• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
লক্ষ্মীপুরে ট্রাক-পিকআপের সংঘর্ষ, একজন নিহত
লক্ষ্মীপুরে ড্রাম ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আব্দুর রহিম নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক রুবেল ও শ্রমিক সাগর গুরুতর আহত হয়। সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  রোববার (১০ মার্চ) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কে (মজুচৌধুরীরহাট সড়ক) দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহিম সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আব্দুল হকের ছেলে। আহত রুবেল একই ইউনিয়নের রতনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। অপর আহত সাগরের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।  প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরীর হাট থেকে বালু নিয়ে ড্রাম ট্রাকটি মান্দারীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থল পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হাইড্রোলিক পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ড্রাম ট্রাকের শ্রমিক আব্দুর রহিম মারা যান। গাড়ি চালক রুবেল ও অপর শ্রমিক সাগরকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়।  সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আব্দুস সালাম বলেন, একজনকে মৃত অবস্থায় পেয়েছে। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এরমধ্যে সাগর নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
১০ মার্চ ২০২৪, ১০:২৯

যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজন খুন 
যশোর সদর উপজেলার কচুয়া দিয়াপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কাজী নাইমুর রহমান হিমেল নামে এক ব্যক্তি খুন হয়েছেন।  বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে প্রতিপক্ষের সঙ্গে বিবাদের সময় খুন হন তিনি। নাইমুরের স্ত্রী তামান্না রহমানের দাবি, তার স্বামীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। নিহতের মা লুৎফুন নাহার জানান, জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষ হিমেলকে এর আগেও কয়েকবার মারপিট করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার দাবি করেন তিনি। যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে পুলিশ।  তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৬

একজন আহমেদ রুবেল
২৪ থেকে ২৫ বছর আগে বন্ধু সরয়ারের মাধ্যমে গণসাহায্য সংস্থার পরিচয় অভিনেতা আহমেদ রুবেলের সাথে। রতনদার সাথে আড্ডা দেওয়ার জন্য মাঝে মধ্যে সেখানে যাওয়া হতো। পরবর্তীতে ফোরাম অফিসেও আড্ডা হয়েছে। একুশে টিভিতে যুক্ত হওয়ার পর আহীর ভাইয়ের ধারাবাহিক ‘প্রেত’-এর মূল চরিত্র নিয়ে আলোচনা আর পর্যালোচনার একপর্যায়ে রুবেল ভাইকে চূড়ান্ত হলে সেখানে দেখা ও আড্ডা হয়েছে। আজ অনেকেই ‘প্রেত’ নাটকে তার অসাধারণ অভিনয়ের কথা স্মরণ করলেন, সেই সময়ের কয়েকজন বিষয়টি আমাকে জানালেনও।  সেই ‘প্রেত’ প্রসঙ্গে একটি কথা মনে পড়ে গেল। চিত্রনাট্য রচনার সাথে শুটিং এর বাস্তবতা ভিন্ন। কেন বলছি? শুরুর সিকোয়েন্স ছিলো স্বপ্ন দৃশ্য দিয়ে। সমানে বিস্তৃত বালিয়াড়ি আর রুমি একা হেঁটে যাচ্ছে। কোথা থেকে ৭-৮টি কুকুর রুমিকে তাড়া করে, রুমি প্রাণ ভয়ে ছুটতে থাকে। শুটিং করতে এসে আক্রমণাত্মক কুকুর সামলানো সমস্যা হওয়ায় পরবর্তীতে সাপ নিয়ে করার সিদ্ধান্ত হয়। জ্যান্ত সাপ শরীর জুড়ে যাবে-আসবে? কী ভয়ঙ্কর বিষয়টি।  কিন্তু আহমেদ রুবেল সাহস নিয়ে কাজটি করেছিলেন দৃশ্যটিকে আকর্ষণীয় করে তোলার জন্য। চরিত্রের প্রয়োজনে এ রকম আন্তরিক ও সাহসী ছিলেন আহমেদ রুবেল। তার ভরাট গলা আর প্রাণবন্ত আলাপচারিতা সকলের মনোযোগ আর্কষণ করত।  মাঝে অনেকদিন যোগাযোগ বিচ্ছিন্ন হলেও কয়েক বছর আগে ‘প্রেত’ নাটক নিয়ে কিছু লিখতে গিয়ে আবারও যোগাযোগ হয়েছে। আরটিভি’র ‘ফেরা’ ওয়েব ফিল্মে কাজের সুবাদে কথাও হলো। আজ হঠাৎ করে রুবেল ভাইয়ের বিদায় অনেক কিছু মনে পড়ে গেল। যেখানেই থাকুন ভালো থাকুন। লেখক : প্রোগ্রাম হেড, আরটিভি। 
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:০২

বিজিবি প্রধান / ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে, একজন রোহিঙ্গাকেও ঢুকতে দেবো না’
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনোভাবেই একজন রোহিঙ্গাকেও বাংলাদেশের ভেতরে ঢুকতে দেবো না। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিজি এসব কথা বলেন। মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, গতকাল সোমবার দুপুরে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মিয়ানমার ইস্যু নিয়েই কাজ করছি। আগামীকাল সীমান্ত পরিদর্শনে যাবো। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, আমরা ধৈর্য ধারণ করে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছি। প্রধানমন্ত্রীও ধৈর্য ধারণের নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করে যাচ্ছি। নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক বলেন, আজ দুপুর পর্যন্ত মিয়ানমারের বিজিপি, সেনাসহ অন্যান্য বাহিনীর ২৬৪ জন এসেছেন। ২৬৪ জনকেই আশ্রয় দেওয়া হয়েছে; তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে ১৫ জন আহত ছিল। ৮ জন ছিল গুরুতর আহত, তাদের মধ্যে ৪ জনকে কক্সবাজার ও ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাদের ফিরিয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আমরা আশা করছি খুব শিগগিরই হবে, যোগ করেন তিনি। গতকাল সোমবার মিয়ানমার থেকে ছোড়া মর্টারসেলের আঘাতে দুজনের মৃত্যুর বিষয়ে বিজিবি ডিজি বলেন, মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রটেস্ট নোট দিয়েছি৷ আজ সকালে মিয়ানমারের ডিএ আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই অবস্থার আশু সমাধান করার চেষ্টা করছি। রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয়ে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, আজ সকালে ৬৫ জন রোহিঙ্গা নৌকায় করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। সেখানে টেকনাফ বিজিবি তাদের প্রতিহত করে পুশব্যাক করার কার্যক্রম চলমান। কোনোভাবেই একজন রোহিঙ্গাকেও বাংলাদেশের ভেতরে আমরা ঢুকতে দেবো না।  
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৬

আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে আর একজন  রোহিঙ্গাকেও আশ্রয় দেওয়া হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।  শনিবার (২৭ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাবেক ব্রিটিশ এমপিদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।  মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের সঙ্গে কথা হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সেখানকার একমাত্র সমাধান বলে তাদের জানিয়েছি। বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেবে না। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সঙ্গে ক্ষমতাসীন জান্তার সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। রাজ্য ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। উদ্বিগ্ন রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী স্থানীয়দের বরাতে জানা গেছে, রোহিঙ্গারা নিরাপদ আশ্রয়ের খোঁজে মিয়ানমারের এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটছে। বাংলাদেশেও প্রবেশের চেষ্টা করছে তারা। এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, মিয়ানমারে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নেতিবাচক প্রভাব রাখবে। সীমান্তে আমাদের বাহিনী সতর্ক অবস্থানে আছে। এর আগে গত ১৫ জানুয়ারি রাখাইন রাজ্যের পালেতওয়া শহরটি দখলে নেওয়ার দাবি করে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গতকাল শুক্রবার আরাকান আর্মি জানায়, তারা রাখাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দনগরী পাকতাও দখল করে নিয়েছে। এরপর থেকেই মূলত সেনাবাহিনী ও আরাকার আর্মির সঙ্গে তুমুল লড়াই শুরু হয়। আরাকান আর্মি এখন পুরো রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। 
২৭ জানুয়ারি ২০২৪, ১৭:৪৩

বান্দরবানে চাঁদের গাড়ি খাদে : নিহতদের একজন ঢাবি শিক্ষার্থী
বান্দরবানে পর্যটকবাহী চাঁদের গাড়ি পাহাড়ের খাদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুই পর্যটক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।  শনিবার (২০ জানুয়ারি) রুমা-বগালেক-কেওক্রাডং সড়কে এ দুর্ঘটনা ঘটে।   আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হতাহতরা সবাই নারী। ‘ভ্রমণ কন্যা’ নামের একটি সংগঠনের হয়ে তারা কেওক্রাডং ভ্রমণে গিয়েছিলেন। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।  তিনি জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ মিটার পাহাড়ি খাদে পড়ে যায়। গাড়িতে পর্যটক ছিলেন ১৩ জন। দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত দুজনের মধ্যে ফিরোজা বেগম (৫৩) প্রথম আলোর সহসম্পাদক সজীব মিয়ার শাশুড়ি। অন্যজন জয়নাব খাতুন (২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী। আহতরা হলেন রাফান (১২), উষসী নাগ (১৫) ও  জবা রায় নাগ (৪৫), মাহফুজা ইসলাম (৪৫), আমেনা বেগম (৬০), তাহমিনা তানজিম তালুকদার (১৯), তাননিম, রিজভী (৩৪), আঞ্জুমান হক (৩৫), ইতু (১৬) ও স্বর্ণা (২৩)।  তিনি জানান, হতাহতদের সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছেন। গাড়ির চালক পলাতক রয়েছেন। পর্যটকদের গাইড মুনথাং বম জানান, ‘ভ্রমণ কন্যা’ নামের এই পর্যটক দলটি ক্রেওক্রাডং দেখে ফিরছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাতে পড়ে উল্টে যায়। হতাহতদের প্রথমে স্থানীয় লোকজন ও সঙ্গে থাকা পর্যটকেরা উদ্ধারের চেষ্টা করেন। পরে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরা ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. আব্দুল্লাহ আল হাছান বলেন, দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রথমে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের সহযোগিতায় বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
২০ জানুয়ারি ২০২৪, ২২:৩২

সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত বিজিবির ৫ সদস্য
গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মুন্না মিয়া (২৫) নামের এক পিকআপচালক নিহত এবং পাঁচ বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) সদস্যসহ মোট সাতজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের রাইচমিল এলাকায় এ ঘটনা ঘটে।  মুন্না মিয়া বিজিবির পিকআপচালক ছিলেন। তার বাড়ি পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট এলাকায়। তিনি ওই এলাকার মৃত শাহিনুর ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত কয়েকদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় বিজিবির গাড়ি টহল দিচ্ছে। আজ সকালে বিজিবির টহলরত গাড়ি রাইচমিল এলাকায় পৌঁছালে বিজিবির রিকুজেশন করা পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও বিজিবির গাড়ি সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বিজিবির পাঁচ সদস্য ও তিনজন যাত্রী গুরুতর আহত হন। তার মধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে মুন্না মিয়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে পাঁচজন বিজিবির সদস্যকে রংপুর মেডিকলে কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ হোসেন। তিনি বলেন, গুরুত্বর আহত বিজিবির সদস্যদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
০৫ জানুয়ারি ২০২৪, ২০:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়