• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে বাধা লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা অর্থ লোপাটকারীদেরই উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) সভাপতি এ কে আজাদ।  শনিবার (৪ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪ উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। নোয়াব সভাপতি বলেন, দেশে দুর্নীতি বাড়ছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় দুর্নীতি বাড়ছে। এক মন্ত্রণালয়ের সঙ্গে আরেক মন্ত্রণালয়ের সমন্বয় না থাকায় জবাবদিহিও মিলছে না। এসব নিয়ে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা হয়রানির শিকার হন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে বিনা অনুমতিতে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নোয়াব ও সম্পাদক পরিষদ থেকে এর বিরুদ্ধে বিবৃতি দেওয়া হয়েছে। ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতিতে এ ধরনের পদক্ষেপ লোপাটকারীদেরই উৎসাহিত করবে। তিনি বলেন, বর্তমানে দেশে নয়টি আইন রয়েছে, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গণমাধ্যমের স্বাধীনতাকে প্রভাবিত করে। আরও তিনটি আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে আছে। এর পাশাপাশি প্রেস কাউন্সিল আইন সংশোধনের বিষয়টি ধরলে এমন আইনের সংখ্যা হবে ১৩। প্রেস কাউন্সিল আইন সংশোধনের খসড়া বারবার দেখতে চাওয়া সত্ত্বেও গণমাধ্যমের কাউকে দেখতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন সাংবাদিক নেতারা। রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলার প্রসঙ্গ টেনে এ কে আজাদ এরপর বলেন, ‘আমাদের প্রশ্ন হলো সাংবাদিকতা কি অপরাধ?’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহ্‌ফুজ আনাম। সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান ও দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফা মামুন। সভায় উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকেরা। 
০৪ মে ২০২৪, ১৭:১০

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ আলী মারা গেছেন
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ সময় বেলা ২টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক অ্যাটর্নি জেনারেল সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলীর ক্যান্সার ধরা পড়েছিল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলছিল। আজ তিনি ইন্তেকাল করেছেন। মোহাম্মদ আলী ১৯৮০ সালে হাইকোর্টে এবং ১৯৮৫ সালে আপিল বিভাগে অনুশীলনের জন্য তালিকাভুক্ত হন। ২০০১ সালের ২৩ অক্টোবর তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। ২০০৫ সালের ৩০ এপ্রিল দেশের ১২তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন।  ২৪ জানুয়ারি ২০০৭ সালে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন তিনি।  এ জে মোহাম্মদ আলী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। সবশেষ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটিতে তাকে সভাপতি করা হয়। বিএনপি সরকারের সময় তিনি দক্ষতার সঙ্গে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।  তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতাদের বহু মামলার আইনজীবী।  
০২ মে ২০২৪, ১৫:৩৮

সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
সংবাদপত্রের ডেস্কে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান বিজয়ী হয়েছেন। তবে এ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মনির আহমাদ জারিফ। তিনি ভোট পেয়েছেন ৫০৭টি। মঙ্গলবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। ঘোষিত ফলাফলে সভাপতি পদে ৩৫৯ ভোট পেয়ে মুক্তাদির অনিক বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম শহীদুল হক ২৩২ ভোট ও আবুল কালাম আজাদ পান ২২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে জাওহার ইকবাল খান ৪৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবীর আলমগীর পেয়েছেন ৩১৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শহীদ রানা ৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফিক অপু পেয়েছেন ৩২৯ ভোট। নির্বাচনে সহসভাপতি পদে আলী ইমাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনির আহমাদ জারিফ, কোষাধ্যক্ষ পদে নাজিম উদ-দৌলা সাদি, দফতর সম্পাদক পদে জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক পদে মীম ওয়ালী উল্লাহ এবং নারী বিষয়ক সম্পাদক পদে ফারজানা নাজনীন ফ্লোরা বিজয়ী হয়েছেন। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পী, আজুমান আরা মুন, জেসমিন জাহান, তানজিমুল নয়ন, মাশরেকা জাহান ও মোহাম্মদ আবু ইউসুফ বিজয়ী হয়েছেন।
৩০ এপ্রিল ২০২৪, ২১:৪০

ডিজাব’র নতুন সভাপতি আলমগীর, সম্পাদক আহম্মদ উল্লাহ
সশস্ত্র বাহিনী তথা প্রতিরক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) নির্বাচনে সভাপতি পদে দৈনিক সময়ের আলোর হেড অব নিউজ আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র রিপোর্টার আহম্মদ উল্লাহ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় এ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোট গণনা শেষে ডিজাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।  এসময় অপর দুই নির্বাচন কমিশনার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন ও ডিজাবের বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।  নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন এর আগে দুই দফায় ডিজাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। দুই বছর মেয়াদে ১৩ সদস্য বিশিষ্ট ডিজাব নির্বাহী কমিটির অন্যান্য পদে নবনির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে চ্যানেল আই'র বিশেষ প্রতিনিধি তারিকুল ইসলাম মাসুম, যুগ্ম সম্পাদক দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক দেশ টিভির সিনিয়র রিপোর্টার মিরাজ মিজু, অর্থ সম্পাদক বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক দৈনিক আজকালের খবরের ইসমাইল হোসেন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার কামাল হোসেন তালুকদার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ মাহমুদ খান এবং তিনজন নির্বাহী সদস্য যথাক্রমে বাংলা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এম এম বাদশা, মাইটিভির সিনিয়র রিপোর্টার রাকিবুল হাসান ও দ্য বিজনেস পোস্টের সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান রাব্বি। এর আগেই ডিজাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সংগঠনের বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওই এজিএমে ডিজাবের প্রায় সকল সদস্য উপস্থিত থেকে গঠনমূলক আলোচনা ও নানা সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্বাচন অনুষ্ঠানে ডিজাবের সাবেক সভাপতি মামুনুর রশিদসহ বেশকিছু অতিথি পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
৩০ এপ্রিল ২০২৪, ২০:৩৫

বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হৃদয়, সম্পাদক রাব্বী
বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিজয়নগর উপজেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হৃদয় আহমেদ। এর আগে, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত ১৫ সদস্য বিশিষ্ট বিজয়নগর উপজেলা শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন। কমিটিতে হৃদয় আহমেদকে সভাপতি, সাদ্দাম হোসেন, শেখ এমরানুল ইসলাম, সুহেল রানা, জাকারিয়া ভূইয়া, মো. আব্দুল্লাহ, শিপন ভূইয়াকে সহসভাপতি, গোলাম রাব্বানীকে (রাব্বী) সাধারণ সম্পাদক, হাবিব শাহিন, এইচ এম সুমন, আশরাফ চৌধুরী চাঁদ, শাখাওয়াত হোসেন হৃদয়কে যুগ্মসাধারণ সম্পাদক, আসাদ ভূঁইয়া, গোলাম আবু নিশাদ ও মো. সজীব ভূঁইয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে এক বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট বিজয়নগর উপজেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।  আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা ছাত্রলীগের কাছে জমা দিতে বলা হয়েছে।
৩০ এপ্রিল ২০২৪, ১৮:২৩

বিএসপিএ‘র সাবেক সভাপতি জিয়াউল হক আর নেই
দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সবচেয়ে সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), যা বাংলাদেশ ক্রীড়া-লেখক সমিতি নামে সুপরিচিত। সংগঠনটির সাবেক সভাপতি জিয়াউল হক (৮২) আর নেই।  সোমবার (২৯ এপ্রিল) বিকলে মিরপুরের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ এশা মিরপুর সাংবাদিক আবাসিক এলাকায় মসজিদুল ফারুকে নামাজে জানাজা শেষে কালশী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।  দীর্ঘ কর্মময় জীবনে জিয়াউল হক ক্রীড়া লেখালেখি ও সাংবাদিকতায় যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি দৈনিক ইত্তেফাকে সিনিয়র সহকারি সম্পাদকের দায়িত্ব পালন করেন। কাজ করেছেন দৈনিক পূর্বদেশসহ আরওি কয়েকটি জাতীয় দৈনিকে। জিয়াউল হক ১৯৮৮-১৯৯১ সাল পর্যন্ত সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।  জিয়াউল হক ক্রীড়াঙ্গনে শিশু-কিশোরদের নিয়ে কাজ করতেন। বাংলাদেশ শিশু-কিশোর ক্রীড়া পরিষদের বড় দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। ক্রীড়াঙ্গনের বাইরেও জিয়াউল হকের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব গুণাবলি বিকশিত হয়েছে সাংবাদিক সমাজে। জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটিতে ছিলেন। জিয়াউল হকের মৃত্যুতে বিএসপিএ’র কার্যনির্বাহী কমিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। বিএসপিএ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
২৯ এপ্রিল ২০২৪, ২৩:২৬

ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের সভাপতি সালমান, সম্পাদক প্রিজম
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সালমান রাহাত ও সাধারণ সম্পাদক হয়েছেন প্রিজম ফকির। শনিবার (২৭ এপ্রিল) সংগঠনের কাউন্সিল অধিবেশন শেষে ২৩ সদস্যের কমিটি নির্বাচিত করা হয়। কমিটির সহ-সভাপতি হয়েছেন জে এইচ সজল, শাহরিয়ার জামান ও তাহসিনা আক্তার তন্নি। এতে সহকারি সাধারণ সম্পাদক হয়েছেন আজিজুল খান আরমান ও সম্পাদক সাদিয়া ইমরোজ ইলা। নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন মেরাজ খান আদর, কোষাধ্যক্ষ জেরিন খান শশী, দপ্তর সম্পাদক শাখাওয়াত রুদ্র, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক রাব্বি রহমান, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক তাসবিদ ওসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শুভ সূর্য জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেদোয়ান, সাংস্কৃতিক সম্পাদক মেঘলা বর্মণ, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম নিলিময়, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আনন্দ চন্দ দাস। এ কমিটির সদস্য হয়েছেন শাহরিয়ার ইব্রাহিম মিমো, লাভলী হক ইব্রাহিম সিকদার ও তাহসান হাবিব সোয়াদ। এছাড়া পরবর্তীতে পূরণের জন্য দুটি পদ ফাঁকা রাখা হয়েছে।  এর আগে, ২৬ এপ্রিল বিকেল ৩টায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ’বন্ধু, এই মিছিলে হও আগুয়ান- সাত দশকের সঞ্চিত শক্তিতে ওড়াবোই মুক্তির বিজয় নিশান’ স্লোগানকে ধারণ করে সম্মেলনের উদ্বোধন করা হয়।  এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি দীপক শীল।  এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর এর সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন। র‍্যালির মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। উদ্বোধন শেষে পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
২৯ এপ্রিল ২০২৪, ১২:১৪

ঢাকাস্থ বগুড়া জার্নালিস্ট ফোরামের সভাপতি তুহিন, সম্পাদক হাবিব
ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন বগুড়া জার্নালিস্ট ফোরামের দুই বছরের জন্য নতুন কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে ।  শুক্রবার (২৬ এপ্রিল)  দুপুরে রাজধানীর একটি হোটেলে সংগঠনের সাবেক সভাপতি ফেরদৌস মামুনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন ফোরামের উপদেষ্টা রানা হাসান (কালবেলা) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম (বৈশাখী টিভি)। আরও বক্তব্য দেন উপদেষ্টা উত্তম চক্রবর্তী (জনকণ্ঠ) । অনুষ্ঠানের শুরুতেই সিনিয়র উপদেষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ অটল এর মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন রানা হাসান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক।  নবগঠিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি: এহসান পারভেজ তুহিন (সংবাদ প্রতিদিন), সহসভাপতি: প্রতীক ইজাজ (দেশ রুপান্তর), সুমন প্রমানিক (দৈনিক নাগরিক সংবাদ) সাধারণ সম্পাদক: মো. হাবিবুর রহমান (৭১ টিভি), যুগ্ম সম্পাদক: শাওন মাহফুজ (এনটিএন নিউজ), শামীমা আক্তার (দীপ্ত টিভি)। সাংগঠনিক সম্পাদক: ফয়সাল তিতুমীর (বিবিসি বাংলা), অর্থ সম্পাদক: বেলাল হোসেন (আমার সংবাদ), শিক্ষা ও সংস্কৃতি: অপূর্ব রুবেল (কালের কন্ঠ), প্রচার ও প্রকাশনা: আহমেদ জুয়েল (বাংলা নিউজ), নারী বিষয়ক সম্পাদক: বাবলী ইয়াসমিন (এটিএন নিউজ), দপ্তর: মামুনুর রশীদ (জনকন্ঠ), স্পোর্টস সম্পাদক: হুমায়ন কবীর রোজ (এখন টিভি), সমাজ কল্যাণ সম্পাদক: রেজাউল করিম (বিজনেস স্ট্যার্ন্ডাট) নির্বাহী সদস্য: ১. ফেরদৌস মামুন (গ্লোবাল টিভি) ২. রাশেদ মেহেদী ৩. আসিফ ইকবাল (মানবকন্ঠ) ৪. মাহমুদ শাওন (দীপ্ত টিভি) ৫. সাদিয়া কানিজ লিজা (আর টিভি) ৬. শাকিবুর রহমান (আর টিভি) ৭. মাজহারুল মিঠু (ইনডিপেন্ডেন্ট টিভি) ।
২৬ এপ্রিল ২০২৪, ২১:০৭

রুমা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার
বান্দরবানের রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বমকে সংগঠনের গঠনতন্ত্রবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক ও মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি পুলু ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্রবিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার করা হয়। উল্লেখ্য, তার বিরুদ্ধে উপজেলার বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী‌তে তথ্য প্রচার, চাঁদাবাজি, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
২৩ এপ্রিল ২০২৪, ১৪:৪৮

সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল, সম্পাদক ইয়াকুব 
নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা মো. বেলাল হোসাইন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি ইয়াকুব আল মাহমুদ। এছাড়াও সহ-সভাপতি পদে মো. সেলিম ও শাহজাহান আলম নির্বাচিত হয়। যুগ্ন-সাধারণ সম্পাদক মো. জসিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ ভূঁইয়া, কোষাধ্যক্ষ অনুপ সিংহ ভোটে নির্বাচিত হন। প্রচার প্রকাশনা সম্পাদক আবদুস সালাম মাসুদ, দপ্তর সম্পাদক টিএ সেলিম, কার্যকরী সদস্য আবুল কাশেম সামছুদ্দিন ও মাহফুজুর রহমান ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দিতা নির্বাচিত হয়। সকাল থেকে সোনাইমুড়ী প্রেসক্লাবের কার্যালয়ে আনন্দঘন পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন পরিচালনা কমিটি প্রফেসর সালাউদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিনের পরিচালনায় নির্বাচন পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা আ.লীগের সভাপতি মমিনুল হক বাকের, সোনাইমুড়ী পৌর মেয়র ভিপি নুরুল হক, সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, সোনাইমুড়ী যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান খলিল, সোনাইমুড়ী উপজেলা আ.লীগের নেতা হিরন পাটাওয়ারী, মেটলাইফ সোনাইমুড়ীর নাছের এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার আবু নাছেরসহ সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা ও বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্ধ। নির্বাচন পর্যাবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের বেগমগঞ্জ সংবাদদাতা সাইফুল ইসলাম
২২ এপ্রিল ২০২৪, ১৬:৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়