• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo
ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। সিলেট টেস্টে সফরকারীদের বিপক্ষে ব্যাটে-বলে কোনোভাবেই লড়াই করা হয়ে উঠেনি বাংলাদেশে। এতে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হার দেখে নাজমুল শান্তর দল। সিরিজে হার এড়ানোর মিশনে চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জায়া ডি সিলভা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। এদিকে প্রথম টেস্টের দলে ছিলেন না সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্ট দিয়েই দীর্ঘদিন পর জাতীয় দলের হয়ে মাঠে ফিরছেন তিনি। অন্যদিকে সিলেট টেস্টে শরিফুল ইসলাম এবং নাহিদ রানা টাইগারদের একাদশে ছিলেন। তবে দ্বিতীয় টেস্টের একাদশে জায়গা হয়নি তাদের। তাদের বদলে শাহাদাত হোসেন এবং হাসান মাহমুদ একাদশে এসেছেন। সফরকারীদের একাদশে কাসুন রাজিথার ইনজুরিতে আসিথা ফার্নান্দো জায়গা পেয়েছেন। বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ। শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাথ জয়সুরিয়া, অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো।
৩০ মার্চ ২০২৪, ০৯:৫১

যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
নিউজিল্যান্ডের জার্সিতে ২০১২ সালে অভিষেক হয়েছিল কোরি অ্যান্ডারসনের। ক্যারিয়ার শুরুটা ভালো হলেও মাঝ পথে ২০১৮ সালে দল থেকে ছিটকে যান এই কিউই অলরাউন্ডার। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি তার। প্রায় ছয় বছর পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অ্যান্ডারসন। তবে এবার নিউজিল্যান্ডের জার্সিতে নয় বরং যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে নামবেন এই বাঁহাতি অলরাউন্ডার। আগামী মাসে কানাডার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। তাদের দলে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। মূলত কোরি অ্যান্ডারসনের স্ত্রী মেরি মার্গারেট যুক্তরাষ্ট্রের নাগরিক। যার সুবাদে অ্যান্ডারসনও যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান এবং নিউজিল্যান্ড দলে জায়গা না পাওয়ায় তাকে জাতীয় দলে খেলার সুযোগ করে দেয় যুক্তরাষ্ট্র।  তাই এবার যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে দেখা যাবে ৩৩ বছর বয়সী এই সাবেক কিউই অলরাউন্ডারকে। ২০১৯ সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দল যুক্তরাষ্ট্রের ইচ্ছা ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলা। তবে তারা তা করতে পারেনি। তবে তখন থেকেই বিশ্বের নানা প্রান্ত থেকে অভিজ্ঞ ক্রিকেটারদের দলে ভেড়াতে শুরু করে যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ডের জার্সি গায়ে ছয় বছরে ১৩ টেস্ট, ৪৯ ওয়ানডে এবং ৩১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের দলে জায়গা হয়েছে ভারতের বেশকিছু ক্রিকেটারের। যাদের মধ্যে রয়েছেন হারমিত সিং। ২০১৩ সালে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের হয়ে এক মৌসুমে খেলেছিলেন তিনি।   কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্রের স্কোয়াড: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, গজানন্দ সিং, জেসি সিং, সৌরভ নেত্রাভালকার, নিসর্গ প্যাটেল, স্টিভেন টেলর, অ্যান্ড্রিস গাউস, হারমিত সিং, শ্যাডলি ভ্যান শ্যালকউইক, নস্টুশ কেনজিগে, মিলিন্দ কুমার, নীতিশ কুমার, উসমান রফিক
২৯ মার্চ ২০২৪, ১৩:১৬

তীরে এসে তরী ডুবলো মুম্বাইয়ের, গিলের অভিষেক জয়
আইপিএলের ১৭তম আসরে চতুর্থ ম্যাচে গতবারের রানার্স আপ গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়নদের ছয় রানে হারিয়েছে গুজরাট টাইটান্স। এতে গিলের অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে জয় দিয়ে আসর শুরু করলো গুজরাট। রোববার (২৪ মার্চ) ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৬৯ রানের লক্ষ্য দেয় গুজরাট টাইটান্স। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১৬২ রান তুলতে পারে মুম্বাই। এতে ৬ রানের জয় পায় গুজরাট টাইটান্স। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন গুজরাট টাইটান্সের দুই ওপেনার ‍ঋদ্ধিমান সাহা ও শুভমান। তবে ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। ১৫ বলে ১৯ রান করে সাহা আউট হলে, ২২ বলে ৩১ রান তাকে অনুসরণ করে সাজঘরে ফেরেন গিল। তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে নেমে রান তুলতে থাকেন সাই সুদর্শন। কিন্তু অপর প্রান্তে ১১ বলে ১৭ রান করে আজমতুল্লাহ ওমারজাই ও ডেভিড মিলার ১১ বলে ১২ রান করে আউট হন। এরপর সুদর্শনকে সঙ্গ দেন রাহুল তেওয়াতিয়া। ৩৯ বলে ৪৫ রান করে সুর্দশন  এবং ১৫ বলে ২২ করে তেওয়াতিয়া আউট হলে ছন্দ হারায় গুজরাট। শেষ পর্যন্ত বিজয় শাঙ্কার ৫ বলে ৬ রান এবং রশিদ খানের ৩ বলে ৪ রানের ইনিংসে ভর করে ছয় উইকেটে ১৬৮ রানের লড়াকু পুঁজি পায় গুজরাট টাইটান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। এ ছাড়াও জেরাল্ড কোয়েটজি দুটি এবং পিয়ুশ চাওলা নেন এক উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় মুম্বাই। ইনিংসের চতুর্থ বলে শূন্য হাতে সাজঘরে ফেরেন ঈশান কিষান। তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে এসে দ্রুত রান তুলতে থাকেন নামান ধীর। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১০ বলে ২০ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ডান হাতি ব্যাটার। কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। তাকে সঙ্গ দেন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলতে নামা ডেয়াল্ড ব্রেভিস। দুজনের ব্যাটে ভর করে জয়ে পথে এগোতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ফিফটি আক্ষেপ নিয়ে ফেরেন দুই ব্যাটারই। ২৯ বলে ৪৩ রানে রোহিত এবং ৩৮ বলে ৪৬ রান করে আউট হন ব্রেভিস। ১৮তম ওভারের শেষ বলে ১০ বলে ১১ রান করে টিম ডেভিড আউট হলে, ১২ বলে মুম্বাইয়ের লক্ষ্য দাঁড়াই ২৭ রান। ১৯তম ওভারে প্রথম বলে ছক্কা হাঁকালেও পরের বলে ক্যাচ আউট হন তিলক। ১৯ বলে ২৫ রান করেন তিনি। একই ওভারের শেষ বলে কোয়েটজি ১ রানে আউট হলে, ছয় বলে ১৯ রান দরকার ছিল মুম্বাইয়ের। ২০তম ওভারে প্রথম বলে ছক্কা মেরে দলকে জয়ের আশা দেখায় হার্দিক পান্ডিয়া। তবে তৃতীয় বলে এই ডান হাতি ব্যাটার ক্যাচ আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় মুম্বাই। নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১৬২ রান তুলতে পারে মুম্বাই। এতে ৬ রানের জয় পায় গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের হয়ে আজমতুল্লাহ ওমারজাই, জনসন, উমেশ যাদব এবং মোহিত শর্মা দুটি করে উইকেট নেন। এ ছাড়াও এক উইকেট নেন সাই কিশোর।
২৪ মার্চ ২০২৪, ২৩:৫৮

ফিল্ডিংয়ে বাংলাদেশ, নাহিদ রানার অভিষেক
প্রথমবারের মতো সিলেটে টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। শুক্রবার (২২ মার্চ) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে লঙ্কানদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচে পেসার নাহিদ রানার অভিষেক হচ্ছে।  ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর এখন সাদা পোশাকে চোখ বাংলাদেশের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল ১০টায় মাঠে নামবে দুই দল। এদিকে ত্রয়ী পেস আক্রমণের সঙ্গে একাদশে দুই বিশেষায়িত স্পিনার রেখেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। শরিফুল-খালেদের সঙ্গে অভিষিক্ত নাহিদ রানা। অন্যদিকে স্পিন আক্রমণে তাইজুলের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। লঙ্কানদের বিপক্ষে এই সিরিজ দিয়েই ক্রিকেটের রাজকীয় এই ফরম্যাটে নতুন অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তর। গেল বছরে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক শান্তর অধীনে জয় পেয়েছিল লাল-সবুজেরা। এদিকে কিউইদের বিপক্ষে সবশেষ টেস্টের একাদশে ছিলেন না লিটন দাস। তবে এই ম্যাচ দিয়েই সাদা পোশাকের একাদশে ফিরেছেন তিনি। বাংলাদেশ দল : মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।   শ্রীলঙ্কা দল : দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা।  
২২ মার্চ ২০২৪, ০৯:৫৫

অভিষেক ম্যাচে লজ্জার রেকর্ড বাংলাদেশি পেসারের
দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বল হতে দুর্দান্ত পারফরম্যান্স করে চমক দেখিয়েছিলেন ইকবাল হোসেন ইমন। এর ফলে প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) খেলার সুযোগ পেয়েছেন ইমন।  তবে স্বীকৃত ক্রিকেটে প্রথম ম্যাচটা ভালো হয়নি এই তরুণ পেসারের। নাম লিখিয়েছেন লজ্জার এক রেকর্ডে। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড গড়েছেন ১৭ বছর বয়সী এই পেসার।  বৃহস্পতিবার (১৪ মার্চ) ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৯ ওভারে বল করে দিয়েছেন ১০৪ রান। যা বাংলাদেশি কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেয়ার রেকর্ড। যদিও ২টি উইকেট পেয়েছেন ইমন। লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশি বোলারদের মধ্যে এতদিন খরুচে বোলিংয়ের রেকর্ড ছিল শাহাদাত হোসেনের। ২০১১ সালে বাংলাদেশ 'এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে ১০ ওভারে ১০৪ রান দিয়েছিলেন এই পেসার। এক দশকেরও বেশি সময় পর এক ওভার কম বোলিং করেই শাহাদাতের রেকর্ড ছুঁলেন ইমন। এই সংস্করণে এক ম্যাচে সবচেয়ে খরুচে বোলিংয়ে বিশ্ব রেকর্ডটি বাস ডে লেডের। গত বছর বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৫ রান দেন নেদারল্যান্ডসের এই পেসার। এদিন অভিষেক ম্যাচের শুরুটা দুর্দান্ত করেন ১৭ বছরের ইকবাল। নিজের প্রথম ওভারেই মোহাম্মদ নাঈম শেখকে ফিরিয়ে পান প্রথম উইকেটের স্বাদ। পরে ৭৩ রান করা মাহমুদুল হাসান জয়কেও ফেরান তরুণ এই পেসার। 
১৪ মার্চ ২০২৪, ২০:২৫

শাবি প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক সম্পন্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর ১৯তম কার্যনির্বাহী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।  সোমবার (৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি নুরুল ইসলাম রুদ্রের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান নাঈমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় গ্রীণ, ক্লিন ও স্মার্ট ক্যাম্পাসের উদাহরণ। এ বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সত্য ও বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাচ্ছে শাবি প্রেসক্লাব। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাদের বুদ্ধি দেবেন, পরামর্শ দেবেন। আমরা সেই অনুযায়ী কাজ করব। এ জন্য আপনাদেরকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সামনে নিয়ে আসতে হবে। এতে উন্নয়নের ভারসাম্য বজায় থাকবে। স্মার্ট সিটি গঠনে তিনি বলেন, সিলেটের সকল হকারদের বিক্রয়ের জায়গার সুবিধার্থে শহরের পাশে একটা জায়গা ব্যবস্থার কাজ চলছে। সিলেট সিটিকে রাজশাহী সিটির চেয়েও অধিক ক্লিন, গ্রীণ ও স্মার্ট সিটি গঠন করা হবে এবং আমরা সেদিকে এগুচ্ছি। এর আগে অতিথিবৃন্দ শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বার্ষিক ম্যাগাজিন ‘কথন-৪’ এর মোড়ক উন্মোচন করেন। এতে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রেসক্লাবের চিফ অ্যাডভাইজার অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উপাচার্য বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, শাবি প্রেসক্লাব ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নতুন মিশন হচ্ছে এ বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার একান্ত সহযোগিতা কাম্য। অনুষ্ঠানের কী-নোট স্পিকার হিসেবে আলোচনা করেছেন দেশের অন্যতম জাতীয় সংবাদমাধ্যম ‘আজকের পত্রিকার’ সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান। আলোচনায় তিনি বলেন, সমাজে প্রত্যেক প্রেসক্লাবের ইন্টারনাল পাওয়ার আছে, যেটি সমাজ উন্নয়ন ও পলিসি নির্ধারণে প্রভাব রাখে। সাংবাদিকরা হচ্ছে সমাজ গড়ার কারিগর। পেশাজীবী এ সংগঠন শুধু তথ্য সংগ্রহ করেই না, তথ্য বিশ্লেষণের পাশাপাশি জ্ঞান জগতকে প্রসারিত করে এবং তাতে বস্তুনিষ্ঠতা বের হয়ে আসে। সমাজের সাংস্কৃতিক বিপ্লবের মূল কারিগর সাংবাদিকরা। শাবি প্রেসক্লাব সম্পর্কে তিনি বলেন, এখানে ১৮ জন সাংবাদিক। তারা সংখ্যায় অল্প হলেও দেশব্যাপী শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে প্রতিনিধিত্ব করছেন। এজন্য ক্যাম্পাসের কল্যাণে তাদের সহযোগিতা করতে হবে। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, ছাত্র উপদেষ্টা, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, বিভাগের শিক্ষক, গুণীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন, ক্যারিয়ার ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০৫ মার্চ ২০২৪, ০০:২৫

অভিষেক ম্যাচেই জাকেরের চমক
বিপিএল চলাকালীন সময়ে জাকেরকে দলে না নেওয়ায় ক্ষোভ ঝেড়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন। এরপর আলিসের ইনজুরিতে ভর করে জাতীয় দলে সুযোগ পান জাকের আলী অনিক। সুযোগ পেয়েই প্রমাণ করলেন বিসিবি তার দিকে নজর না দিয়ে কত বড় ভুল করেছিল। টি-টোয়েন্টিতে দেশের হয়ে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন এই মিডিল অর্ডার ব্যাটার। ৩৪ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জাকের। লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা শেষ করে আসতে পারলে জয়ের নায়কও বনে জেতেন তিনি। তারপরও অভিষেক ম্যাচে যা করে দেখিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য। সোমবার (৪ মার্চ) টস জিতে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২০৭ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ২০৩ রান তুলতে পারে শান্ত-লিটনরা। এতে ৩ রানের জয় পায় লঙ্কানরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। দলীয় ৬৮ রানেই চার উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। লিটন দাস (০), সৌম্য সরকার (১২), তাওহীদ হৃদয় (৮) এবং অধিনায়ক নাজমুল হাসান ২০ রান করে আউট হলে চাপে পড়ে দল। এরপর মাহমুদউল্লাহর সঙ্গে ব্যাট করতে থাকেন জাকের। শুরুতে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে স্ট্রাইক দিয়ে ব্যাট করতে থাকলেও পরে বিধ্বংসী রূপে ব্যাট চালাতে থাকেন জাকের। ২৭ বলে ফিফটি তুলে নেন দেশ সেরা ফিনিশার ব্যাটার। ফিফটি পূরণের পর বেশি সময় পিচে থাকতে পারেনি মাহমুদউল্লাহ। ৩১ বলে ৫৪ রান করে মাহমুদউল্লাহর বিদায়ের পর বাউন্ডারি-ওভার বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন জাকের। ২৫ বলে ফিফটি তুলে টাইগারদের জয়ের আশা বাঁচিয়ে রাখে জাকের।  শেষ দিকে ৩৪ বলে ৬৮ রান করে জাকের আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। ২ বলে ৪ রান করে ম্যাচে রোমাঞ্চকর করলেও শেষ পর্যন্ত ৩ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।  
০৪ মার্চ ২০২৪, ২৩:২৬

নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রথম কমিটির অভিষেক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটির (২০২৪-২৬ মেয়াদ) অভিষেক অনুষ্ঠান ও শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  রোববার (৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।  নবগঠিত কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শিক্ষকরা যেমন একাডেমিক কার্যক্রম পরিচালনা করেন, একইভাবে কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন্দ্রীক বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলেই বিশ্ববিদ্যালয় গতিপ্রাপ্ত হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রতি আমার ভালোবাসা রইলো। এই ভালোবাসা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনায় কর্মকর্তাদের যে অপরিসীম সহযোগিতা পেয়েছি, সেটি সত্যিই আমাকে বিমোহিত করে। আমি এই সংগঠনের সার্বিক সফলতা কামনা করছি। সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। এছাড়াও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুশাররাত শবনম, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহসহ বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।  এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটিতে সভাপতি হিসেবে গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) শেখ মো. জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সহকারী পরিচালক ফাহাদুজ্জামান মো. শিবলী দায়িত্ব পালন করবেন। এছাড়াও সহ-সভাপতি পদে প্রকৌশলী আহসান উল্লাহ রাসেল ও সহকারী রেজিস্ট্রার মো. জাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক ও নির্বাহী প্রকৌশলী (ইলেক্ট্রিক্যাল) মোফাজ্জল হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে বঙ্গবন্ধু হলের সেকশন অফিসার আপেল মাহমুদ, অর্থ সম্পাদক পদে রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার মাহমুদুল আহসান (লিমন), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউদ্দৌলাহ প্রধান এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এনায়েত কবির নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাহী প্রকৌশলী (সিভিল) এ কে এম জহিরুল হাসান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক গোকুল চন্দ্র বসাক, বঙ্গবন্ধু হলের উপ-পরিচালক মাহমুদুল হাসান (মামুন), সিএসই বিভাগের প্রিন্সিপাল ডেমোনস্ট্রেটর (সফটওয়্যার) প্রকৌশলী মো. আলমগীর কবির ও রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার নুসরাত জাহান।
০৩ মার্চ ২০২৪, ২৩:৪৯

‘লাভ লাইন’ দিয়ে নাটকে পারশার অভিষেক
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। আরটিভি আয়োজিত ঈদের বিশেষ আয়োজন ‘ফোক স্টেশনে’ কয়েকটি গান করে বেশ আলোচনায় আসেন তিনি। গানের পাশাপাশি নানা বিজ্ঞাপন ও  ওভিসিতে  অভিনয় করেছেন। তবে এবারই প্রথম নাটকে কাজ করলেন তিনি। জনপ্রিয় পরিচালক প্রবীর রায় চৌধুরীর ‘লাভ লাইন’ নাটকে অভিনেতা জোভানের সাথে দেখা যাবে পারশাকে।  নাটকের পাশাপাশি ভ্যালেন্টাইনে নিজের ইউটিউব চ্যানেলে ‘প্রথম প্রেমের গান’ শিরোনামে একটি গানও রিলিজ দিতে যাচ্ছেন পারশা। গানটিতে তার সাঙ্গে কন্ঠ দিয়েছেন সাইকেল ব্যান্ড এর লিড ভোকালিস্ট পলাশ শাকিল। গানটির কথা ও সুর তার নিজের। পলাশ বুয়েটের আর্কিটেকচার গ্রাজুয়েট।  দেশের নামকরা স্থপতিদের একজন হয়েও গানের প্রতি ডেডিকেশন ও ভালোবাসার কোনো কমতি নেই পলাশের। একইসাথে ক্যারিকেচার আর্টিস্ট হিসেবেও একরকম ভালোই নাম ডাক রয়েছে তার।‘প্রথম প্রেমের গান’টির সঙ্গীত আয়োজন করেছেন শরীফুল ইসলাম সুমন। গানটির রেকর্ডিং সম্পন্ন হয় তার সাউন্ড হ্যাকার স্টুডিওতে।   এদিকে পারশা অভিনীত প্রথম নাটকটি সুলতান এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে মুক্তি দেয়া হবে। প্রসঙ্গত,  ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কভার গান করে অনুপম রায়-তাহসানসহ অনেকেরই নজর কাড়েন পারশা। নিজ হাতে গ্লাসে পানি ঢেলে চামচের সাহায্যে তাতে প্রচলিত গানের সুর তুলে জলতরঙ্গ তৈরি করে বিপুল আলোচনায় আসেন তিনি। এর পর কিছু নাটকের গানে কন্ঠ দিতে দেখা যায় তাকে। তাহসান-তানজিন তিশার লাইট ক্যামেরা একশন, ইয়াশ রোহান-তটিনীর ‘যে প্রেম এসেছিলো’, তিশার ‘পুতুলের সংসার’, জোভান ও কেয়া পায়েলের ‘কপি পেস্ট’ নাটকের থিম সং গুলোতে কন্ঠ দেন তিনি।  তবে নিজ চ্যানেলে এটাই তার প্রথম মৌলিক গান। গেল বছর সেপ্টেম্বরে তুমুল জনপ্রিয় বলিউড তারকা ও কণ্ঠশিল্পী দার্শান রাভালের সাথে আইসিসিবির কন্সার্টে একই মঞ্চ শেয়ার করেন পারশা।  বর্তমানে লেখাপড়া করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টে। সামনে আসছে আরো বেশ কিছু কাজ। ইতোমধ্যে জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও মাহতিম সাকিবের সাথে দুটো গানে কন্ঠ দিয়েছেন পারশা। কাজ করছেন ‘চলো নিরালায়’ খ্যাত মিউজিক ডিরেক্টর নাভেদ পারভেজের সাথেও। সেগুলোও এখন রিলিজ হওয়ার অপেক্ষায়।
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৯

ইস্ট বেঙ্গলের হয়ে ১০ নম্বর জার্সিতে অভিষেক সানজিদার
ইস্ট বেঙ্গল পুরুষ দলের হয়ে অনেক আগেই খেলেছেন বাংলাদেশের তারকা ফুটবলার শেখ আসলাম, প্রয়াত মোনেম মুন্না, রুমি, গাউসরা। প্রায় ৩২ বছর পর বাংলাদেশের কোনো ফুটবলার আবারও ইস্ট বেঙ্গলের হয়ে খেলতে গেছেন। সানজিদার সঙ্গে তিন মাসের জন্য চুক্তি করেছে ভারতের ঐতিহ্যবাহী ক্লাবটি। ১৯৭১ সালের পর বাংলাদেশের অষ্টম ও প্রথম নারী হিসেবে ইস্ট বেঙ্গলে খেলেছেন সানজিদা। সাবিনা খাতুন ও কৃষ্ণা রানী সরকারের পর বাংলাদেশের তৃতীয় নারী ফুটবলার হিসেবে বিদেশি লিগে অভিষেক ঘটল ২২ বছর বয়সী সানজিদার। ভারতে যাওয়ার আগে এই ফুটবলার বলেছিলেন, ‘প্রথমবার বলে কিছুটা নার্ভাস লাগছে। তবে আমার চেষ্টা থাকবে ভালো খেলার।’ অবশেষে মঙ্গলবার (৩০ জানুয়ারি) ইস্ট বেঙ্গলের জার্সিতে অভিষেক হয়েছে এই বাংলাদেশি ফুটবলারের । এই ম্যাচে দশ নম্বর জার্সি পরে মাঠে নামেন তিনি। অবশ্য ভারতীয় নারী লিগে তার অভিষেক ম্যাচে জয় পায়নি তার দল। যদিও মনে রাখার মতো কিছু হয়নি, ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। একাদশে শুরু থেকে খেললেও গোল পাননি তিনি। স্পোর্টস ওডিশার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তার দল। প্রথমার্ধে দুর্দান্ত খেলেছেন তিনি। যদিও দ্বিতীয়ার্ধে তার সাপ্লাই লাইন কেটে দেয় ওড়িশা। আর পুরো ম্যাচেই এলেমেলো ফুটবল খেলেছে ইস্ট বেঙ্গল। সানজিদার দেয়া কিছু পাস কাজে লাগাতে পারেনি তার সতীর্থরা। আবার তাকে ক্লিয়ার পাসও দেয়া যায়নি। তিনি নিজেও অনেক সময় পাসিংগুলো শতভাগ নিখুঁত করত পারেননি। কিংবা বল নিয়ে প্রতিপক্ষের বক্সের দিকে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয়েছে। পঞ্চম মিনিটে আসে ভালো সুযোগ তৈরি করেছিলেন সানজিদা। বক্সে ঢুকে একজনকে কাটিয়ে শট নিয়েছিলেন। সেটি অবশ্য পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে। ২৮ মিনিটে আবারও বক্সে ঢুকে সুযোগ তৈরির চেষ্টা করলেও ফিনিশিং ব্যর্থতায় কাজের কাজ কিছু হয়নি। বিরতির পরও ছিল একই চিত্র। দুই দল শত চেষ্টা করেও প্রতিপক্ষের জাল কাঁপাতে পারেনি। ৭ দলের এই লিগে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ওড়িশা। ইস্ট বেঙ্গল ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আর সাবিনার দল ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে। পরের ম্যাচে আগামী সোমবার (৫ ফেব্রুয়ারি) আবার মাঠে নামবে ইস্ট বেঙ্গল। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ কিক স্টার্ট।  উল্লেখ্য, একই লিগে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন খেলছেন কর্নাটকের দল কিকস্টার্টের হয়ে। ভারতের লিগে আগেও খেলেছেন সাবিনা। তবে সানজিদা এই প্রথম গেছেন দেশের বাইরে খেলতে। 
৩১ জানুয়ারি ২০২৪, ১৫:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়