• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo
টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ
চলতি আইপিএলে ৯ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার সবার ওপরে রাজস্থান রয়্যালস। প্লে-অফের দৌড়ে পয়েন্ট টেবিলের অন্য দলগুলোর ধরাছোঁয়ার বাইরে তারা। অন্যদিকে সমান ম্যাচে পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে সানরাইজার্স হায়দরাবাদ। তাই প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। শেষ চারের দৌড়ে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নিজেদের দশম ম্যাচে মাঠে নামছে দল দুটি। বৃহস্পতিবার (২ মে) রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।  রাজস্থান রয়্যালস একাদশ : যশস্বী জয়সওয়াল, সাঞ্জু স্যামসন (অধিনায়ক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রোভম্যান পাওয়েল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আভেস খান, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা সানরাইজার্স হায়দরাবাদ একাদশ : ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, আনমোলপ্রীত সিং, হেনরিক ক্লাসেন, নীতিশ রেড্ডি, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, মার্কো জানসেন, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, টি-নটরাজন।
০২ মে ২০২৪, ১৯:৩৮

পাওয়ারপ্লেতে হায়দরাবাদের বিশ্বরেকর্ড
চলতি বছরের আইপিএলে বিশ্বরেকর্ড করেছে সানরাইজার্স হায়দরাবাদ। আসরের ৮ম ম্যাচে প্রথম ৬ ওভারে ১২৫ রান করেছেন দলের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। যা আইপিএল তো বটেই টি-টোয়েন্টি ইতিহাসেই বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের ৬ ওভারে বৈধ ডেলিভারি থাকে ৩৬টি। সেখানে ২৪টিকেই বাউন্ডারি ছাড়া করেছেন এ দুই ওপেনার। তাদের ব্যাটিং তাণ্ডবে দিল্লি ক্যাপিটালসের বোলাররা যেন দিশেহারা হয়ে পড়েছিলেন। যেখানেই বল করছেন কোনো রক্ষা হচ্ছে না তাদের। ম্যাচ দেখে মনে হচ্ছে অরুন জেটলি স্টেডিয়ামে যেন হাইলাইটস চলছে। অবশেষে সপ্তম ওভারের দ্বিতীয় বলে এই জুটি ভাঙেন কুলদীপ যাদব। ৪৬ রান করা অভিষেক শর্মাকে ফেরান তিনি। আউট হওয়ার আগে ১২ বলে ২ চার ও ৬ ছক্কা মারেন অভিষেক। একই ওভারে এইডেন মারক্রামের উইকেটটিও শিকার করেন কুলদীপ।  দুই উইকেট পড়লেও তাণ্ডব চালিয়ে যান হেড। ম্যাচটিতে তিনি ১৮ বলেই ফিফটি করলেও পাননি টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা। পরে সেই কুলদীপের শিকার হয়েই ফেরেন এই অজি ওপেনার। আউট হওয়ার আগে ৩২ বলে ১১ চার ও ৬ ছক্কায় ৮৯ রান করেন তিনি।
২০ এপ্রিল ২০২৪, ২১:২৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়