• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
‘২৭ লাখ টাকা খরচ করেছি, সরকারি কম্বল ছাড়া কিছুই পাইনি’
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, সংসদ সদস্য হওয়ার পর থেকে এখন পর্যন্ত সাড়ে ২৭ লাখ টাকা খরচ করেছি। কিন্তু সরকারি বরাদ্দের ১ হাজার ১০০ কম্বল ছাড়া কিছুই পাইনি। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটের ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সুমন বলেন, আমি এখনো ব্যারিস্টারির ইনকাম দিয়ে চলছি। তবে এখন সংসদ সদস্য হওয়ায় লাভ হয়েছে। আগে কোনো মক্কেল এলে ব্যারিস্টার বলে ৫০ হাজার দিত, এখন এমপি বলে ১ লাখ দেয়। তিনি আরও বলেন, আমি নতুন মানুষ, ফেসবুকে কথা বলি। প্রধানমন্ত্রীও বলেছেন- ‘তুমিতো ফেসবুকের এমপি’। আমাকে আপনারা ফেসবুকের এমপি বলেন। এটাও কিন্তু নেত্রীর কারণেই। আসলে আমি প্রোডাক্ট অব শেখ হাসিনা। কারণ উনি যদি দেশকে ডিজিটাল করতেন, তাহলে আমি ৫-৮ মিলিয়ন ফলোয়ার নিয়ে বিপ্লব ঘটাতে পারতাম না। হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবু জাহির ও  হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরীফ।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৫

কম্বল বিতরণের সময় মারা গেলেন মেয়র
নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে জলঢাকা স্টেডিয়াম মাঠে তার প্রথম জানাজা ও বাদ-আছর উত্তর কাজিরহাট গ্রামের পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে। এর আগে, শুক্রবার (১৯ জানুয়ার) রাত ১০টা ৫০ মিনিটের দিকে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  পারিবারিক সূত্রে জানা যায়, মেয়র ইলিয়াস শুক্রবার (১৯ জানুয়ারি) দিনভর পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রান্তিক মানুষের খোঁজখবর নেন ও কম্বল বিতরণ করেন। রাতে পৌরসভার সতিঘাট এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। কম্বল বিতরণের সময় ঠান্ডায় কাঁপছিলেন তিনি। সেখানকার কার্যক্রম শেষে গাড়িতে উঠার সময় মাটিতে লুটিয়ে পড়েন মেয়র ইলিয়াস। এ সময় মেয়রকে দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেয়র ইলিয়াস হোসেন বাবলু তৃণমূল থেকে উঠে আসেন আওয়ামী লীগের রাজনীতিতে। তিনি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও ধর্মীয় সংগঠনের সঙ্গেও প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তিনি জলঢাকা পৌর আওয়ামী লীগের অন্যতম সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৪ সালে পৌরসভার দ্বিতীয় নির্বাচনে জলঢাকা পৌর মেয়র নির্বাচিত হন। পাঁচ বছর সফলতার সঙ্গে তিনি পৌরসভা পরিচালনা করেন। এরপর ২০২০ সালে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন ইলিয়াস হোসেন।   
২০ জানুয়ারি ২০২৪, ১৫:৩৩

সন্দ্বীপে দুস্থদের মাঝে কম্বল বিতরণ 
সন্দ্বীপে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী।  শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে সন্দ্বীপের বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থদের মাঝে এ কম্বলগুলো বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত বরাদ্দ হতে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মানবিক সহায়তার আওতায় এগুলা দেওয়া হয়।  এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল, সমাজসেবা অফিসার তাজিমুল হালিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।  সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী উপহার হিসাবে এ কম্বলগুলো বিতরণ করা হয়েছে। তীব্র শীতে যাতে কোনো অসহায় লোক কষ্ট না করে সেজন্য এ মহতী উদ্যোগ। 
২০ জানুয়ারি ২০২৪, ১২:৪৫

সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণ করলেন তাসকিন
শৈত্য প্রবাহ ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। সঙ্গে রয়েছে উত্তরের হিমেল হাওয়া। এর মধ্যেও কোনো রকম একটি ছেড়া কাঁথা বা পলিথিন জড়িয়ে রাস্তায় উপর ঘুমিয়ে রাত পার করছেন হাজার হাজার সুবিধা বঞ্চিত মানুষ। তবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন তাসকিন। যেখানে দেখা যায়, সে এবং তার কয়েক কাজিন মিলে বেশ কিছু কম্বল নিয়ে রওনা দেয় রাতে। এরপর রাস্তার ফুট পথে ঘুমিয়ে থাকা সুবিধা বঞ্চিতদের মধ্যে একটি করে কম্বল বিতরণ করেন। এ সময় তাসকিনের সঙ্গে ছিল ছেলে তাশফিন আহমেদ রিহান। এরপর এই ভিডিওতে বর্তা দেন সবার জন্য। তিনি বলেন, আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি। আমার অনেক বন্ধুরাও দেবে। এখন আমি এবং আমার কাজিনরা মিলে কিছু দিলাম। আমার ছেলেকেও সঙ্গে নিয়েছি, যাতে এগুলো দেখে সে শিখতে পারে। তিনি আরও বলেন, আমি কয়েকটা দিয়ে শুরু করলাম। আরও অনেকে দিবে। আপনারাও এগিয়ে আসবেন। কারণ, অনেকে দেখলাম পলিথিন গায়ে দিয়ে ঘুমাচ্ছে দেখলাম। আমরা মোটা জ্যাকেট পরেই কাঁপছি, তাহলে ওদের কি অবস্থা ভাবুন। আপনারা এগিয়ে আসলে এই সুবিধা বঞ্চিত মানুষরা ভালো থাকবে। আমার বিশ্বাস আপনারা এগিয়ে আসবেন। ধন্যবাদ। আর মাত্র কয়েকদিন পর মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। এবার দুর্দান্ত ঢাকার হয়ে খেলবেন তিনি। 
১৪ জানুয়ারি ২০২৪, ১৮:১৫

নওগাঁয় শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ
নওগাঁর রাণীনগরে গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৯ জানুয়ারি) সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ২৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্তৃক সেখানকার শীতার্ত মানুষের মাঝে ৪০০টি কম্বল বিতরণ করা হয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানান জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় নওগাঁর রাণীনগরে শীতার্ত স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রশিদুল ইসলাম, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি এবং ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মাহমুদুজ্জামান, পিএসসি। স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
০৯ জানুয়ারি ২০২৪, ১৬:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়