• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo
উপজেলা পরিষদ নির্বাচন / একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে: সাইফুল আলম দীপু
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক সাইফুল আলম দীপু বলেছেন, সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদের বোঝাতে হবে আনারসের জন্য। আগামী ২১ মে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে যেন ভোট প্রদান করে। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির হার বাড়াতে হবে।  বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যার পর নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া বাজার, কালারাইতাসহ বিভিন্নস্থানে আনারস মার্কার সমর্থনে মিছিল, লিফলেট বিতরণ, গণসংযোগকালে পথ সভায় তিনি এ কথা বলেন।  তিনি আগের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে কাজ করার আহ্বান করেন নেতাকর্মীদের। এ সময় তিনি সবার কাছে আনারস প্রতীকের জন্য ভোট ও সহযোগিতা কামনা করেন।  কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া বাজার, কালারাইতাসহ বিভিন্ন স্থানে আনারস মার্কার সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।  এ সময় কেশারপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগ নেতা জীবনসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।
১৮ ঘণ্টা আগে

কারাগার থেকে উপজেলা চেয়ারম্যান হলেন শামসুল আলম
আড়াই হাজার কোটি টাকা পাচার মামলার আসামি হিসেবে মঙ্গলবার (৭ মে) কারাগারে গেছেন ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাচনের প্রার্থী শামসুল আলম চৌধুরী। কারাগারে থেকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন তিনি। বুধবার (৮ মে) রাতে ফরিদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, শামচুল আলম (আনারস) ৩২ হাজার ৩১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান (টেলিফোন) পেয়েছেন ২৯ হাজার ৩৩ ভোট। জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ বলেন, জেলার তিনটি উপজেলায় অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি কম থাকলেও এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনও প্রার্থীর অভিযোগ নেই। প্রতি কেন্দ্র থেকে প্রাপ্ত ফল কেন্দ্রীয়ভাবে মিলিয়ে এরপর আবার ফল ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসির ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত অমিতাভ ও গোলাম মোহাম্মদ নাসিরের জামিন আবেদন মঞ্জুর করেন। আর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলমের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত ২২ এপ্রিল ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত-রুবেলসহ ৪৭ জনের বিরুদ্ধে দেওয়া সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।   
০৯ মে ২০২৪, ০২:০১

নাসিরনগরে প্রথম নারী চেয়ারম্যান, সরাইলে জয়ী শের আলম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।  বুধবার (৮ মে) রাতে স্ব স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।  ফলাফল অনুযায়ী সরাইল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরকে (ঘোড়া) পরাজিত করে জয়ী হয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শের আলম। তিনি (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৩০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রফিক উদ্দিন ঠাকুর পেয়েছেন ২৮ হাজার ৯৪৪ ভোট।  এদিকে নাসিরনগর উপজেলায় প্রথম বারের মত নারী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রোমা আক্তার। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৯০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ওমরাও খান (আনারস)। তিনি পেয়েছেন ১৮ হাজার ৩৮০ ভোট।    
০৮ মে ২০২৪, ২৩:৩০

সেনবাগ উপজেলায় সাইফুল আলম দিপুর গণসংযোগ
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে নোয়াখালীর সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে বেঙ্গল গ্রুপ ও আর টিভির পরিচালক সাইফুল আলম দিপু গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। বুধবার (৮ মে) সন্ধ্যায় নির্বাচনী এলাকায় আনারস মার্কার সর্মথনে প্রচারণায় উপজেলার নবীপুর ইউনিয়নের চন্দেরহাট থেকে এ গণসংযোগ করেন। এ সময় নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব, নবীপুর  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল্লা আল মামুন, সাধারণ সম্পাদক  নজরুলসহ  আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
০৮ মে ২০২৪, ২২:৩১

সেনবাগে স্কাউটস সমাবেশ উদ্বোধন
নোয়াখালীর সেনবাগে অষ্টম উপজেলা স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ মে) বিকেলে সেনবাগ সরকারি ডিগ্রি কলেজ মাঠে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।  উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটস সভাপতি জিসান বিন মাজেদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সদয় যুক্ত স্কাউটস সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্কাউটস সহসভাপতি মোস্তফা হোসেন, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু।  শুভেচ্ছা বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা স্কাউটস সম্পাদক সফিকুজ্জামান সীমু। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস কমিশনার এ এন এম শহীদ উল্যাহ, অধ্যক্ষ আমিরুজ্জামান, স্কাউটস সহসভাপতি রোকেয়া বেগম, যুগ্ম সম্পাদক আবুল বাশার,সহকারী কমিশনার নূর হোসাইন সুমন, স্কাউটস লিডার মনোয়ার হোসেন, কাব লিডার জিয়াউর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। আগামী ৭ মে মহা তাবু জলসার মধ্য দিয়ে সমাবেশটি সমাপ্ত হবে।
০৫ মে ২০২৪, ২৩:৩৩

সেনবাগ পৌরসভার নতুন ভবন উদ্বোধন করলেন এমপি মোরশেদ আলম
নোয়াখালীর সেনবাগ পৌরসভার নতুন ভবন উদ্বোধন করেছেন নোয়াখালী-২ (সেনবাগ সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম।   রোববার (৫ মে) দুপুরে পৌর শহরের উত্তর অর্জুনতলায় ফলক উম্মোচন করে নতুন অফিস ভবনের উদ্বোধন করেন তিনি। উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর হোসাইন সুমনের সঞ্চলনায় এ সময় পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহার উল্ল্যা বাহার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল, পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, সেনবাগ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।
০৫ মে ২০২৪, ১৪:২৯

সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে সাইফুল আলম দিপুর গণসংযোগ 
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক সাইফুল আলম দিপু। শনিবার (৪ মে) বিকেলে আনারস প্রতীকের সমর্থনে প্রচারণায় অংশ নিয়ে সেনবাগ উপজেলার ছমিরমুন্সীর হাট থেকে গণসংযোগ শুরু করেন। এরপর পর্যায়ক্রমে বিজবাগ ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ কর্মসূচি রয়েছে। এ সময় কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম মোহন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  
০৪ মে ২০২৪, ১৯:০৪

‘সেনবাগকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে’
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নোয়াখালীর সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক সাইফুল আলম দিপু। দিনরাত এক করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনছেন তিনি। ভোটারদের কাছে ভোট প্রার্থনার সঙ্গে সঙ্গে উপজেলার সমস্যাগুলোকে চিহ্নিত করে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনী মাঠের শক্ত এ প্রতিদ্বন্দ্বী। এক পথসভায় সাইফুল আলম দিপু বলেছেন, আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সেনবাগ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। শুক্রবার (৩ মে) বিকেলে আনারস প্রতীকের সমর্থনে প্রচারণায় অংশ নিয়ে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গণসংযোগ শেষে এক পথসভায় এ কথা বলেন তিনি। এ সময় ছাতারপাইযা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক চৌধুরী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   সাইফুল আলম দিপু বলেন, আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন তারা সবাই আমার একটি মেসেজ যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে দেবেন। আমি নির্বাচিত হলে সেনবাগকে বদলে দেবো। কথা দিচ্ছি এ উপজেলার সকল সমস্যা দূর করার জন্য যা যা করা প্রয়োজন সব করবো। সেনবাগকে মডেল উপজেলায় রূপান্তরিত করতে আমি বদ্ধপরিকর। সাইফুল আলম দিপু নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, গত সংসদ নির্বাচনে আপনারা যেভাবে কাজ করেছেন ঠিক সেভাবেই আগামী উপজেলা নির্বাচনেও আপনাদের সর্বাত্মক চেষ্টায় আমাদের ফসল ঘরে তুলতে হবে। সক্রিয়ভাবে আনারস প্রতীককে বিজয়ী করতে কাজ করতে হবে।   এ সময় ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে আনারস প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মীদের ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।  
০৩ মে ২০২৪, ১৮:৩৯

সেনবাগকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: সাইফুল আলম দিপু
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে নোয়াখালীর সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে পদ প্রার্থী বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক সাইফুল আলম দিপু বলেছেন, আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সেনবাগকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। বৃহস্পতিবার (২ মে) বিকেলে প্রতীক বরাদ্দ পরেই তিনি নির্বাচনী এলাকায় আনারস মার্কার সর্মথনে প্রচারণায় অংশ নিয়ে সেনবাগ দক্ষিণ বাজারের জেলা পরিষদ মার্কেট থেকে গণসংযোগ শুরু করে পৌর শহরের উপজেলা চত্বরে পথসভা এসব কথা বলেন তিনি। সাইফুল আলম দিপু বলেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই আমার এই মেসেজ টুকু যারা অনপুস্থিত আছে তাদের কাছে পৌঁছে দিবেন। গত সংসদ নির্বাচনে যেভাবে কাজ করেছেন আগামী উপজেলা নির্বাচনেও সেই ভাবে নির্বাচন করে ফসল ঘরে তুলতে হবে। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আল মামু, সাধারণ সম্পাদক সাহজাহান পাটোয়ারী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম বাবুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০২ মে ২০২৪, ২০:৫০

এবার ঝিনাইদহ উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম
আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম এবার ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। সোমবার (২৯ এপ্রিল) নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি সৎ এবং সাহসী। সবাই চায় আমি যেন সংসদ সদস্য হয়ে কথা বলি, সবার পাশে থাকি। তাই ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করব। সেভাবে প্রস্তুতি চলছে আমার। হিরো আলাম আরও বলেন, আমার এক বন্ধু কুমিল্লার একটি উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। আমি সেখানে প্রচারণা চালাতে যাচ্ছি। ঝিনাইদহ-১ আসনের লোকজনের সঙ্গে কথা বলেছি, তখন তারা বলেছেন সবাই আমাকে চেনেন। আমি তাদের কাছে প্রিয় এবং পরিচিত মুখ। তারাও চায় আমি এই নির্বাচনে অংশগ্রহণ করি। সেখানকার জনসাধারণ আরও বলেন- নির্বাচনে তারা সাহায্য-সহযোগিতা করবেন। আমার প্রতি তাদের ভালোবাসা দেখে সেখানে উপনির্বাচনে অংশ নিতে রাজি হয়েছি। আমিও আশ্বাস দিয়েছি তাদের পাশে সবসময় থাকব। আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন। ব্যালট পেপারে হবে এ নির্বাচন। গত মঙ্গলবার (২৩ এপ্রিল) নির্বাচন কমিশন এই আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে শূন্য হওয়া আসনে ভোট হবে ৫ জুন। এ উপনির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। প্রতীক বরাদ্দ ১৭ মে ও ভোট হবে ৫ জুন। রির্টার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা। এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন হিরো আলম। তারপর চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করেছেন। এই আসনটি রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত।
২৯ এপ্রিল ২০২৪, ১৮:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়