• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
বাগেরহাটের মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় রাহেলা বেগম (৬৫) নামের এক ভ্যানযাত্রী ও আজাহার মুন্সি (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।  বুধবার (২৪ এপ্রিল) সকালে মোল্লাহাট উপজেলার হাসপাতাল-বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহত ভ্যানযাত্রী রাহেলা বেগম ভান্ডারখোলা গ্রামের মৃত আলী আকবর মোল্লার স্ত্রী ও ভ্যানচালক আজাহার মুন্সি কাহালপুর পূর্ব পাড়া আকবর মুন্সির ছেলে। নিহতের স্বজনরা জানান, ভ্যানযাত্রী রাহেলা বেগম জামাইয়ের বাড়ি সিঙ্গাতী যাচ্ছিলেন ভ্যানে। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রলি তাদের চাপা দেয়। এতে দুর্ঘটনা স্থলেই মৃত্যু হয় যাত্রী রাহেলা বেগমের। এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ভ্যানচালক আজাহার মুন্সির। বিষয়টি নিশ্চিত করে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম জানান, মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বালুবাহী ট্রলি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
২৪ এপ্রিল ২০২৪, ২১:১৩

লালমনিরহাটে বালুবাহী ডাম্পট্রাকের ধাক্কায় নিহত ২
লালমনিরহাটের হাতীবান্ধায় বালুবাহী ডাম্পট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার দিঘিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ভ্যানে থাকা ছয় যাত্রী গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে মারা যান আব্দুল কাইয়ুম (৭০) নামের এক ব্যক্তি। আর রোববার (২১ এপ্রিল) সকাল ১০টায় জুলেখা বেগম (৫০) নামের একজনের মৃত্যু হয়। নিহত জুলেখা বেগম মধ্য গড্ডিমারী গ্রামের হানিফ আলীর স্ত্রী। নিহত আব্দুল কাইয়ুম ও জুলেখা বেগম সম্পর্কে শ্যালিকা-দুলাভাই। স্থানীয়রা জানান, উপজেলার ধুবনী গ্রামের নিহত আব্দুল কাইয়ুমের ভাগনে আনোয়ার হোসেন রংপুরে মারা যান। তার মরদেহ দাফন করতে রংপুরের উদ্দেশ্যে পরিবারের সবাই ভ্যানযোগে উপজেলা আসছিলেন। পথে দিঘিরহাটে অবস্থিত সড়কে পৌঁছালে বুড়িমারী থেকে ছেড়ে আসা বিপরীতমুখী একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি চাপা দেয়। এতে ভ্যানে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন। এ সময় চালক পালিয়ে গেলেও ট্রাকসহ হেলপারকে স্থানীয় লোকজন আটক করেন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হলে চিকিৎসক তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে আব্দুল কাইয়ুম (৭০) ও রোববার সকাল ১০টায় জুলেখা বেগম (৫০) মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন। তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। এ ঘটনায় হেলপার ও ট্রাক আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২১ এপ্রিল ২০২৪, ১৮:১৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়