• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo
সাজেকে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রোমিও মারা গেছে
রাঙ্গামাটির সাজেকে আঞ্চলিক দুই দলের গোলাগুলিতে আহত সাত বছরের শিশু রোমিও ত্রিপুরা তিন মাস পর চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১২ ফেব্রুয়ারি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম গন্ডছড়া এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির ঘটনায় বাড়ির উঠানে থাকা রোমিও ত্রিপুরা তলপেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়।  মঙ্গলবার (৭ মে) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোমিও ত্রিপুরার বাবা ফবেন ত্রিপুরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম মেডিকেলে রাত ১১টায় তাকে পিআইসিইউতে রেফার্ড করেন চিকিৎসক। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পিআইসিইউতে কোনো সিট খালি ছিল না। তাই সেখানে থেকে অ্যাম্বুলেন্সে ডেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক লাইফ সাপোর্ট লাগবে বলে। কিন্তু ডেন্টাল হাসপাতালে লাইফ সাপোর্ট না থাকায় সেখানে থেকে এশিয়ান হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে রোমিও মারা যায়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার শিশু রোমিও ত্রিপুরার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সাজেকে দুর্গম গন্ডাছড়ায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে পাহাড়ি আঞ্চলিক দুই দলের গোলাগুলিতে রোমিও ত্রিপুরা আহত হয়। পরে বিজিবি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে সাজেক অস্থায়ী হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। পরে রাঙ্গামাটি জেলা প্রশাসক, খাগড়াছড়ি জেলা পরিষদ ও খাগড়াছড়ি সেনা রিজিওনের আর্থিক অনুদানে দীর্ঘ ৩ মাস চট্টগ্রাম মেডিকেলে ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের তত্ত্বাবধানে রোমিও ত্রিপুরার চিকিৎসা চলে।
১৬ ঘণ্টা আগে

শিশু সুফিয়াকে ধর্ষণের পর হত্যা, জড়িতদের ফাঁসি চায় এলাকাবাসী
নড়াইলে ৯ বছরের শিশু সুফিয়া ধর্ষণও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৬ মে) নিহতের গ্রাম কালিয়ার কাঞ্চনপুরে তার স্বজন, সহপাঠী ও এলাকাবাসী এসব কর্মসূচি নিয়ে রাস্তায় নামেন।  এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।   এই কর্মসূচিতে যোগ দিতে এদিন সকালে নিহত সুফিয়ার শোকার্ত স্বজন সহপাঠীসহ সর্বস্তরের মানুষ স্থানীয় বারইপাড়া কাঞ্চনপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন। সুফিয়া এই বিদ্যালয়েরই দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। সমবেত সকলে পরে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধনে সামিল হন। এ সময় সবার হাতে ছিল সুফিয়া ধর্ষণ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি সংবলিত ব্যানার ফ্যাস্টুন। অন্তত ৪০ মিনিট স্থায়ী মানববন্ধনে বক্তারা হৃদয় বিদারক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষণ ও খুনে জড়িতদের অবিলম্বে শনাক্তের দাবি জানিয়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। মানববন্ধন শেষে খুনিদের ফাঁসির দাবি জানিয়ে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  এ দিকে ঘটনায় জড়িতদের শনাক্তে নিজেদের তৎপরতার কথা জানিয়েছে পুলিশ।  এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো বুধবার (১ মে) সকালে ইটভাটা শ্রমিক বাবার জন্য ভাত নিয়ে নিজেদের কাঞ্চনপুরে গ্রামেরই সুপার ব্রিকসে যায় ৯ বছরের শিশু সুফিয়া। বাবাকে ভাত পৌছে দিতে পারলেও সেখান থেকে আর বাড়ি ফেরা হয়নি সুফিয়ার। পথিমধ্যে নির্জন এলাকায় তাকে ধর্ষণ ও হত্যা করে মরদেহ গুম করতে নবগঙ্গা নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। ঘটনার পরদিন সুফিয়াদের গ্রামের ৩ কিলোমিটার দূরে ইসলামপুরে নদী থেকে তার ভাসমান মরদহে উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্তে ধর্ষণের আলামত মিলেছে।
২০ ঘণ্টা আগে

শিশু হত্যার দায়ে সম্ভাব্য যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েল
গত বছরের ২৯ নভেম্বর। সেদিন বিকেলের দিকে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি ফিলিস্তিনি বাচ্চা ছেলে তাদের সামনের রাস্তায় খেলতে নেমে এসেছিল। ওখানে তারা প্রায়ই একসঙ্গে খেলত। কয়েক মিনিট পরেই ওই বাচ্চাদের মধ্যে দুজন ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে। নিহত ওই দুজন ছিল ১৫ বছর বয়সী বাসিল ও ৮ বছরের অ্যাডাম। জর্ডান নদীর পশ্চিম তীর বা ‘ওয়েস্ট ব্যাঙ্ক’ সামরিক দখলদারির অধীনে আছে বিগত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে। সেখানে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী কী ধরনের আচরণ করে থাকে, তা নিয়ে বিবিসির করা একটি তদন্তের অংশ হিসেবে যে দিন ওই বাচ্চাদুটি মারা যায়, সে দিন ঠিক কী কী ঘটেছিল তার ঘটনাক্রমগুলো জোড়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওই ঘটনাটি সংক্রান্ত যাবতীয় মোবাইল ফোন ও সিসিটিভি ফুটেজ, ইসরায়েলের সেনাবাহিনীর গতিবিধি নিয়ে তথ্য, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও ঘটনাস্থলের মাপজোখ-সহ বিস্তারিত পর্যবেক্ষণ – এগুলো সব একত্রিত করে যে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে তাতে ওই ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছিল বলেই প্রতীয়মান হয়। বিবিসি যে সব সাক্ষ্যপ্রমাণ পেয়েছে, তা দেখে জাতিসংঘের মানবাধিকার ও কাউন্টার-টেররিজম বিষয়ক বিশেষ প্রতিনিধি বেন সল পর্যন্ত বলেছেন, অ্যাডাম নামে বাচ্চাটির মৃত্যু ‘যুদ্ধাপরাধ’ বলেই মনে হচ্ছে। আরেকজন আইন বিশেষজ্ঞ ড: লরেন্স হিল-কওথর্ন বলেছেন, যেভাবে প্রাণঘাতী শক্তির প্রয়োগ করা হয়েছে তা ছিল ‘নির্বিচার’। ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে কোন পরিস্থিতিতে এই মৃত্যুগুলো ঘটেছে তা ‘পর্যালোচনা করা হচ্ছে’। তবে সেই সঙ্গেই তারা বলেছে, ‘লাইভ ফায়ার (আগ্নেয়াস্ত্র) তখনই ব্যবহার করা হয় যখন কোনও আশু বিপদের মোকাবিলা করতে হয়। এছাড়া কাউকে গ্রেফতার করার সময় অ্যারেস্ট প্রোটোকল অনুযায়ী বাকি সব উপায় বন্ধ হয়ে গেলে তখনও করা হয়।’ গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের চালানো হামলার পর থেকে পশ্চিম তীরেও সহিংসতা তীব্র আকার নিয়েছে। সেখানে ফিলিস্তিনিদের বাড়িতে গ্রাফিতি এঁকে ভাঙচুর চালানো হচ্ছে, বেসামরিক ফিলিস্তিনিদের অস্ত্র দিয়ে ভয় দেখানো হচ্ছে আর ওই এলাকা ছেড়ে প্রতিবেশী জর্ডানে চলে যেতে বলা হচ্ছে এবং ফিলিস্তিনি একজন বন্দুকধারীর দেহ খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে – বিবিসি এগুলোরও প্রমাণ পেয়েছে। ২৯ নভেম্বরের ভিডিও ফুটেজে দেখা গেছে বাসিল দাঁড়িয়ে ছিল একটি হার্ডওয়ার দোকানের সামনে, যেটির শাটার নামানো ও তালা বন্ধ করা ছিল। পশ্চিম তীরের জেনিন শহরে যখনই ইসরায়েলি সেনা আসে, আশেপাশের দোকানগুলো হুড়মুড় করে বন্ধ হয়ে যায়। পশ্চিম তীর কিন্তু গাজার মতো হামাস নিয়ন্ত্রিত এলাকা নয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাছেই জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর চালানো অভিযান থেকে আসা গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। লিওনেল মেসির বিরাট ভক্ত আর ফুটবল-পাগল অ্যাডাম দাঁড়িয়ে ছিল তার বড় ভাই বাহার সঙ্গে, যার বয়স ১৪। সে দিন রাস্তায় মোট ন’টির মতো ছেলে ছিল, যাদের সবাইকে সিসিটিভি ক্যামরার ফুটেজে দেখা গেছে। এরপর যা ঘটেছিল, ওই ক্যামেরাতে তার প্রায় ৩৬০-ডিগ্রি ভিউও ধরা পড়েছে। কয়েকশো মিটার দূরে তখন গোটাছয়েক সশস্ত্র ইসরায়েলি সামরিক যানের একটি বহর ছিল। হঠাৎই অভিমুখ পাল্টে ওই সেনা বহরটি বাচ্চাগুলোর দিকে এগিয়ে আসতে থাকে। ওই বাচ্চারা স্পষ্টতই অস্বস্তিতে ভুগতে শুরু করে, কয়েকজন দূরেও সরে যেতে থাকে। ঠিক এই মুহুর্তে তোলা মোবাইল ফোনের ফুটেজে পরে দেখা গেছে একটি সশস্ত্র সেনা যানের সামনের দরজাটি খুলে যায়। ভেতরে যে সেনা সদস্য ছিল তার একেবারে চোখের সামনে চলে আসে বাচ্চাগুলো। বাসিল তখন রাস্তার একেবারে মাঝখানে, আর অ্যাডাম ওই সৈন্যদের থেকে মাত্র ১২ মিটার দূরে – দৌড়ে পালাচ্ছে। পরে ঘটনাস্থল পরীক্ষা করে বিবিসি দেখতে পেয়েছে ওই বুলেটগুলো অনেকটা এলাকা জুড়ে আঘাত করে। চারটি বুলেট আঘাত করে একটি ধাতব পোলে, দুটি বুলেট হার্ডওয়ার স্টোরের শাটারে লাগে, পার্ক করা একটি গাড়ির বাম্পার ফুঁড়ে চলে যায় একটি বুলেট – এবং আরও একটি ছেদ করে দেয় একটি হ্যান্ডরেইল। বিবিসির হাতে পরে যে মেডিক্যাল রিপোর্ট এসেছে তাতে দেখা গেছে দুটি গুলি সোজা একদম বাসিলের বুক ভেদ করে দেয়। আর একটি গুলি আট বছর বয়সী অ্যাডামের মাথার পেছন দিকে এসে লাগে, কারণ সে দৌড়ে পালাচ্ছিল। তার বড় ভাই বাহা মরিয়া হয়ে তাকে টেনে আড়াল করার চেষ্টা করেছিল ... রাস্তায় রক্তের ধারা বয়ে যায়, বাহা চিৎকার করে একটা অ্যাম্বুলেন্স ডাকার চেষ্টা করে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাহা পরে বলেছে, অ্যাডাম আর তার বন্ধু বাসিল তার চোখের সামনে মারা যায়। “আমি একদম হতবিহ্বল হয়ে পড়েছিলাম। নিজের কথা তখন আমার মনেই নেই, আমি শুধু ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে যাচ্ছি। ‘অ্যাডাম, অ্যাডাম’ বলে কত ডাকলাম – কিন্তু ওর প্রাণ ততক্ষণে শরীর ছেড়ে চলে গেছে, ও আর সাড়াই দিল না!”, চোখের জলে ভাসতে ভাসতে বাহা পরে বিবিসিকে বলেছে। গুলিবিদ্ধ হওয়ার ঠিক আগে বাসিলের ছবিতে দেখা গেছে সে কিছু একটা হাতে ধরে ছিল। জিনিসটা ঠিক কী তা অবশ্য স্পষ্ট নয়। আইডিএফ পরে ঘটনাস্থলে নেওয়া একটি ছবি শেয়ার করেছে, এবং তারা বলেছে ওই জিনিসটি ছিল বিস্ফোরক-ভরা বা এক্সপ্লোসিভ ডিভাইস। আইডিএফ বলছে, বন্ধু বাহার (ডানদিকে) সঙ্গে যখন বাসিল (বাঁয়ে) রাস্তায়, তখন বাসিলের হাতে বিস্ফোরক ছিল। ঘটনাস্থল পরীক্ষা করে আমরা যে সব সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করেছি তা বেশ কয়েকজন স্বাধীন বিশেষজ্ঞকে দেখানো হয়েছে, যাদের মধ্যে মানবাধিকার আইনজীবীরা, যুদ্ধাপরাধের তদন্তকারী ও একজন কাউন্টার-টেররিজম বিশেষজ্ঞও ছিলেন। এছাড়া জাতিসংঘ-সহ বিভিন্ন নিরপেক্ষ সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও তা শেয়ার করা হয়েছে। অনেকে তাদের মতামত দিয়েছেন নিজের নাম প্রকাশ না-করার শর্তে। এই বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে এই ঘটনার তদন্ত হওয়া উচিত। কয়েকজন আবার আরও এক ধাপ এগিয়ে বলেছেন, দেখে মনে হচ্ছে এখানে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে। জাতিসংঘের মানবাধিকার ও কাউন্টার-টেররিজম বিষয়ক স্পেশাল র‍্যাপোর্টিয়র বেন সল বলেছেন, বাসিল যদি কোনও এক্সপ্লোসিভ ডিভাইস হাতে ধরে থাকে, তাহলে তার ক্ষেত্রে আইনসম্মতভাবে প্রাণঘাতী শক্তির প্রয়োগ করা হয়েছে কি না সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
০৬ মে ২০২৪, ১৮:১৬

ভিক্ষাবৃত্তির জন্য শিশু নোমানের আঙুল পুড়িয়ে দেওয়া হয়
৮ মাস বয়সী আব্দুল্লাহ আল নোমান নামে এক শিশুকে অপহরণ করে পঙ্গু বানিয়ে ভিক্ষাবৃত্তির জন্য পুড়িয়ে দেওয়া হয় হাতের পাঁচ আঙুল। বুধবার (৩০ এপ্রিল) ময়মনসিংহের চায়না মোড় থেকে ২৯ দিন পর শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণ মামলার প্রধান আসামি আইরিনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২ মে) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের উপ-কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাব মো. শামছুর রহমান। পুলিশের এ উপ-কমিশনার জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে পঙ্গু করে শিশুদের ভিক্ষাবৃত্তিতে নামানোর অভিযোগ বেশ পুরোনো। সারাদেশে বিকলাঙ্গ শিশুদের ভিক্ষার নামে ব্যবসা করাচ্ছে এক শ্রেণির অসাধু চক্র। এরই ধারাবাহিকতায় শিশু নোমানকে অপহরণ করা হয়। তিনি জানান, শিশু নোমানের বাবা পেশায় পোশাক শ্রমিক। তিনি গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করেন। কর্মের সুবাদে পরিবার নিয়ে শিশু নোমানের পিতা মোক্তার হোসেন দীর্ঘদিন ধরে নাওজোড় এলাকার ফরিদ মিয়ার ভাড়া বাসায় বসবাস করছেন। গত ৩ এপ্রিল বাসা থেকে একই বাসার ভাড়াটিয়া আইরিন নামের এক মহিলা ওই শিশুকে চুরি করে পালিয়ে যান। তখন শিশুটির পিতা বাদী হয়ে বাসন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও শিশুটিকে পুলিশ উদ্ধার করতে পারেনি। তবে আইরিনের স্বামী মো. আবু সাঈদকে (সুমন) কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুরি হওয়ার একমাস পর আসামি আইরিনকে ১ মে ময়মনসিংহের চায়না মোড় থেকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত শিশু নোমানকেও উদ্ধার করা হয় তার কাছ থেকে। অপহরণকারী আইরিন শিশুটিকে নিয়ে ছদ্মবেশে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন। আবু তোরাব মো. শামছুর রহমান বলেন, অভিযুক্ত আইরিন শিশু নোমানকে দিয়ে তিনি ভিক্ষাবৃত্তি করানোর কথা স্বীকার করেছেন। 
০২ মে ২০২৪, ২৩:২৭

৮ মাসের শিশু অপহরণের ২৯ দিন পর উদ্ধার
গাজীপুরে ৮ মাসের শিশু অপহরণের ২৯ দিন পর উদ্ধারসহ আসামি আইরিনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার (২ মে) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ শামছুর রহমান। অপহরণকারী আইরিন কুড়িগ্রাম জেলার উলিপুর থানার অন্ততপুর গ্রামের আফজাল হোসেনের মেয়ে। পুলিশ জানায়, গত ৩ এপ্রিল শিশুটির মা সন্তানকে গোসল করিয়ে রুমে রেখে কাপড় ধোয়ার জন্য গোসলখানায় যান। ফিরে এসে রুমে সন্তানকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে খুঁজে না পেয়ে জিএমপির বাসন থানায় পাশের রুমের ভাড়াটিয়া আইরিনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে বুধবার বিকেল থেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অভিযান পরিচালনা করে বাসন থানা পুলিশ। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে শহরের চায়না মোড় এলাকা থেকে অপহরণকারী আইরিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইরিনের হেফাজত থেকে ৮ মাসের শিশু আব্দুল্লাহ আল নোমানকে উদ্ধার করে তার মা বাবার কাছে বুঝিয়ে দেয় পুলিশ। এর আগে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বগুড়া থেকে আইরিনের স্বামী আবু সাঈদ ওরফে সুমনকে গ্রেপ্তার করে জিএমপি বাসন থানা পুলিশ।
০২ মে ২০২৪, ১৯:১৯

৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, মূলহোতা গ্রেপ্তার
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় তৃতীয় শ্রেণি পড়ুয়া ৯ বছরের শিশু তাজরিন সুলতানা ঝুমুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত আসামি মফিজুল ইসলাম মফু সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। বুধবার (১ মে) বেলা ১১টায় কুমিল্লা নগরীর শাকতলায় র‍্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক তানভীর মাহমুদ পাশা। সংবাদ সম্মেলনে তানভির মাহমুদ পাশা বলেন, সোমবার (২৯ এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযানে গত ৩০ এপ্রিল রাতে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ফেরুয়া বাজার এলাকা থেকে ধর্ষক ও হত্যাকারী মফিজুল ইসলাম মফুকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তানভির মাহমুদ পাশা বলেন, নিহত শিশু গ্রেপ্তারকৃত আসামির প্রতিবেশী। এই সুযোগকে কাজে লাগিয়ে গ্রেপ্তারকৃত আসামি মফিজুল তার অসৎ কামনা চরিতার্থ করার জন্য ঘটনার দিন সকাল পৌনে ১০টায় ঘটনাস্থলের পাশের রাস্তায় ভিকটিমের আসার অপেক্ষায় ওৎ পেতে থাকে। ভিকটিম স্কুল থেকে বাসায় ফেরার উদ্দেশ্যে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে গ্রেপ্তারকৃত আসামি ভিকটিমকে কৌশলে রাস্তার পাশের ধানখেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ভিকটিম চিৎকার করার চেষ্টা করলে আসামি মফিজুল ভিকটিমের মুখ ও গলা চেপে ধরে। এতে ভিকটিম শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। অতঃপর আসামি মফিজুল ভিকটিমের কোনো নড়াচড়া দেখতে না পেয়ে ভিকটিমের কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে ভিকটিমের মা ও অন্যান্য লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের মরদেহ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়।  এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।  উল্লেখ্য, সোমবার (২৯ এপ্রিল) কুমিল্লা সদর দক্ষিণ থানার খিলপাড়া গ্রামে নয় বছরের শিশু তাজরিন সুলতানা ঝুমুকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণ করে হত্যা করা হয়। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সদর দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
০১ মে ২০২৪, ১৬:৫৬

তীব্র তাপপ্রবাহে ছুটি বাড়ালো শিশু একাডেমি
তীব্র তাপপ্রবাহের কারণে শিশু একাডেমির সব ধরনের প্রশিক্ষণ ও শ্রেণি কার্যক্রম আগামী ৫ মে (রোববার) পর্যন্ত বাড়ানো হয়েছে। রমজান ও ঈদের ছুটি শেষে গত ২৫ এপ্রিল বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ ও ক্লাস শুরু হওয়ার কথা ছিল।  মঙ্গলবার (৩০ এপ্রিল) শিশু একাডেমির সহকারী পরিচালক আমির হোসেন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ের সাংস্কৃতিক প্রশিক্ষণ ক্লাসের ২০২৪ শিক্ষাবর্ষের সিনিয়র ও জুনিয়র শাখার সব প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষণার্থীর জানানো যাচ্ছে যে, সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি ছাত্র-ছাত্রীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় সব প্রশিক্ষণ ক্লাসের ছুটি আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত করা হলো। তবে এ সময়ের মধ্যে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে। 
০১ মে ২০২৪, ১১:৫২

মা-বাবার ঝগড়া থামাতে থানায় হাজির শিশু
প্রায়ই ঝগড়া করেন বাবা-মা। তাই বিরক্ত হয়ে মা-বাবার ঝগড়া থামাতে অভিযোগ নিয়ে থানায় হাজির হয়েছে সিয়াম নামে এক শিশু।  রোববার (২৮ এপ্রিল) দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় উপস্থিত হয় সে। সিয়াম সরাইল উপজেলার প্রাতবাজার এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে। জানা যায়, দুপুর ২টার দিকে সরাইল থানায় উপস্থিত হয় সিয়াম। থানায় বসেই তার কথা শোনেন ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম। শিশু সিয়াম তার বাবা-মায়ের প্রতি অভিযোগ দেওয়ার পাশাপাশি এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পুলিশের সহযোগিতা কামনা করে। বিষয়টি সমাধানে উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিয়ে তার বাড়িতে যান। ডেকে পাঠান তার বাবাকে। একই সঙ্গে বাড়িতে থাকা তার মাকেও থাকতে বলেন। পরে সিয়ামের উপস্থিতিতে মা-বাবাকে আর ঝগড়া না করার অঙ্গীকার করানো হয়। ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুরে হঠাৎ করেই শিশুটি এসে থানায় হাজির হয়। সে তার বাবা মায়ের প্রতি বিরক্ত প্রকাশ করে ও নানা অভিযোগ করে। তার কথা শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। সিয়ামের বাবা মা জানিয়েছেন, তার আর কখনও ঝগড়া করবেন না। এতে তাদের সন্তানও বেশ খুশি হয়।
৩০ এপ্রিল ২০২৪, ২২:০৩

এপ্রিলে বেড়েছে নারী ও শিশু নির্যাতন
চলতি বছরের এপ্রিল মাসে নারী ও শিশুর প্রতি নির্যাতন বেড়েছে। এপ্রিলে মোট ২৭৮টি নির্যাতনের ঘটনা ঘটে; যা আগের মাস মার্চের তুলনায় ৩১টি বেশি। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এতে বলা হয়, এপ্রিল মাসে নারী ও শিশুর ওপর সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। আর সাইবার নিরাপত্তা আইন প্রবলভাবে সমালোচিত। এ আইনে মামলার নামে হয়রানি কমেনি। ধারাবাহিকভাবে এর অপব্যবহার বেড়েই চলেছে। এপ্রিলে এই আইনে দুটি মামলায় হয়েছে। গ্রেপ্তার হয়েছেন একজন। এ সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নিপীড়নের ৩১টি ঘটনা ঘটেছে। প্রতিবেদন অনুযায়ী এপ্রিলে ৩৮টি ধর্ষণ, ১৫টি দলবদ্ধ ধর্ষণ, তিনটি ধর্ষণের পর হত্যা, ৬৭টি আত্মহত্যা, ৩৮টি শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ছাড়া গণপিটুনির ১০ ঘটনায় ৯ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। এ ছাড়া এপ্রিল মাসে কারা হেফাজতে ১০ জন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে দুই জনের মৃত্যু হয়েছে। কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে চারজন। মাসটিতে ৪২টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। একইসঙ্গে ৫৮টি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার হয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) দেশের ১২টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে। প্রায় প্রতিটি ঘটনার ক্ষেত্রেই স্থানীয় হিউম্যান রাইটস ডিফেন্ডারদের মাধ্যমে তা যাচাই করা হয়েছে।
৩০ এপ্রিল ২০২৪, ২১:২৫

চার ঘণ্টা পর অভিযান স্থগিত, উদ্ধার হয়নি লেকে ডুবে যাওয়া শিশু
রাজধানীর মহাখালীতে যক্ষ্মা হাসপাতালের (টিবি) গেট এলাকায় লেকের পানিতে পড়ে নিখোঁজ শিশু রিয়ার সন্ধান পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তাই রাতে অভিযান স্থগিত করা হয়। সোমবার (২৯ এপ্রিল) সকল থেকে ফায়ার সার্ভিস আবারও অভিযান চালাবে বলে জানা গেছে। এর আগে, রোববার (২৮ এপ্রিল) রাত ৭টা ৫০ মিনিটে শিশুটির নিখোঁজের খবর পায় ফায়ার সার্ভিস। শিশুটির সন্ধান না পেয়ে রাত ১২টার অভিযান স্থগিত করা হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল হাসান এ তথ্য জানান। এ বিষয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বলেন, ফাতেমা নামে আরেক শিশুর কাছে জানতে পারি তার সঙ্গে রিয়া নামের এক শিশু ছিল। তারা দুজনই ভিক্ষাবৃত্তি করে। রিয়া ব্রিজের ওপর থেকে লেকের পানিতে পড়ে যায়। তার বয়স আনুমানিক ছয় বছর। এর আগে, রোববার (২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে শিশু রিয়া পানিতে পড়ে যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, তাদের ডুবুরি দলের সদস্যরা শিশুটিকে উদ্ধারে কাজ করছে। শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি। রাত সাড়ে ১১টায় তল্লাশি স্থগিত করা হয়। আজ সকাল থেকে আবার তল্লাশি শুরু হবে। বনানী থানার এসআই সাইদুল ইসলাম বলেন, ফাতেমা নামে আরেকটি শিশুর কাছে জানা যায় নিখোঁজ শিশুর পরনে ছোট প্যান্ট ও গেঞ্জি ছিল। তবে শিশুটির বাসা কোথায় তা জানে না ফাতেমা।
২৯ এপ্রিল ২০২৪, ১০:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়