• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
ঈদের আগে ট্রেনের শিডিউল বিপর্যয়
সাধারণত ঈদের ছুটির আগে ও পরে শিডিউল বিপর্যয় বা ট্রেন বিলম্বে ছাড়ে। আগামী ৩ এপ্রিল থেকে ঈদ উপলক্ষে ট্রেনের বিশেষ যাত্রা শুরু হবে। কিন্তু তার আগেই কমলাপুর স্টেশন থেকে বিলম্বে চলছে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো।  রোববার (৩১ মার্চ) সকালে ঢাকা কমলাপুর স্টেশনে সরেজমিনে এ চিত্র দেখা যায়। দেখা গেছে, ঢাকা কমলাপুর স্টেশনের অন বোর্ড স্ক্রিনে লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ঢাকা ছেড়ে যায়নি। তবে ট্রেনটিকে ৬ নম্বর প্লাটফর্মে রাখা হয়েছে; রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ঢাকা ছেড়ে যায়নি। তবে ট্রেনটিকে ২ নম্বর প্লাটফর্মে রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার (৩৪) সকাল ৯টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ঢাকা ছেড়ে যায়নি। তবে ট্রেনটিকে ৩ নম্বর প্লাটফর্মে রাখা হয়েছে এবং পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (৭০৫) সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ঢাকা ছেড়ে যায়নি। তবে ট্রেনটিকে কোনো প্লাটফর্ম নম্বর দেওয়া হয়নি।   এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিলম্ব করার কোনো সুনির্দিষ্ট কারণ নেই। এই ট্রেনগুলো ঢাকায় বিলম্বে এসেছে, তাই বিলম্বে ছেড়ে যাচ্ছে। ইতোমধ্যে বুড়িমারী ও রংপুর এক্সপ্রেস লাইনে আছে, ছেড়ে যাবে। অন্যগুলোও কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে। ঈদ উপলক্ষে সারাদেশের বিভিন্ন রুটে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
৩১ মার্চ ২০২৪, ১৯:৫০

শিডিউল বিপর্যয়ের ঝুঁকিতে মেট্রোরেল
বিদ্যুতের ঘাটতি ও সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে শিডিউল বিপর্যয়ের ঝুঁকিতে পড়েছে মেট্রোরেল। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শিডিউল অনুযায়ী মেট্রোরেল পরিচালনায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনে দায়িত্বে থাকা এএসআই মাহদি হাসান জানিয়েছেন, মেট্রোরেলে বিদ্যুতের ঘাটতি হওয়ার কারণে আজকে এমনটা হয়েছে। এই সমস্যার স্থায়িত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা ২ মিনিটেও ঠিক হতে পারে আবার ২ ঘণ্টাও লাগতে পারে।   আরও জানা যায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ট্রেন চলাচল শুরুর পর চারটি ট্রিপ শেষে শিডিউলের এই সমস্যা দেখা দেয়। তবে মেট্রো চলাচল স্থগিত করা হয়নি। মেট্রোরেলের একজন নিয়মিত যাত্রী নাসিমা খাতুন। তিনি জানান, সকাল ৭টা ৩০ মিনিটে শাহবাগ যাওয়ার জন্য মিরপুর-১০ স্টেশনে অপেক্ষা করছিলেন। ট্রেন আসে ৮টা ১৩ মিনিটে। কিন্তু যাত্রীর উপচেপড়া ভিড়ের কারণে তিনি তাতে উঠতে পারেননি। পরের ট্রেনটি আসে আরও ১০ মিনিট পর। এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) শেওড়াপাড়া বা কাজীপাড়া এলাকায় মেট্রোর তারে ঘুড়ি জড়িয়ে পড়ায় মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে সমস্যার সমাধান করে চলাচল শুরু হয়।   এর আগে, গত ৪ ফেব্রুয়ারি মিরপুর-১১ নম্বর স্টেশনে সমস্যার কারণে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। কারণ হিসেবে সিগন্যাল সিস্টেমে অসুবিধার কথা বলেছিলেন ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বে থাকা কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া। এদিকে রাজধানীতে মেট্রোর যাত্রার পর বিদ্যুৎ লাইনে তার পড়া এবং ফানুস আটকে থাকাসহ বিভিন্ন কারণে বেশ কয়েকবার চলাচল বিঘ্নিত হয়েছে।    
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৭

অনেক প্রথমের ২০২৬ বিশ্বকাপ : শিডিউল ঘোষণা
ফিফা বিশ্বকাপ ২০২৬ ; বদলে দিতে যাচ্ছে ফুটবলের ইতিহাস। নতুন ধাঁচের বৈশ্বিক এক টুর্নামেন্টের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে-কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। আর প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে। খুব স্বাভাবিকভাবেই বাড়ছে বিশ্বকাপের ব্যাপ্তি ও ম্যাচের সংখ্যাও। ৩০-৩২ দিনের বদলে আগামী বিশ্বকাপ হবে ৩৯ দিনের, ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০৪টিতে! সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্বকাপের শিডিউল ঘোষণার অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এ সময় কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে, জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামী ১১ জুন মেক্সিকোর আজকেতা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। আজকেতা স্টেডিয়ামের চেয়ে বেশি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার সৌভাগ্য হয়নি বিশ্বের অন্য কোনো ভেন্যুর। ১৯৭০ সালে সেখানেই ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল, পেলে জিতেছিলেন তার তৃতীয় বিশ্বকাপ। এর ১৬ বছর পর এই স্টেডিয়ামেই ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে হয়ে উঠেছিলেন ফুটবল ইতিহাসে সর্বকালের সেরাদের একজন। ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল ছাড়াও এই দুই বিশ্বকাপ মিলিয়ে আরও ১৭টি ম্যাচ হয়েছে মেক্সিকোর এই বিখ্যাত স্টেডিয়ামে। ২০২৬ এ হবে বিশ্বকাপের ২৩তম আসরের উদ্বোধনী ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচ। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে যুক্তরাষ্ট্রের ডালাস ও আটলান্টা শহরে। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ হবে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি শহরে। আর ১৯ জুলাই  নিউইয়র্ক শহরের নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। ৩৯ দিনের এই আসরে ১০৪টি ম্যাচ হবে তিনটি আলাদা দেশে; যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে। ১২ জুন লস এঞ্জেলসে হবে যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ, একই দিন টরোন্টোতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কানাডা। যুক্তরাষ্ট্রের ডালাস শহরে হবে ৯টি ম্যাচ। 
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৪

ঘন কুয়াশায় ঢাকাগামী ১২ ফ্লাইটের শিডিউল বিপর্যয়, দুটি নামল কলকাতায় 
ঘন কুয়াশার কারণে ঢাকাগামী ১২টি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। সেইসঙ্গে রাজধানীর শাহজালাল বিমানবন্দরগামী দোহা ও দাম্মাম থেকে আসা দুইটি ফ্লাইট ভারতের কলকাতায় অবতরণ করেছে। রোববার (১৪ জানুয়ারি) সকালে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। আন্তর্জাতিক ফ্লাইট রাডার সিস্টেমস পর্যালোচনায় দেখা যায়, কাতারের দোহা থেকে ঢাকায় সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারলাইন্সের কিউআর-৬৪২ ফ্লাইটটি অবতরণের কথা ছিল। একইসঙ্গে ৯টার দিকে দাম্মাম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫০ ফ্লাইটটিও অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে ঢাকার আকাশ থেকে ফিরে গিয়ে ফ্লাইট দুটি অবতরণ করে কলকাতায়।   একই কারণে সঠিক সময়ে অবতরণ করতে পারেনি বিভিন্ন এয়ারলাইন্সের আরও ১২টি আন্তর্জাতিক ফ্লাইট। দৃষ্টিসীমা কমে আসায় দেরিতে উঠানামা করছে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো।    এর আগে শুক্রবারও (১২ জানুয়ারি) দাম্মাম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫০ ফ্লাইট ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে নামতে ব্যর্থ হয়ে কলকাতায় অবতরণ করে।   এ ছাড়া গত ৩ জানুয়ারি দিবাগত রাত ২টা থেকে ৪ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ১৩টি ফ্লাইট। এগুলোর মধ্যে ৭টি ফ্লাইট ভারতের কলকাতা ও হায়দরাবাদ অবতরণ করে। বাকি ৬টি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।   কুয়াশার কারণে গত ডিসেম্বর থেকেই বেশ কয়েকবার ঢাকাগামী ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটছে। বিভিন্ন সময় ফ্লাইট ডাইভার্ট হয়ে অবতরণ করছে অন্যান্য বিমানবন্দরে।  
১৪ জানুয়ারি ২০২৪, ১৫:৩২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়