• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
একনজরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি
আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বসবে। একই বছরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও গড়াবে। আগামী ৩ অক্টোবর থেকে অনুষ্ঠেয় বৈশ্বিক এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা-আইসিসি। রোববার (৫ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে এই সূচি ঘোষণা করা হয়। ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১০ দলের এই টুর্নামেন্টের। দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নেবে। এর মধ্যে আটটি দল চূড়ান্ত হয়েছে। এ ছাড়া বাছাইপর্ব খেলে আসবে আরও দুটি দল। ‘এ’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত ও বাছাইপর্বের একটি দল খেলবে। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাছাইপর্বে উতরে আসা আরেকটি দল অংশ নেবে। গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ২৩টি ম্যাচ মাঠে গড়াবে। মিরপুর হোম অব ক্রিকেট এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড-২'তে বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে। আর বিকেএসপিতে হবে প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের সূচি ঘোষণা ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরও উপস্থিত ছিলেন। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর পূর্ণাঙ্গ সূচি (গ্রুপ পর্ব) তারিখ                প্রতিপক্ষ                          ভেন্যু                      সময় ৩ অক্টোবর         ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা        মিরপুর শের-ই বাংলা             বিকেল ৩টা ৩ অক্টোবর        বাংলাদেশ-কোয়ালিফায়ার ২     মিরপুর শের-ই বাংলা             সন্ধ্যা ৭টা ৪ অক্টোবর        অস্ট্রেলিয়া-কোয়ালিফায়ার ১    সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম      বিকেল ৩টা ৪ অক্টোবর         ভারত-নিউজিল্যান্ড            সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম      সন্ধ্যা ৭টা ৫ অক্টোবর        দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ        মিরপুর শের-ই বাংলা        বিকেল ৩টা ৫ অক্টোবর        বাংলাদেশ-ইংল্যান্ড                   মিরপুর শের-ই বাংলা         সন্ধ্যা ৭টা ৬ অক্টোবর        নিউজিল্যান্ড-কোয়ালিফায়ার ১         সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম  বিকেল ৩টা ৬ অক্টোবর        ভারত-পাকিস্তান                     সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম  সন্ধ্যা ৭টা ৭ অক্টোবর        ওয়েস্ট ইন্ডিজ-কোয়ালিফায়ার ২      মিরপুর শের-ই বাংলা          সন্ধ্যা ৭টা ৮ অক্টোবর        অস্ট্রেলিয়া-পাকিস্তান                সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম     সন্ধ্যা ৭টা ৯ অক্টোবর        বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ             মিরপুর শের-ই বাংলা           বিকেল ৩টা ৯ অক্টোবর        ভারত-কোয়ালিফায়ার ১            সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম        সন্ধ্যা ৭টা ১০ অক্টোবর       দক্ষিণ আফ্রিকা-কোয়ালিফায়ার ২      মিরপুর শের-ই বাংলা           সন্ধ্যা ৭টা ১১ অক্টোবর       অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড            সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম        বিকেল ৩টা ১১ অক্টোবর       পাকিস্তান-কোয়ালিফায়ার ১         সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম        সন্ধ্যা ৭টা ১২ অক্টোবর       ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ            মিরপুর শের-ই বাংলা              বিকেল ৩টা ১২ অক্টোবর       বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা          মিরপুর শের-ই বাংলা            সন্ধ্যা ৭টা ১৩ এপ্রিল         পাকিস্তান-নিউজিল্যান্ড           সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম        বিকেল ৩টা ১৩ এপ্রিল         ভারত-অস্ট্রেলিয়া                সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম       সন্ধ্যা ৭টা ১৪ অক্টোবর       ইংল্যান্ড-কোয়ালিফায়ার ২        মিরপুর শের-ই বাংলা              বিকেল ৩টা   সেমিফাইনাল ও ফাইনাল : ১৭ অক্টোবর       প্রথম সেমিফাইনাল       সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম   সন্ধ্যা ৭টা ১৮ অক্টোবার      দ্বিতীয় সেমিফাইনাল        মিরপুর শের-ই বাংলা       সন্ধ্যা ৭টা ২০ অক্টোবর       ফাইনাল                   মিরপুর শের-ই বাংলা       সন্ধ্যা ৭টা  
০৫ মে ২০২৪, ১৫:০৫

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে। আর ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই টুর্নামেন্টের। এবারের প্রতিযোগিতায় দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নেবে। এবারের আসরের আয়োজক বাংলাদেশ। এবার মোট দুটি ভেন্যুতে খেলা হবে। গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ২৩টি ম্যাচ মাঠে গড়াবে। রোববার (৫ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়। এ সময় সূচি ঘোষণা অনুষ্ঠানে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিস এবং বাংলাদেশ-ভারত মহিলা দলের দুই অধিনায়ক উপস্থিত ছিলেন। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সবশেষ আসরের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে শিরোপা জিতেছিল তারা। গ্রুপ পর্ব গ্রুপ এ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং কোয়ালিফাইয়ার-১  গ্রুপ বি : বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং কোয়ালিফাইয়ার-২ উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। এর আগে, ২০১৪ সালে প্রথমবার টুর্নামেন্টটি আয়োজন করেছিল বাংলাদেশ। 
০৫ মে ২০২৪, ১৫:১১

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি পাকিস্তানের
লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি— এই ৩ ভেন্যুতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য আইসিসির কাছে প্রাথমিকভাবে সময়সূচি জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে বৈশ্বিক এই টুর্নামেন্টের নবম আসর বসবে পাকিস্তানে। আর সবকিছু ঠিকঠাক থাকলে ৩০ বছরের মধ্যে প্রথমবার আইসিসির কোনো ইভেন্ট পাকিস্তানে আয়োজন করা হবে। এবার হাইব্রিড মডেলে না হেঁটে ভারতের সব ম্যাচ পাকিস্তানের মাটিতে রেখেই সূচি বানিয়েছে পিসিবি। তবে ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে বৈশ্বিক এই টুর্নামেন্টে ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কেননা, পাকিস্তানে দল পাঠাতে কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাগবে বিসিসিআইয়ের। এর আগে, গত বছর ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে আয়োজক পাকিস্তানের বাইরে বেশ কিছু ম্যাচ আয়োজন করা হয়। এর মধ্যে ভারতের সবকটি ম্যাচই পাকিস্তানের বাইরে ছিল। এবার পিসিবির আয়োজনে ভারত অনীহা জানালে ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাও নানান জল্পনা-কল্পনা থাকছে।  এদিকে পিসিবি আশাবাদী, পাকিস্তানের মাটিতেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ। এভাবে পরিকল্পনা নিয়েই প্রস্তুতি নিচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। সম্প্রতি করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়াম, লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং রাওয়ালপিন্ডির ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে এসেছিল আইসিসি নিরাপত্তা দল। ভেন্যুগুলোর সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক অবস্থায় সন্তোষ প্রকাশ করে তারা। এক সংবাদ সম্মেলনে পিসিবির চেয়ারম্যান মহসিন নকভির ভাষ্য, আমরা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি পুরোপুরি চাই। ইতিমধ্যে আইসিসির কাছে সূচি জমা দিয়েছি। আইসিসির নিরাপত্তা দল পাকিস্তানে এসেছিল এবং তারা ব্যবস্থাপনা নিয়ে খুব খুশি ছিল।
২৯ এপ্রিল ২০২৪, ১৭:৪২

নারী ফুটবল লিগের সূচি বদলে দিলেন সালাউদ্দিন
আর্থিক সংকটের কারণে তীব্র গরম ও রোদের মধ্যেই নারী ফুটবল লিগের ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে মেয়েদের ম্যাচের সূচি বদলে দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।  শনিবার (২৭ এপ্রিল) বিকেলে কমলাপুর স্টেডিয়ামে নারী ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে রোদের তীব্রতা টের পান জাতীয় দলের সাবেক অধিনায়ক। তাই তাৎক্ষণিকভাবেই সাবিনাদের লিগের সূচি বদলানোর সিদ্ধান্ত নেন। লিগের পরবর্তী ম্যাচগুলো পড়ন্ত বিকেলে ও ফ্লাডলাইটে অনুষ্ঠিত হবে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন,‌ এই আবহাওয়ায় ফুটবল খেলা মানবিকভাবে সম্ভব না। তাই সঙ্গে সঙ্গে সাধারণ সম্পাদককে বললাম বিকল্প ব্যবস্থা করতে। সে বলল এতে এনএসসিবিকে (জাতীয় ক্রীড়া পরিষদ) জানাতে হবে এবং বড় বাজেট প্রয়োজন। আমি বলেছি এনএসসিকে জানাতে এবং বাজেটের ব্যবস্থা হবে।   কাজী সালাউদ্দিন বড় বাজেটের কথা বললেও মূলত তিন লাখের বেশি অর্থ লাগার কথা নয়। কারণ, গতকাল সাধারণ সম্পাদক তুষার জানিয়েছিলেন এক দিনে ১৩ হাজার টাকা করে খরচ হবে। অন্যদিকে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ গতকাল ফ্লাডলাইটের পরিবর্তে রোদে খেলা চালানোর জন্য ফেডারেশনের আর্থিক সামর্থ্য নেই বলে মন্তব্য করেছিলেন।  আর্থিক শঙ্কটের বিষয়ে বাফুফে সভাপতি বলেন, গত পাঁচ-দশ বছর কোনো কিছু আটকে থাকেনি। জাপান, সৌদি সব জায়গায় দল গিয়েছে। এটাও হবে, যেখান থেকেই হোক ম্যানেজড হবে। নারী ফুটবল লিগে স্পন্সর ছিল বসুন্ধরা গ্রুপ। আকস্মিকভাবে লিগ শুরুর তিন দিন আগে প্রতিষ্ঠানটি স্পন্সরশিপ প্রত্যাহার করে। এ নিয়ে সালাউদ্দিন বলেন, কোনো বিতর্কে যেতে চাই না।  
২৭ এপ্রিল ২০২৪, ১৯:৪৮

ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবেই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সফরে টাইগ্রেসদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলছে অজিরা। এবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতও বাংলাদেশে আসবে। এই সিরিজটি অবশ্য আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার বাইরে। সামনে বিশ্বকাপ থাকায় কন্ডিশন সম্পর্কে ধারণা পেতেই বড় দলগুলো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসতে আগ্রহী। বুধবার (৩ এপ্রিল) পাঁচ ম্যাচের সেই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে ভারতীয় দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচ দুটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে। ২ এবং ৬ মে হবে সিরিজের তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচ দুটি দুপুর ২টায় শুরু হবে। এ ছাড়া সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি হবে ৯ মে। এটিও দিবা-রাত্রির ম্যাচ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এই সিরিজের সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে। এর আগে, গত বছরের জুলাইয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। সেই সফরে ভারতকে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচে হারিয়েছিল টাইগ্রেসরা। সেবার টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারলেও ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে বাংলাদেশ।
০৩ এপ্রিল ২০২৪, ১৪:০৪

চেন্নাইয়ে ১২ বছর পর ফাইনাল, জানা গেল আইপিএলের শেষ অংশের সূচি
গত ২২ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের পর্দা উঠেছে। আসর শুরুর বেশ কয়েক দিন আগেই প্রথম ধাপের সূচি ঘোষণা করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবার জানা গেলে ফাইনালসহ বাকি অংশের সূচি। সোমবার (২৫ মার্চ) বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে আসরের বাকি অংশের সূচি প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ। এবারের আসরে সবমিলিয়ে মোট ম্যাচ অনুষ্ঠিত ৭৪টি। নির্বাচনের কারণে দ্বিতীয় অংশের ম্যাচগুলো ভারতের বাইরে অনুষ্ঠিত হওয়ার গুঞ্জন থাকলেও ক্রিকবাজ বলছে, সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দেশের মাটিতে। আগামী ২১ মে মাঠে গড়াবে আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। এলিমিনেটর হবে ২২ মে। এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২৪ মে। আর ফাইনাল হবে ২৬ মে। এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ২০১২ সালের পর আইপিএলের ফাইনাল আয়োজন করা হচ্ছে। সেবার শ্বাসরুদ্ধকর ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হেরে গিয়েছিল স্বাগতিক চেন্নাই। ১২ বছর পর আবারও ফাইনাল ম্যাচ আয়োজন করবে চেন্নাই। সাধারণত যে দল আইপিএলের শিরোপা জেতে তাদের ঘরের মাঠে পরবর্তী আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়ে থাকে। তবে চেন্নাইয়ের বেলায় এই নিয়মের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। তাই ট্রফি জেতা সত্বেও ২০১৯ ও ২০২২ সালের আইপিএলের ফাইনাল আয়োজনের সুযোগ পায়নি চেন্নাই। তবে গত বছর শিরোপা জেতার পর এবার ফাইনাল আয়োজনের স্বত্ব পেল চেন্নাই। প্রথম ধাপে ৭ এপ্রিল পর্যন্ত ২১ ম্যাচের সূচি ঘোষণা করেছিল বিসিসিআই। দ্বিতীয় ধাপের ম্যাচগুলোর আগে কোনো বিশ্রামের সুযোগ থাকছে না। ৮ এপ্রিল থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের খেলা।
২৫ মার্চ ২০২৪, ১৯:২১

জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ বিসিবির
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি বছরের মে মাসে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। শনিবার (১৬ মার্চ) সেই সফরের সূচি ঘোষণা করেছে বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল। ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে রোডেশিয়ানরা।  এদিকে আগামী ৩ মে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। সেখানে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে।  অন্যদিকে সাগরিকা পর্ব শেষে দুই দলই ঢাকায় ফিরবে। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি গড়াবে ঢাকায়। মিরপুরে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ। বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে এবারের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলার কথা ছিল জিম্বাবুয়ের। সেই সিরিজ সরিয়ে আগামী বছর নেওয়া হয়েছে অর্থাৎ ২০২৫ সালে এই টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর মাথায় রেখে টেস্ট দুটি এবারের সফরসূচি থেকে বাদ দেওয়া হয়েছে। বিশ্বকাপ প্রস্তুতির জন্য বাড়তি সময় বের করতেই এই সিদ্ধান্ত। এদিকে এই সিরিজ শেষেই যুক্তরাষ্ট্র সফরে যাবে লাল-সবুজেরা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। আগামী ২১ মে হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচই টেক্সাসের হিউস্টনেপ্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি)  অনুষ্ঠিত হবে।
১৬ মার্চ ২০২৪, ১৫:০৭

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ‘ঐতিহাসিক’ সিরিজের সূচি প্রকাশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। এবারে চার-ছক্কার লড়াই অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। তাই এই টুর্নামেন্টকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড (ইউএসএসি)। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক বিবৃতিতে টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়োজক দেশটি। একই দিনে কানাডার সিরিজের সূচিও প্রকাশ করেছে তারা।   আগামী ২১ মে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ২৩ ও ২৫ মে হবে পরের দুই টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচই হবে টেক্সাসের প্রাইরাই ভিউ ক্রিকেট কমপ্লেক্সে।  বিবৃতিতে যুক্তরাষ্ট্র ক্রিকেটের চেয়ারম্যান ভিনু পাসিকে বলেন, গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ম্যাচগুলো আমাদের দলের কম্বিনেশন ঠিক করতে, দলের সংহতি বাড়ানো ও ফাইন টিউনিংয়ের জন্য অর্থবহ। আমি আইসিসি, ক্রিকেট কানাডা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই এই ম্যাচগুলোর সূচি তৈরিতে সাহায্য করায়। এদিকে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে দেশটির কন্ডিশন সম্পর্কে জানতে এই সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। তাই এই ঐতিহাসিক সিরিজ আয়োজনের জন্য ইউএসএসিকে ধন্যবাদ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।    তিনি বলেছেন, বাংলাদেশ দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ক্রিকেটের জগতে একটি ঐতিহাসিক উপলক্ষ। বাংলাদেশ দলের সঙ্গে সিরিজ আয়োজনের জন্য এবং এই গুরুত্বপূর্ণ সফরটি সহজতর করার জন্য আমরা যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’  
১৫ মার্চ ২০২৪, ১১:৪৮

একনজরে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের সূচি
প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হারানোর সুযোগ ছিল বাংলাদেশের। তবে সেই সুযোগ লুফে নিতে পারেনি চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের অলিখিত ফাইনালে লঙ্কানদের কাছে ২৮ রানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এদিকে টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে খেলতে চট্টগ্রামে পাড়ি জমাবে দুই দল। তিনদিনের বিরতি শেষে সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫০ ওভারের লড়াইয়ে নামবে দুই দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৩ মার্চ। এরপর ১৫ ও ১৮ মার্চ হবে শেষ দুই ওয়ানডে। এর আগে, প্রথম টি-টোয়েন্টিতে ৩ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কিন্তু তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে এক নুয়ান থুসারার তাণ্ডবে গুঁড়িয়ে যায় বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। অন্যদিকে চট্টগ্রাম যাত্রা শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। প্রথম টেস্ট শেষ হলে তিনদিনের বিরতি দিয়ে ফের চট্টগ্রামে ফিরে দ্বিতীয় টেস্ট খেলবে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে গড়াবে সিরিজের শেষ টেস্ট। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি  প্রথম ওয়ানডে  ১৩ মার্চ  দুপুর ২টা ৩০ মিনিট  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম  দ্বিতীয় ওয়ানডে  ১৫ মার্চ  দুপুর ২টা ৩০ মিনিট  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম  তৃতীয় ওয়ানডে  ১৮ মার্চ  সকাল ১০টা  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম  
১০ মার্চ ২০২৪, ১৫:২০

ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
ঢাকা প্রিমিয়ার ডিভিশিন ক্রিকেট লিগের এবারের আসর শুরু হওয়ার কথা ছিল ৯ মার্চ। তবে দুই দিন পিছিয়ে ১১ মার্চ মাঠে গড়াবে টুর্নামেন্টটি। উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর পাশাপাশি রানার্সআপ শেখ জামাল মাঠে নামবে। বিদেশি ক্রিকেটার ছাড়া এবারের লিগ অনুষ্ঠিত হবে।  বুধবার (৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে  ঢাকা লিগের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি। দিনের অপর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব খেলবে।  ঢাকা লিগে অংশ নিচ্ছে ১২টি দল। গত আসরের শীর্ষ দশ দলের সঙ্গে এবার প্রথম বিভাগ থেকে উঠে আসা দুটো দল অংশ নিচ্ছে।  ঢাকা লিগের ১২টি দল- শাইনপুকুর ক্রিকেট ক্লাব, গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, গাজী গ্রুপ ক্রিকেটার্স, সিটি ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, পারটেক্স স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম রাউন্ডের সূচি: ১১ মার্চ, ২০২৪ আবাহনী লিমিটেড বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব, মিরপুর শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, বিকেএসপি-৩ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, ফতুল্লা ১২ মার্চ, ২০২৪ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, মিরপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম সিটি ক্লাব, বিকেএসপি-৪ গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩ দ্বিতীয় রাউন্ডের সূচি: ১৪ মার্চ, ২০২৪ গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি বনাম আবাহনী লিমিটেড, ফতুল্লা শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩ ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৪ ১৫ মার্চ, ২০২৪ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম সিটি ক্লাব, বিকেএসপি-৩ মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ফতুল্লা গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব, বিকেএসপি-৪ তৃতীয় রাউন্ডের সূচি: ১৭ মার্চ, ২০২৪ আবাহনী লিমিটেড বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩ শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, ফতুল্লা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব বনাম সিটি ক্লাব, বিকেএসপি-৪ ১৮ মার্চ, ২০২৪ লিজেন্ডস অব রূপগঞ্জ বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৪  মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স, ফতুল্লা গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি বনাম পারটেক্স স্পোর্টিং ক্লাব, বিকেএসপি-৩  
০৭ মার্চ ২০২৪, ১৫:৩৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়