজি না হলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মেয়রপ্রার্থী মহিউদ্দিনের নেতাকর্মীরা। বাকবিতণ্ডার একপর্যায়ে মেয়রপ্রার্থী মহিউদ্দিনের কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের ওপর হামলা চালানোর অভিযোগ উঠে। মুহূর্তেই পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিশেষ করে পুরাতন বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জড়ো হয়ে মেয়রপ্রার্থী মহিউদ্দিনের কর্মী সমর্থকদের এলাকা থেকে বের করে দেয়। সিসিটিভি ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে।  ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  ঘটনাস্থলে উপস্থিত হয়ে গণমাধ্যমের কাছে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. জসিম। অপরদিকে এ ঘটনায় ২ মেয়রপ্রার্থী ডা. শফিকুল ইসলাম ও মহিউদ্দিন আহমেদ একে অপরকে দোষারোপ করে সংবাদ সম্মেলন করেছেন।
০৯ মার্চ ২০২৪, ০০:১৫

১৭৪ কোটি ৬৬ লাখ টাকার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন
স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই তেল কিনতে মোট খরচ পড়বে ১৭৪ কোটি ৬৬ লাখ টাকা। সেই হিসেবে প্রতি লিটারে খরচ পড়বে ১৫৮ দশমিক ৭৯ টাকা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুযারি) এটি ছাড়াও মোট ১২টি প্রস্তাব অনুমোদন পেয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, ২০২৩-২৪ অর্থবছরের জন্য আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১৬৬ কোটি ৭৫ লাখ টাকায় ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩০৩ দশমিক ১৯ মার্কিন ডলার। সেইসঙ্গে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানি করা হবে, যার মোট দাম পড়বে ৮৩ কোটি ১২ লাখ টাকা। এছাড়া জিটুজি পদ্ধতিতে ২৫৩ কোটি ৪৪ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন সার আমদানি করা হবে সৌদি আরব থেকে। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৫৭৬ ডলার। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, ১৪ হাজার ২৫০টি কমিউনিটি ক্লিনিকের জন্য ওষুধ কেনা হবে, যার দাম পড়বে ১৪৯ কোটি ৯৯ লাখ টাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণে ১৮৯ কোটি ৫৭ লাখ টাকার একটি প্রকল্পও অনুমোদন পেয়েছে আজকের সভায়। এছাড়া, এলএনজি আমদানির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।  
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫১

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন। অভিযোগে বলা হয়, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বীর নারী সমর্থকের মাধ্যমে গ্রামে গ্রামে টাকা ছড়িয়ে ভোট কিনছেন। তারা প্রতিদিন বিভিন্ন গ্রামে গিয়ে সুকৌশলে নারী ভোটারদের টাকার বিনিময়ে ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য বেআইনি প্রলোভন দেখাচ্ছেন এবং টাকার বিনিময়ে ভোট কিনছেন। এই ভোট ক্রেতা দুষ্কৃতিকারীদের আচরণে জনমনে বিরূপ প্রভাব পড়ছে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিনষ্ট হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আবেদনে উল্লেখ করা হয়। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।  মুঠোফোনে তার ভাতিজা রোহান বলেন, নেত্রী ব্যস্ত আছেন। অভিযোগ সম্পর্কে আমাদের জানা নেই।
০৬ জানুয়ারি ২০২৪, ১৫:৪৫

ভোট কিনতে গিয়ে জনতার হাতে আটক ইউপি চেয়ারম্যান, অতঃপর...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়েছে। এখন শুধু ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার সমর্থকেরা। উদ্দেশ্য একটাই ভোটারের সংখ্যা বাড়ানো। তাই কেউ কেউ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন।  আরও পড়ুন : সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না : জায়েদ খান   টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে জনতার হাতে ধরা খেয়েছিলেন মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল (৩৫) নামে স্বতন্ত্র প্রার্থী সমর্থিত ট্রাক প্রতিকে নির্বাচন করা বর্তমান নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার এর ভাগ্নে। এমনই এক ঘটনা ঘটেছে নির্বাচনী এলাকা মহাদেপুরের অলংকার গ্রামের সোহেল মাস্টারের বাড়িতে। শাকিল সদর থানা এলাকার এরশাদ আলীর ছেলে। ভোটারদের মাঝে টাকা বিতরণ করা হচ্ছে এমন আশঙ্কায় শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থীর ভাগ্নে সাঈদ হাসান তরফদার শাকিলকে জনতা আটক করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় উপজেলা প্রশাসন ও পুলিশ। এরপর ওই দিন দিবাগত রাতেই মোবাইল কোর্টের মাধ্যমে সাঈদ হাসানকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রিফাত আরা জাতীয় সংসদের নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা অনুযায়ী তাকে এ অর্থদণ্ড করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। আরও পড়ুন : হবিগঞ্জে ভোটকেন্দ্রে আগুন   এদিকে চেয়ারম্যান শাকিলকে আটকের পর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সচেতন মহলে চলছে আলোচনা-সমালোচনা। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে রাতের বেলা লোকজনকে বলতে শোনা যাচ্ছে এই যে টাকা, শাকিল চেয়ারম্যান ভোট কিনতে এসেছিল টাকা দিয়ে। এছাড়া নিচে পড়ে থাকা টাকা লাইট মেরে দেখাচ্ছিল একে অপরকে। এবং বলছিল ট্রাক মার্কার টাকা। এ সময় একাধিক জনগণের কথা শোনা যায় ভিডিওতে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগের নেতা ও স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থী এমপি ছলিম তরফদারের ট্রাক প্রতীক জেতানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে চলেছেন। অভিযোগ আছে ভোটারদের কাছে টাকা বিতরণ করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে টাকা দিয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন। নির্বাচনে জেতার জন্য বেপরোয়া হয়ে উঠেছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের খোলাশপুকুর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা এবং একই সময় কিছুদূরে অলংকারপুরে ভাগ্নে শাকিল চেয়ারম্যানসহ আরও কয়েকজনকে স্থানীয় জনতা আটক করে রাখে। আরও পড়ুন : নির্বাচন বর্জনে রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল   এই বিষয়ে জানতে চাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মুঠোফোনে বলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার (শাকিল) টাকা বণ্টন করছেন স্থানীয়দের মাঝে। এমন আশংকায় স্থানীয় লোকজন তাকে আটক করে রাখে। আমরা খবর পেয়ে সেখানে যাই। সেখানে এমন কাউকে পাইনি যাকে সে টাকা দিয়েছে। বা তার কাছেও কোনো টাকা পাওয়া যায়নি। তবে খড়ের ওপর ছয় হাজার টাকা পড়ে ছিল। যেটা দিয়ে প্রমাণ করা যায় না। তাই যেহেতু একটি নির্দিষ্ট সময় পর নির্বাচনী প্রচারণা করা যাবে না, সেই কারণে আচরণবিধি লঙ্ঘন করার জন্য তাকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
০৬ জানুয়ারি ২০২৪, ১১:৩০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়