• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
কানাডায় জাঁকজমকভাবে শেষ হলো ‘অঞ্জন দত্ত’ নাইট
কানাডার উইন্ডসর সিটিতে এই প্রথম গান শোনালেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার, অভিনেতা এবং সংগীতশিল্পী অঞ্জন দত্ত। এ আই এ প্রডাকশনের আয়োজনে রোববার (২১ এপ্রিল) উইন্ডসর সিটির কাবোটো ক্লাবে এই গানের আসর অনুষ্ঠিত হয়। কানাডার বিভিন্ন শহর ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে অঞ্জন দত্তের ভক্তরা গান শুনতে আসেন। অনুষ্ঠানের শুরুতে সৈকত, শাকিল ও তার বন্ধুরা সংগীত পরিবেশন করেন। এরপর দর্শকদের করতালির মাধ্যমে স্টেজে আসেন অঞ্জন দত্ত এবং একে একে তার জনপ্রিয় গানগুলো শোনাতে থাকেন। এ সময় তার সঙ্গে ছিলেন অমিত দত্ত ও ছেলে নীল দত্ত। লিসা জামান ও সৌম্যশ্রী পালের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মুনতাসির নাসির, আহনাফ বিন শামস, অনিনা রৌদেন, অ্যাঞ্জেলা খন্দকার, বিষ্ণু রায়, ইব্রাহিম খলিল রনি, লিজা রায়, নাগিব মাহফুজ, নজরুল নয়ন, রিফাত রহিম, শাকিল খন্দকার, তাহমিদ আহমেদ সোহেল, রামআনুজ গোস্বামীসহ অনেকে।  অনুষ্ঠানটির স্পনসর করেছেন রিয়েলেটর রনি হায়দার, মটগেজ এজেন্ট তাহমিদ আহমেদ, ব্যারিস্টার সূর্য চক্রবর্তী।  অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভি।
২৩ এপ্রিল ২০২৪, ১১:৫০

কানাডায় ছুরিকাঘাতে চার শিশুসহ মাকে খুন
কানাডার রাজধানী অটোয়ায় ছুরিতাঘাতে চার শিশুসন্তানসহ মাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের পরিচিত আরও একজন মারা যান হন। হামলার ঘটনায় শিশুদের বাবাও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। অটোয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহরতলি বারহাভেনে বুধবার বিকেলে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে বৃহস্পতিবার (৭ মার্চ) জানিয়েছে দেশটির পুলিশ। খবর রয়টার্স। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছুরি হামলার ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ বলে মন্তব্য করে বলেছেন, এমন ঘটনায় তিনি স্তম্ভিত। নিহতরা সবাই শ্রীলঙ্কা থেকে গেছেন। এ ঘটনায় শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী ছাত্র ফেবরিও ডি-জয়সাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ডি-জয়সা ওই পরিবারকে চিনতেন এবং তাদের সঙ্গে ওই বাড়িতে থাকতেন। নিহত শিশুদের বয়স ৭, ৪ ও ২ বছর এবং ২ মাস। তাদের মায়ের বয়স ৩৫ বছর। এ ছাড়া নিহত অপর পুরুষের বয়স ৪০ বছর। প্রসঙ্গত, অটোয়ার জনসংখ্যা প্রায় ১০ লাখ। কানাডায় সাধারণত নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনা তেমন দেখা যায় না। ২০২২ সালের ডিসেম্বরে টরোন্টোর শহরতলিতে নির্বিচার গুলির ঘটনায় পাঁচজন নিহত হন। ওই বছরে সেপ্টেম্বরে দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশে এক ব্যক্তি ১১ জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল।
০৮ মার্চ ২০২৪, ০৬:১৭

কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খলিলুর রহমানকে অব্যাহতি
কানাডায় বাংলাদেশের হাইকমিশনার ড. মো. খলিলুর রহমানকে অব্যাহতি দিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ড. মো. খলিলুর রহমান অটোয়া থেকে ঢাকায় ফিরছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।    এর আগে, গত বছরের ৩১ অক্টোবর থেকে ড. মো. খলিলুর রহমানকে ছয় মাসের জন্য একই পদে চুক্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে ও নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করেছেন। উল্লেখ্য, চলতি বছরে চাকরির মেয়াদ শেষ হতে যাওয়া ১০ রাষ্ট্রদূতকে ঢাকায় ডেকে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১০ রাষ্ট্রদূতের মধ্যে পেশাদার কূটনীতিক মো. মনিরুল ইসলাম (ইতালি) ও আসুদ আহমেদ (গ্রিস) এর দুজনেরই অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হবে এপ্রিলে। এ ছাড়া চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতদের মধ্যে খলিলুর রহমান (কানাডা) ও মোশাররফ হোসেন ভূঁইয়ার (জার্মানি) মেয়াদ শেষ হবে এপ্রিলে, মোহাম্মাদ সুফিয়ুর রহমান (সুইজারল্যান্ড) ও মেজর জেনারেল মো. আশিকুজ্জামানের (কুয়েত) মেয়াদ শেষ হবে মে মাসে, সুলতানা লায়লা হোসেন (পোল্যান্ড) ও মোহাম্মাদ আব্দুল হাইয়ের (থাইল্যান্ড) মেয়াদ শেষ হবে জুনে এবং শাহাবুদ্দিন আহমদ (জাপান) জুলাই মাসে ও মো. ফজলুল বারীর (ইরাক) মেয়াদ শেষ হবে সেপ্টেম্বরে। এর মধ্যে ৯ জনকে ইতোমধ্যে ফেরত আসার বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রক্রিয়া অনুযায়ী রাষ্ট্রদূতদের কাছে নির্দেশনা যায় অবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার জন্য। কিন্তু প্রথা হচ্ছে— মেয়াদ শেষ হওয়ার এক বা দুই দিন আগে তারা রিপোর্ট করেন। তবে এতে প্রশাসনিক কাজের কোনো ব্যত্যয় হয় না।
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৮

কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের প্রাণহানি
কানাডায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে দেশটির ফোর্ট স্মিথে দুর্ঘটনাটি ঘটে। সুদূর উত্তরে একটি খনিতে শ্রমিক নিয়ে যাওয়ার উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয় ছোট বিমানটি।  বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। একটি সূত্রের বরাতে এ প্রতিবেদনে বলা হয়েছে যে, দুর্ঘটনায় একজন ব্যক্তি বেঁচে গেছেন। তবে জীবিত সেই ব্যক্তির শারীরিক অবস্থা ঠিক কেমন তা জানানো হয়নি। অন্টারিওর ট্রেন্টনের জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে ফোর্ট স্মিথ থেকে উড্ডয়নের পরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফোর্ট স্মিথ অঞ্চলটি আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। জেটস্ট্রিম টুইন টার্বোপ্রপ এয়ারলাইনার পরিচালনাকারী নর্থওয়েস্টার্ন এয়ার জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি একটি চার্টার ফ্লাইট ছিল যেটাতে করে শ্রমিকদের খনিতে নিয়ে যাওয়া হচ্ছিল। এটি উড্ডয়নের পর রানওয়ে থেকে ১.১ কিলোমিটার (০.৭ মাইল) দূরে বিধ্বস্ত হয়। এই পরিস্থিতিতে ফোর্ট স্মিথ থেকে সমস্ত ফ্লাইট বুধবার পর্যন্ত গ্রাউন্ডেড করা হয়েছে। কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড দুর্ঘটনার তদন্ত করার জন্য একটি দলকে দায়িত্ব দিয়েছে।
২৪ জানুয়ারি ২০২৪, ১১:০৪

কানাডায় ফোনে ভারতীয়দের কাছে ‘চাঁদা দাবি’
কানাডায় অবস্থানরত ভারতীয় কমিউনিটির লোকজনের কাছ থেকে চাঁদা দাবি করে ফোনে বিভিন্ন রকমের ‘হুমকি’ দেওয়ার অভিযোগ করছে ভারত সরকার।  বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাইসওয়াল। এক ব্রিফিংয়ে বলেন, ‘লোকজন মোবাইল ফোনকলে হুমকি পাচ্ছেন, বিশেষ করে ভারতীয়রা। এটি গুরুতর উদ্বেগের বিষয়। আমাদের (ভারত-কানাডা) কিছু বিষয় নিয়ে আলোচনার আছে। একটি মন্দিরে আক্রমণ চালানো হয়েছে। কানাডার পুলিশ তদন্তে একজনকে শনাক্ত করলেও পরে তাকে ছেড়ে দিয়েছে। এক বিবৃতিতে ওই ব্যক্তিকে তারা ‘নির্দোষ’ বলে জানিয়েছে। ফলে এই ইস্যুগুলো আছে...। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে এটাই জাইসওয়ালের প্রথম সংবাদ সম্মেলন। গত দুই মাস ধরে কানাডার ব্রিটিশ-কলাম্বিয়ায় ভারতীয় কমিউনিটির সদস্যদের কাছে চাঁদা চেয়ে বিভিন্ন হুমকি দেওয়া নিয়ে এ উদ্বেগ প্রকাশ করলেন তিনি। ইন্দো-কানাডিয়ান লোকজনের কাছ থেকে চাঁদা দাবির বিষয়টি তদন্ত করতে একটি টাস্ক ফোর্স গঠন করেছে কানাডা। ওই বিষয়ে এক সঙ্গে নয়টি অভিযোগের তদন্ত করছে তারা।
০৬ জানুয়ারি ২০২৪, ১৪:৫২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়