• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
অন্তঃসত্ত্বা প্রসঙ্গে মুখ খুললেন পরিণীতি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। গেল বছর প্রেমিক রাঘব চাড্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। বিয়ের পর বেশ সুখেই সংসার করছেন তারা। তবে সম্প্রতি অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে পরিণীতির। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।         জানা গেছে, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে পরিণীতি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘চমকিলা’। বর্তমানে সেই সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।  বৃহস্পতিবার (২৮ মার্চ) মুম্বাইতে কালো পোশাকে একটি ইভেন্টে অংশ নিতে দেখা যায় পরিণীতিকে। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি ও ভিডিওগুলো প্রকাশ্যে আসার পরেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে তার। নেটিজেনদের ধারণা— পরিণীতি সন্তানসম্ভবা।    তবে নেটকারিগরদের সেই চর্চায় পানি ঢেলে দিলেন পরিণীতি। শুধু তাই নয়, হাসির ছলে নিজের প্রতিক্রিয়াও জানান এই অভিনেত্রী। ইনস্টাগ্রামের স্টোরিতে লেখেন— ‘কাফতান ড্রেস মানেই গর্ভবতী! ওভারসাইজড টিশার্ট মানেই গর্ভবতী। ঢিলেঢালা কুর্তি মানেই গর্ভবতী।’ এ প্রসঙ্গে কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পরিণীতির স্বামী রাঘব জানান, গর্ভবতী হওয়ার খবরটা সত্য নয়। ও এখন বিভিন্ন শহরে দৌড়ে বেড়াচ্ছে কাজ এবং ব্যক্তিগত কিছু বিষয়ের জন্য। কে কী পোশাক পরছে, সেটা দেখে সে গর্ভবতী কি না বোঝা যায় না।  সূত্র : আউট লুক ইন্ডিয়া  
২৯ মার্চ ২০২৪, ১৫:৫৬

অন্তঃসত্ত্বা গৃহবধূকে পেটালেন ইউপি সদস্য, সাংবাদিককে হত্যার হুমকি
নড়াইলে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামীর বাড়িতে গেলে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য রাসেল শেখের বিরুদ্ধে। শুক্রবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর ডুমুরিয়া গ্রামে মারধরের শিকার হন গৃহবধূ। ভুক্তভোগী গৃহবধূর নাম শান্তা আক্তার (৩৪)। ডুমুরিয়া গ্রামের সাফায়েত মোল্যার স্ত্রী ও যশোর সদর উপজেলার পিয়ারী মোহন রোডের মৃত কুদ্দুস আলীর মেয়ে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঘটনার দিন রাতে কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।   অভিযুক্ত ইউপি সদস্য রাসেল শেখ ডুমুরিয়া গ্রামের হেমায়েত শেখের ছেলে ও বাঐসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য তিনি। ঘটনার দিন সন্ধ্যায় উপজেলার নড়াগাতি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূ।   এদিকে হত্যার হুমকি পেয়ে একই সময়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক আমানত ইসলাম পারভেজ। দুই অভিযোগের বিবরণে জানা যায়, সাফায়েতের সঙ্গে শান্তার ৯ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর স্বামী তাকে নিয়ে ঢাকায় থাকতেন। কিন্তু অন্তঃসত্ত্বা শান্তাকে ফেলে সাফায়েত তার ৬ বছর বয়সী সন্তান নিয়ে গত ৩১ ডিসেম্বর ঢাকা থেকে পালিয়ে ডুমুরিয়া গ্রামে চলে আসেন। যোগাযোগ করতে না পেরে শান্তা শুক্রবার সকাল ১০টার দিকে ডুমুরিয়া গ্রামে স্বামীর বাড়িতে আসেন। এ সময় সাফায়েতের সহযোগিতায় স্থানীয় ইউপি সদস্য রাসেল শেখ শান্তার বুক ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করে হত্যার হুমকি দেয় এবং তার পরনের কাপড় টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে দেয়। শান্তা আক্তার বলেন, আমার একটি ছেলে রয়েছে আর আমি এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা। রাসেল মেম্বারের পেটের আঘাতের কারণে আমার গর্ভের বাচ্চা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আমি স্ত্রীর মর্যাদা চাই ও আমাকে নির্যাতনের বিচার চাই।   সাংবাদিক আমানত ইসলাম পারভেজ বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে নড়াগাতি থানায় যাই এবং নির্যাতিত গৃহবধূকে চিকিৎসার সহযোগিতা করতে চাইলে ইউপি সদস্য রাসেল থানার সামনেই আমার ওপর হামলা চালানোর চেষ্টা করেন এবং আমাকে হত্যার হুমকি দেওয়াসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। শান্তার স্বামী সাফায়েতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।   তবে ইউপি সদস্য রাসেল গৃহবধূকে পেটানোর অভিযোগ অস্বীকার করলেও সাংবাদিক পারভেজকে গালিগালাজ করার সত্যতা স্বীকার করেন।   তিনি বলেন, শান্তা ইতিপূর্বেও সাফায়েতের বাড়িতে এসেছে এবং নড়াগাতি থানায় অভিযোগ করার পর পুলিশ সেটিকে মীমাংসার চেষ্টা করেছে। শান্তা শুক্রবার আবার সাফায়াতের বাড়িতে গেলে সাফায়াতের বাবার ফোন পেয়ে সেখানে গিয়েছিলাম। তবে শান্তার সঙ্গে কোনো কথা বলিনি আমি। বাঐসোনা ইউপির চেয়ারম্যান মো. চুন্নু শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এর আগেও ওই গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কালিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. পার্থ বলেন, এই গৃহবধূর পেটে আঘাতের কারণে সামান্য রক্তক্ষরণ হচ্ছে। তার গর্ভের সন্তানের ক্ষতি হয়েছে কিনা পরীক্ষার পর জানা যাবে। তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে।   নড়াগাতি থানার পরিদর্শক (তদন্ত) মো. বোরহান উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১৬ মার্চ ২০২৪, ১৬:১৫

জিম্মি রুকনের ঘরে ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, মা-বাবার আহাজারি
ভারত মহাসাগরে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহতে জিম্মি হওয়া ২৩ জন বাংলাদেশি নাবিকদের মধ্যে একজন নেত্রকোণার রুকন উদ্দিন। ছেলের জিম্মির খবর পেয়ে বিলাপ করছেন তার মা-বাবা। অন্যদিকে এ খবরে অসুস্থ হয়ে পড়েছেন তার ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। বুধবার (১৩ মার্চ) সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বাঘরোয়া গ্রামে রুকন উদ্দিন বাড়িতে যেয়ে এ চিত্র দেখা গেছে। জানা গেছে, বাঘরোয়া গ্রামের কৃষক মিরাজ আলী ও লুৎফুর নাহারের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে তৃতীয় রুকন। বাবা-মা ও বড় ভাই কাজ করে রুকনকে পড়াশোনা করিয়েছিলেন। ভালো শিক্ষার্থী হওয়ায় তিনি মেরিন ইঞ্জিনিয়ার পাশ করেন ২০১৩ সালে। পরে ২০১৫ সালে চাকুরিতে যোগদান করেন। গত বছরের নভেম্বর মাসে বর্তমান শিপ কোম্পানিতে যোগদান করেন ছেলের জিম্মির খবর পেয়ে বিলাপ করছেন তার মা-বাবা। তাদের আহাজারিতে আশপাশের এলাকার মানুষের ভিড় জমেছে বাড়িতে। রুকনকে সুস্থভাবে ফিরে পেতে অপেক্ষায় রয়েছে স্বজনরা। প্রথম রোজার দিন মায়ের সাথে কথা বলেন। কিন্তু এরপর থেকে মা-বাবা ভাই-বোনেরা জানতে পারেন তার জাহাজ দস্যুদের কবলে। এই খবরে বাড়িতে কান্নার রোল পড়েছে। এ খবরে অন্তঃসত্ত্বা আট মাসের স্ত্রীও অসুস্থ হয়ে পড়েছেন। গ্রামের মানুষ দেখতে এসে তারাও কান্নায় ভেঙে পরেছেন। সকলের একটাই দাবী সুস্থভাবে সন্তান ও স্বজনকে ফিরে পাওয়ার। ভারত মহাসাগরে ‘এমভি আবদুল্লাহ’ নামে বাংলাদেশি একটি জাহাজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জলদস্যুদের কবলে পড়েছে। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি আছেন জাহাজটির ২৩ জন নাবিক। এরই মধ্যে ভয়ানক হুমকির খবর ভেসে এসেছে জিম্মি জাহাজটি থেকে।
১৩ মার্চ ২০২৪, ১৭:৫৯

বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে গর্ভপাত করান ‘বাহুবলী’র অভিনেত্রী
‘বাহুবলী’ খ্যাত ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রামায়া কৃষ্ণান। এই অভিনেত্রীর গোপন প্রেম নিয়ে চলছে নানা আলোচনা। শোনা যাচ্ছে বিয়ের আগেই এক পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। একটা সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাতও করান। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ১৯৯৯ সালে দক্ষিণী পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে প্রথম সিনেমায় কাজ করেন রামায়া। এরপর একটা সময় ঘণিষ্ঠতা বাড়ে দুজনের। বিবাহিত পরিচালকের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের খবর গোপন ছিল না অন্দরমহলে। সকলেই জানতেন তাদের প্রেমের কথা। কে এসের অনেক সিনেমাতেই কাজ করেন তিনি। সেখান থেকেই দুজনের সম্পর্ক গড়ায় পরিণয়ে। এরপর একসময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েন অভিনেত্রী। বিষয়টি জানতে পারেন রবিকুমারের স্ত্রী। হুমকি দেন রামায়াকে। যে কারণে সন্তানের জন্ম ও পরিচয় দিতে অস্বীকার করেন পরিচালক। ফলে একপর্যায়ে এসে গর্ভপাতের সিদ্ধান্ত নেন রামায়া। আর সেজন্য নাকি কে এস রবিকুমারের থেকে ৭৫ লাখ টাকাও চেয়ে নেন অভিনেত্রী। যদিও গণমাধ্যমের কাছে বিভিন্নসময় প্রেম-গর্ভপাতের বিষয়টি অস্বীকার করেছেন দুজনেই। তবে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে তাদের এই ‘গোপন সম্পর্কের’ খবর এখনও চর্চিত হয় বিভিন্ন সময়ে। পরে ২০০৩ সালে পরিচালক কৃষ্ণা বামসির সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। যার নাম হৃত্বিক কৃষ্ণান। বর্তমানে কৃষ্ণা বামসির সঙ্গেই সুখের সংসার এই অভিনেত্রীর। রামায়া কৃষ্ণান দক্ষিণের জনপ্রিয় একজন অভিনেত্রী। দুই যুগের বেশি সময় ধরে কাজ করছেন। নিজের ক্যারিয়ারে প্রায় ২৬০টি সিনেমা করে ফেলেছেন তিনি। রামায়াকে সর্বশেষ দেখা গেছে রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ চলচ্চিত্রে। এর আগে বক্স অফিসে ঝড় তোলা ‘বাহুবলী’তে মায়ের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন।
১১ মার্চ ২০২৪, ১৪:৪৮

ইসরায়েলের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৫
দক্ষিণ লেবাননের একটি বাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তঃসত্ত্বা নারীসহ ৫ জন নিহত ও নয়জন আহত হয়েছেন।   রোববার (১০ মার্চ) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান এবং একজন গর্ভবতী মা ছিলেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এই বর্বর হামলায় বাড়িটি পুরো ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত ও তাদের মধ্যে থাকা ৯ জন আহত হয়েছেন।  মূলত গাজায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে গত বছরের অক্টোবর থেকেই ইসরায়েলে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এরপর থেকেই তাদের মধ্যে ধীরে ধীরে আগ্রাসন বাড়ছে।  হিজবুল্লাহ একটি শিয়া মুসলিম সংগঠন। লেবাননের রাজনীতিতে তাদের যথেষ্ট প্রভাব রয়েছে। দেশটিতে সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী রয়েছে তাদের। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে ১৯৮২ সালে হিজবুল্লাহ গড়ে তোলে ইরান। হিজবুল্লাহ জানিয়েছ, ইসরায়েল যদি গাজা উপত্যকায় অভিযান বন্ধ করে তাহলে তারাও ইসরায়েলে আর হামলা চালাবে না। তবে গাজায় যুদ্ধ অব্যাহত থাকলে হিজবুল্লাহও যুদ্ধ চালিয়ে যাবে। এদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ৩০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৩৯ জন হিজবুল্লাহ সদস্য ও  ৫০ জন বেসামরিক নাগরিক রয়েছে। এছাড়া হিজবুল্লাহর হামলায় ইসরায়েল বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য এবং পাঁচ বেসামরিক নিহত হয়েছেন।
১০ মার্চ ২০২৪, ১০:৪৭

দক্ষিণ আফ্রিকায় গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ মহিন নামে এক বাংলাদেশি প্রবাসীকে খুন করেছে সন্ত্রাসীরা। রোববার (৩ মার্চ) স্থানীয় সময় সাড়ে ৯টায় জোহান্সবার্গের পার্শ্ববর্তী শহর জুলিস্ট্রিটে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মাহিন একজন ব্যবসায়ী।  নিহতরা হলেন, মো.মহিন ভূঞা (৩২) উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের ইসলাম পাটোয়ারী বাড়ির মো. হোসেন ভূঞার ছেলে ও তার স্ত্রী রুনা আক্তার (২২)। সে একই উপজেলার কেশারপাড় ইউনিয়নেরে জমাদার বাড়ির মো. লিটনের মেয়ে।    এসব তথ্য নিশ্চিত করেন অর্জুনতলা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আব্দুর জব্বার। তিনি বলেন, গতকাল সন্ধ্যার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা আফ্রিকার জোহানের্সবাগ স্ট্রেটে মহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে। ওই সময় তারা স্বামী-স্ত্রী ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। তখন ভাগ্যক্রমে তাদের সঙ্গে থাকা তাদের দুই সন্তান বেঁচে যায়। রোববার দিবাগত রাত ২টার দিকে আফ্রিকায় থাকা নিহতের ছোট দুইভাই বিষয়টি দেশের বাড়িতে জানায়। প্রাথমিকভাবে এর থেকে বেশি কিছু আমরা এখনো জানতে পারেনি। ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে।        নিহতের ছোট ভাই মো. মফিজ ভূঞা বলেন, জীবিকার সন্ধানে আমার বড় ভাই মহিন ২০০৮ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। এরপর ছয় বছর আগে তার স্ত্রীকে নিয়ে যায়। আমার ভাবি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিল।  সন্ত্রাসীরা ভাবিসহ আমার বড় ভাইকে গুলি করে হত্যা করেছে।  ইউপি সদস্য আব্দুর জব্বার আরও বলেন, নিহত প্রবাসীর গ্রামের বাড়ির মসজিদের মাইকে তাদের মৃত্যু সংবাদ এলাকাবাসীকে জানানো হয়েছে। এতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তাদের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।      
০৪ মার্চ ২০২৪, ১৩:১৫

আম্বানির ছেলের বিয়েতে যাওয়ার পথে বিপত্তিতে অন্তঃসত্ত্বা দীপিকা
আম্বানির ছেলের বিয়ের দাওয়াত রক্ষা করতে গিয়ে বিপাকে পড়েছেন অন্তঃসত্ত্বা দীপিকা। যেহেতু আম্বানির ছেলের বিয়ে বলে কথা, তাই যেতে তো হবেই। সেজন্য বেরিয়ে পড়েন দীপিকা-রণবীর। তবে পথে বাঁধে বিপত্তি। মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নামতেই দীপিকা-রণবীরকে দেখে উত্তেজিত হয়ে পড়েন ভক্ত অনুরাগীরা। হবু মাকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন অনেকেই। আর সেই পরিস্থিতিতে দায়িত্বশীল স্বামীর ভূমিকা নেন রণবীর সিং। অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগলে রাখেন তিনি। দীপিকার পাশ থেকে এক মুহূর্তের জন্য সরেননি রণবীর। দীপিকা এমনিতে সবসময় হাসিখুশি থাকেন। তবে হবু মা যেন এখন একটু বেশিই খুশি। আনন্দ ছড়াচ্ছিল তার চোখে-মুখে। প্রসঙ্গত, বাফটা অ্যাওয়ার্ডের সময় দীপিকার ‘বেবি বাম্প’ লক্ষ করেন অনেকেই। তারপর থেকেই গুঞ্জন চলতে থাকে। কিন্তু সে সময় প্রকাশ্যে দীপিকা বা রণবীর সিং এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন দীপিকা ও রণবীর। দীপিকা প্রায় তিনমাসের অন্তঃসত্ত্বা। এ বছরের সেপ্টেম্বরেই মা হতে চলছেন তিনি।
০৩ মার্চ ২০২৪, ২১:৫৭

স্বামীকে জিম্মি করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ, মারা গেল গর্ভের সন্তান
পাবনার আমিনপুরে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এতে ওই নারীর গর্ভের সন্তান মারা গেছে। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।  বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা হলো– চর কেষ্টপুরের সেলিম প্রামাণিক, মো. শরীফ, রাজীব সরদার, রুহুল মণ্ডল, লালন সরদার ও সিরাজুল। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাতে চর কেষ্টপুরে আয়োজিত ওয়াজ মাহফিলের সাজসজ্জার কাজ করছিলেন ভুক্তভোগী নারীর স্বামী। টাকার প্রয়োজনে স্বামীর কাছে যান স্ত্রী। ওয়াজ শুনে রাত ১২টার দিকে পাশের এক আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে আসামিরা তাদের পথরোথ করে। পরে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে ভুট্টা খেতে নিয়ে দু’জন ধর্ষণ করে। এক পর্যায়ে নারীর স্বামী তাদের কাছ থেকে পালিয়ে স্থানীয় লোকজনকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় অভিযুক্তদের একজনকে আটক করে গণধোলাই দেন স্থানীয়রা। বাকিরা পালিয়ে যায়। ভুক্তভোগী নারীকে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই নারীর স্বামী জানান, তার স্ত্রী ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নির্যাতনে গর্ভের সন্তান মারা গেছে। মামলা হলেও এখনও তাদের কোনো কাগজপত্র দেওয়া হয়নি। থানায় গেলে কিছু পুলিশ আছে, নানান কথা বলে। যারা ধর্ষণ করেছে, তাদের পক্ষ থেকেও হুমকি ও চাপ আসছে। বলছে কিছুই হবে না, আমাদেরই বিপদ হবে। তারা মীমাংসার কথা বলছে। তিনি এ ন্যক্কারজনক ঘটনার বিচার চান। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের গাফিলতির অভিযোগ সত্য নয়। তিনি আরও বলেন, ধর্ষণের ঘটনা মীমাংসা হয় না। বাদীকে হুমকি-ধমকির বিষয়টি খতিয়ে দেখা হবে। 
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৫

ট্রাকচাপায় নিহত অন্তঃসত্ত্বা স্ত্রী, প্রাণে বাঁচলেন স্বামী
রাজধানীর সবুজবাগে ট্রাকচাপায় জেরিন তাসনিম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্বামী ফখরুল আহসান আহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মানিকদিয়া ক্লাব মোড়ে এই দুর্ঘটনা ঘটে। জেরিন ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে। নিহতের স্বামী ফখরুল আহসান বলেন, আমরা যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় থাকি। আমি ধানমন্ডিতে এবং আমার স্ত্রী গুলশানে চাকরি করতেন। স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে সবুজবাগ মানিকদিয়া ক্লাবের মোড় এলাকায় এলে বালিতে মোটরসাইকেল স্লিপ করে। এ সময় আমরা দুজনেই পড়ে যাই। তখন পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক আমার স্ত্রীকে চাপা দেয়। এরপর আহত অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ওই নারীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। এ ছাড়া নিহতের স্বামী শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০১

অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ, শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
লক্ষ্মীপুরের রামগতিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে (২০) ধর্ষণের অভিযোগে এক শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মো. জোবায়ের হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ। এর আগে সোমবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকাটিয়া কালিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তার জোবায়ের রামগতি উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব ও উপজেলার চর আলগী ইউনিয়নের চর সেকান্দর গ্রামের মৃত খুরশিদ মাওলানার ছেলে। মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ উপজেলার চরআলগী ইউনিয়নের চরনেয়ামত গ্রামের বাসিন্দা। প্রায় ৪ মাস আগে পার্শ্ববর্তী চর সেকান্দার গ্রামের এক রিকশাচালকের সঙ্গে তার বিয়ে হয়। এখন তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। শাশুড়ির অসুস্থতার কথা শুনে ২০ জানুয়ারি দুপুরে বাবার বাড়ি থেকে হেঁটে তিনি শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চর সেকান্দর গ্রামের মৌলভীবাজারের সামনে সুফিরহাট-বাংলাবাজার পাকা রাস্তায় পেছন থেকে তার মুখ চেপে ধরে অভিযুক্তরা।  একপর্যায়ে শ্রমিকলীগ নেতা জোবায়ের তার ব্যক্তিগত কার্যালয়ের পেছনের কক্ষে জোরপূর্বক নিয়ে যান তাকে। পরে ধর্ষণ করেন। এ ঘটনাটি কাউকে জানালে হত্যা করা হবে বলেও হুমকি দেন। ঘটনার সময় অপর অভিযুক্ত শাহাদাত বাইরে পাহাররত ছিলেন। এ ঘটনায় রোববার রাতে ভিকটিমের মা বাদী হয়ে শ্রমিকলীগ নেতা জোবায়ের ও শাহাদাত হোসেনের নাম উল্লেখ করে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন।  অভিযুক্ত শাহাদাত একই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। এ দিকে শ্রমিকলীগ নেতা জোবায়ের হোসেন বলেন, এলাকার শাহাদাত ও সোহাগ আমার অফিসের পেছনে ধর্ষণের ঘটনাটি ঘটিয়েছে বলে শুনেছি। এর সঙ্গে আমি জড়িত নই। রাজনৈতিক প্রতিহিংসায় আমাকে ফাঁসানো হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও রামগতি থানার এসআই শাহনুর আলম বলেন, ভিকটিম গৃহবধূকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দিও দিয়েছেন। র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ জানান, মামলার পরপরই আসামি জোবায়েরকে গ্রেপ্তারে গোয়েন্দা তদন্ত শুরু করা হয়। অবশেষে তাকে গ্রেপ্তার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৩১ জানুয়ারি ২০২৪, ১৪:০৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়