• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
দক্ষিণ আফ্রিকায় ইকবাল হোসেন (৪২) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় রোববার (১০ মার্চ) সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) ডারবান শহরে নিজ দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামের শফি উল্যাহর ছেলে।  ডারবান শহরের একই এলাকায় বসবাসকারী স্বজনদের মাধ্যমে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন। নিহত ইকবাল হোসেনের শ্যালক মো. বিপ্লব বলেন, প্রায় ৭ বছর আগে তার ভগ্নিপতি জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। বাড়িতে তার ২ ছেলে ও স্ত্রী রয়েছেন। গতকাল স্থানীয় সময় আনুমানিক ৭টার দিকে তার ভগ্নিপতি দোকান বন্ধ করেন। এরপর দোকানের সামনে স্থানীয় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইকবাল হোসেনের শ্যালক আরও জানান, কয়েক মাস আগে ওই দোকানে চুরি করেছিল দুর্বৃত্তরা। তখন অনেক টাকার মালামাল লুট হয়। এবার দুর্বৃত্তরা তার ভগ্নিপতিকেই চিরতরে শেষ করে দিলো। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে তার বোন ও দুই সন্তান চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তার ভগ্নিপতি দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর থেকে আর বাংলাদেশে আসতে পারেননি। ১৫ মার্চ তিনি দেশে ফেরার জন্য উড়োজাহাজের টিকিটও কেটেছিলেন। সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ জানান, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সেনবাগের কেশারপাড় গ্রামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। মরদেহ বাংলাদেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট পরিবারকে সহযোগিতা করা হবে। এর আগে ৩ মার্চ রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে‌ বাংলাদেশি দম্পতিকে গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের মো. হোসেন ভূঁইয়ার ছেলে মো. মহিন ভূঁইয়া (৩২) ও তার স্ত্রী রুনা আক্তার (২২)।
১১ মার্চ ২০২৪, ১৬:৩৭

দক্ষিণ আফ্রিকায় গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ মহিন নামে এক বাংলাদেশি প্রবাসীকে খুন করেছে সন্ত্রাসীরা। রোববার (৩ মার্চ) স্থানীয় সময় সাড়ে ৯টায় জোহান্সবার্গের পার্শ্ববর্তী শহর জুলিস্ট্রিটে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মাহিন একজন ব্যবসায়ী।  নিহতরা হলেন, মো.মহিন ভূঞা (৩২) উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের ইসলাম পাটোয়ারী বাড়ির মো. হোসেন ভূঞার ছেলে ও তার স্ত্রী রুনা আক্তার (২২)। সে একই উপজেলার কেশারপাড় ইউনিয়নেরে জমাদার বাড়ির মো. লিটনের মেয়ে।    এসব তথ্য নিশ্চিত করেন অর্জুনতলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আব্দুর জব্বার। তিনি বলেন, গতকাল সন্ধ্যার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা আফ্রিকার জোহানের্সবাগ স্ট্রেটে মহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে। ওই সময় তারা স্বামী-স্ত্রী ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তখন ভাগ্যক্রমে তাদের সঙ্গে থাকা তাদের দুই সন্তান বেঁচে যায়। রোববার দিবাগত রাত ২টার দিকে আফ্রিকায় থাকা নিহতের ছোট দুইভাই বিষয়টি দেশের বাড়িতে জানায়। প্রাথমিকভাবে এর থেকে বেশি কিছু আমরা এখনো জানতে পারেনি। ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে।        নিহতের ছোট ভাই মো. মফিজ ভূঞা বলেন, জীবিকার সন্ধানে আমার বড় ভাই মহিন ২০০৮ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। এরপর ছয় বছর আগে তার স্ত্রীকে নিয়ে যায়। আমার ভাবি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিল।  সন্ত্রাসীরা ভাবিসহ আমার বড় ভাইকে গুলি করে হত্যা করেছে।  ইউপি সদস্য আব্দুর জব্বার আরও বলেন, নিহত প্রবাসীর গ্রামের বাড়ির মসজিদের মাইকে তাদের মৃত্যু সংবাদ এলাকাবাসীকে জানানো হয়েছে। এতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তাদের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।      
০৪ মার্চ ২০২৪, ১৩:১৫

নিউজিল্যান্ডকে অবহেলা করার কঠিন শিক্ষা পেল দক্ষিণ আফ্রিকা
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা পর অনেক সমালোচনার শিকার হতে হয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডকে (সিএসএ)। দলের মূল ক্রিকেটারদের টি-টোয়েন্টি লিগ খেলা সুযোগ দেওয়ায় প্রথম টেস্টেই লজ্জায় পড়তে হয়েছে প্রোটিয়াদের। মাউন্ট মঙ্গানু্ইয়ে ২৮১ রানের ব্যবধানে হারের তিতো স্বাদ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। মাউন্ট মঙ্গানু্ইয়ে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই সিদ্ধান্তই প্রোটিয়াদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। প্রথম ইনিংসে ৫১১ রানের বিশাল পুঁজি সংগ্রহ করে কিউইরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ১৭৯ রান করে প্রোটিয়াদের সামনে ৫২৯ রানের পাহাড় সমান লক্ষ্য ছুড়ে দেয় কিউইরা। জবাব দিতে নেমে ২৪৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এতে ২৪১ রানের বিশাল জয় পায় স্বাগতিকরা।  টেস্ট ক্রিকেটের ইতিহাসে রানের হিসেবে এটি তাদের তৃতীয় বড় জয়। এর আগে দ্বিতীয় জয়টি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৬ সালে। ওই ম্যাচে কিউইরা জয় পেয়েছিল ২৫৪ রানে। নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়টি ৪২৩ রানের। ২০১৮ সালের ওই ম্যাচে লঙ্কানদের ৬৬০ রানের লক্ষ্য দিয়েছিল কিউই। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জবাব দিতে নেমে ২৩৬ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৭৯ রান করে তৃতীয় দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। তখন কিউইদের লিড ৫২৮ রানের। বুধবার (৭ ফেব্রুয়ারি) চতুর্থ দিনে আর ব্যাটিং করতে নামেনি নিউজিল্যান্ড। ইনিংস ঘোষণা দিয়ে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা। ৫২৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রান করতেই ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর জোবায়ের হামজাও রাইয়ার্ড ফন টন্ডারের ৬৩ রানের জুটিতে কিছুটা পথ সামনে হাঁটে দক্ষিণ আফ্রিকা। তবে কিউই পেসার কাইল জেমিসন তাদের বেশিদূর এগুতে দেননি। টন্ডারকে ৩১ রানে আর হামজাকে ৩৬ রানের মাথায় আউট করেন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন কিগান প্যাটারনসন ও ডেভিড বেডিংহাম। ১৪৩ বলে ১০৫ রানের জুটি করেন তারা। যদিও জুটিতে প্রায় পুরো অবদানই বেডিংহামের। এই জুটিতে বেডিংহাম একাই করেছেন ৮৯ বলে ৮৬ রান। আর ১৬ রান প্যাটারসনের। ৯৬ বলে ৮৭ করে জেমিসনের তৃতীয় শিকার হন তিনি। ১৩ বাউন্ডারি ৩ ছক্কায় ইনিংস সাজান বেডিংহাম। শেষ উইকেটে কিছুটা দ্রুতগতিতে রান তুলেন রুয়ান ডি সোয়ার্ট ও ডেন প্যাটারসন। সোয়ার্ট ৫৬ বলে ৩৬ এবং ডেন ১৭ বলে ১৫ রান করে আউট হলে ২৪৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এতে ২৪১ রানের জয় পায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন কাইল জেমিসন। তিন উইকেট নেন মিচেল স্যান্টনার। এ ছাড়াও টিম সাউদি, ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস একটি করে উইকেট নেন।
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৫

গাজায় গণহত্যার অভিযোগে মামলা  / আন্তর্জাতিক আদালতের রায় আজ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা চালানোর অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আবেদন জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই মামলার রায় ঘোষণা হবে আজ।  শুক্রবার (২৬ জানুয়ারি) রায় ঘোষণার মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত জানাবেন আন্তর্জাতিক বিচার আদালতে ১৭ সদস্যের বিচারক প্যানেল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নেদারল্যান্ডসের দ্য হেগে এই শুনানি শুরু হওয়ার কথা রয়েছে; চলবে প্রায় এক ঘণ্টা। তবে, দক্ষিণ আফ্রিকার মামলায় ইসরায়েলের বিরুদ্ধে মূল যে অভিযোগ, অর্থাৎ, গাজায় গণহত্যা হয়েছে কি না সে বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত জানাবে না আন্তর্জাতিক আদালত। আপাতত, গাজায় সংঘাত বন্ধে জরুরি হস্তক্ষেপের যে আবেদন জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা, সেদিকেই নজর দেওয়া হচ্ছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত দুই মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ উপত্যাকাটির বেশিরভাগ বাসযোগ্য এলাকা ধ্বংস হয়ে গেছে এবং প্রায় ২৬ হাজার নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক আদালতের কাছে মামলাটি সরাসরি খারিজ করার দাবি জানিয়েছে ইসরায়েল। গত বৃহস্পতিবার ইসরায়েলি সরকারের এক মুখপাত্র বলেছেন, তারা আশা করছেন, জাতিসংঘের শীর্ষ আদালত এই ‘মিথ্যা’ অভিযোগগুলো ছুড়ে ফেলবে। এদিকে গাজায় ইসরায়েলি বর্বর আগ্রাসন এখনও থামার নাম নেই। সর্বশেষ ২৪ ঘণ্টায় অবরুদ্ধ উপত্যকাটিতে ২৪টিরও বেশি হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা।  এতে প্রাণ হারিয়েছে ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত ৩৭০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৫ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। বর্বর এই আগ্রাসনে এখন পর্যন্ত আহত হয়েছেন ৬৪ হাজার ১১০ জন। জাতিসংঘের সংস্থাগুলো বলছে, ইসরায়েলের নির্বিচার হামলায় ইতোমধ্যে অবরুদ্ধ ভূখণ্ডটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, বাস্তুচ্যুত হয়েছেন সেখানকার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা। 
২৬ জানুয়ারি ২০২৪, ১২:০৯

১১১ বছরের রেকর্ড ভেঙে ৫৫ রানে অলআউট দ. আফ্রিকা
ভারতের বিপক্ষে কেপটাউন টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়াটাই যেন দক্ষিণ আফ্রিকার জন্য কাল হয়ে দাঁড়াল। প্রথম ইনিংসে মাত্র ৫৫ রানে অল-আউট স্বাগতিকরা। এটি তাদের অষ্টম সর্বনিম্ন টেস্ট ইনিংস। ভারতের বিপক্ষে তো বটেই, নির্বাসন থেকে ফেরার পর এটিই দক্ষিণ আফ্রিকার টেস্টে সর্বনিম্ন ইনিংস। ১৮৯৬ সালে ইতিহাসের ৪৭তম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠ কেবার্খায় চতুর্থ ইনিংসে মাত্র ৩০ রানেই গুটিয়ে গিয়েছিল প্রোটিয়ারা। ১৯২৪ সালে বার্মিংহামে একই প্রতিপক্ষের কাছে আরও একবার একই রানে শেষ হয়েছিল তাদের ইনিংস। সবশেষ ১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৩৭ রানে অল-আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৪৫ রানে গুটিয়ে গিয়েছিল তারা। বুধবার (৩ জানুয়ারি) ভারতের হয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন পেসার মোহাম্মদ সিরাজ। ৯ ওভার বোলিং করে ৩ মেডেনসহ মাত্র ১৫ রান খরচায় ৬ উইকেট নিয়েছেন এই পেসার। বাকি চারটি উইকেট নিজেদের মধ্যে সমান ভাগ করে নিয়েছেন মুকেশ কুমার ও জাসপ্রিত বুমরাহ। এর আগে বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে ভারতের দেওয়া ৩২৬ রানের জবাব দিতে নেমে মাত্র ৮৩ রানে অল-আউট হয়েছিল প্রোটিয়ারা। ঘরের মাঠে এবার টেস্ট ম্যাচে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা।
০৩ জানুয়ারি ২০২৪, ১৮:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়