• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
বিশ্বকাপ জিতলে কোটি টাকা পুরস্কার পাবেন বাবর-রিজওয়ানরা
আর মাত্র ২৫ দিন পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। জমজমাট এই আসরকে সামনে রেখে ক্রিকেটারদের নানানভাবে উজ্জীবিত করার চেষ্টা করছে ক্রিকেট বোর্ডগুলো। এর মধ্যে চমকপ্রদ এক ঘোষণা দিয়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরা যদি আসন্ন এই বিশ্বকাপের শিরোপা জিততে পারেন, তাহলে দলের প্রত্যেক ক্রিকেটারকে ১ লাখ ডলার করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১ কোটি সাড়ে ৯ লাখ টাকা। রোববার (৫ মে) গাদ্দাফি স্টেডিয়ামে যান মহসিন নকভি। সেখানে ক্রিকেটার ও বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন পিসিবি চেয়ারম্যান। তাদের সঙ্গে প্রায় ২ ঘণ্টা ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মহসিন। পরে ক্রিকেটারদের উজ্জীবিত করার জন্য দারুণ এই ঘোষণা দেন তিনি। এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করায় মোহাম্মদ রিজওয়ানকে বিশেষ ধরনের সবুজ জার্সি উপহার দেন মহসিন নকভি। একই জার্সি নাসিম শাহকেও দিয়েছেন তিনি। কারণ, পেসার নাসিম শাহ নিউজিল্যান্ড সিরিজে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছিলেন। এখনও বিশ্বকাপের দল ঘোষণা করেনি পাকিস্তান। তবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজে জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। এখান থেকেই বিশ্বকাপের জন্য ১৫ জনকে বেছে নেওয়া হবে।
১০ ঘণ্টা আগে

‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার জিতে যা বললেন মিথিলা
রাফিয়াত রশিদ মিথিলা। দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারতেও তিনি ছড়িয়েছেন অভিনয়ের দ্যুতি। স্বীকৃতিস্বরূপ এবার পেলেন ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার। ভারতের মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতে গণমাধ্যমের কাছে ব্যক্ত করেছেন নিজের প্রতিক্রিয়া। মিথিলা বলেন, যেকোনো সম্মাননা কিংবা পুরস্কারই আনন্দের এবং অনুপ্রেরণার। আর ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার তো বেশ মর্যাদাপূর্ণ। নিজ দেশের বাইরে এমন পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে। তিনি আরও বলেন, পুরস্কার প্রদানের সময় আমি দিল্লিতে ছিলাম না। অফিসের কাজে কানাডায় অবস্থান করছিলাম। সে কারণে আমার পক্ষ থেকে আমার সিনেমার টিম পুরস্কারটি গ্রহণ করে। প্রসঙ্গত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে ‘ও অভাগী’ সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তিনি। আর এই সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলে নিলেন রাফিয়াত রশিদ মিথিলা। ‘ও অভাগী’ সিনেমায় মিথিলা ছাড়াও আরো অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার প্রমুখ।
০৪ মে ২০২৪, ২১:৩২

বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা পুরস্কার জিতলেন ফিলিস্তিনি সাংবাদিকরা
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো আয়োজিত এবারের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা পুরস্কার (ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ) জিতেছেন ফিলিস্তিনের সাংবাদিকরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক আগ্রাসন, গণহত্যা ও নজিরবিহীন ধ্বংসযজ্ঞের ঘটনাপ্রবাহ জীবনের ঝুঁকি নিয়ে বিশ্ববাসীর সামনে তুলে ধরায় অসামান্য এই পুরস্কারে ভূষিত করা হয়েছে তাদের। শুক্রবার (৩ মে) ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে চিলির রাজধানী সান্তিয়াগোতে বৃহস্পতিবার (২ মে) একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ঘোষণা করা হয় এবারের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের নাম। গাজার সাংবাদিকদের এ পুরস্কার জয় নিয়ে খ্যাতনামা সাংবাদিক এবং ইউনেস্কোর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ জুরি বোর্ডের চেয়ারম্যান মাউরিসিও ওয়েইবেল বলেন, এই অন্ধকার ও আশাহীনতার সময়ে যেসব ফিলিস্তিনি সাংবাদিক নজিরবিহীন সংকটময় পরিস্থিতিতে গাজার কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরছেন তাদের প্রতি সংহতি প্রকাশ করে আমরা একটি শক্তিশালী বার্তা দিতে চাই। তিনি আরও বলেন, মানুষ হিসেবে এই সাংবাদিকরা যে সাহস দেখাচ্ছেন এবং মতপ্রকাশের স্বাধীনতার প্রতি যে অঙ্গীকার রেখে চলেছেন, সেজন্য আমরা তাদের কাছে ঋণী।   গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ ও গণহত্যার মধ্যেও অসীম সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন সেখানকার সাংবাদিকরা। গাজার প্রকৃত পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে গিয়ে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হচ্ছেন না তারা। ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গত প্রায় ৭ মাসে গাজায় ১৪১ জন সাংবাদিক প্রাণ দিয়েছেন এবং ৭০ জন আহত হয়েছেন। এছাড়া চলমান এই যুদ্ধে গ্রেপ্তার হয়েছেন অন্তত ২০ জন সাংবাদিক, যারা বর্তমানে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়েইবেল বলেন, ফিলিস্তিনি সাংবাদিকদের কাছে বিশ্ববাসীর বিশাল ঋণ রয়েছে। সারা বিশ্বে আমরা অনেক ঝুঁকির সম্মুখীন হচ্ছি। তবে আমাদের বলতে হবে, থামুন।
০৪ মে ২০২৪, ০৫:১০

ঢাকা সাব এডিটরস কাউন্সিল সাহিত্য পুরস্কার পেলেন সোহেল অটল
প্রতি বছর লেখকদের সাহিত্য পুরস্কার প্রদানের ধারা চালু করেছে সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব এডিটরস কাউন্সিল। এ বছর গল্প-উপন্যাস ক্যাটাগরিতে সাহিত্য পুরস্কার পেয়েছেন সাংবাদিক ও লেখক সোহেল অটল। তার লেখা কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবনীগ্রন্থ ‘আকবর ফিফটি নট আউট’ এর জন্য এই সাহিত্য পুরস্কার পেলেন। রোববার (২৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে সংগঠনের দ্বিবাষিক সম্মেলনে এই পুরস্কার ঘোষণা করা হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজীসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে এ সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার গ্রহণ করে সাংবাদিক ও সাহিত্যিক সোহেল অটল বলেন, ‘পুরস্কার প্রাপ্তি আনন্দের। লেখকের জন্য প্রেরণাদায়ক। ঢাকা সাব এডিটরস কাউন্সিল এবং জুরি বোডের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এ বছর শিশু সাহিত্য, অনুবাদ, গল্প-উপন্যাস ও কবিতা ক্যাটাগরিতে বিভিন্ন সাহিত্যিককে ঢাকা সাব এডিটরস কাউন্সিল সাহিত্য পুরস্কার দেয়া হয়। জুরি বোড প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন দেশের খ্যাতনামা ঔপন্যানিক সেলিনা হোসেন।
২৯ এপ্রিল ২০২৪, ১৪:২৬

চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিলেই পুরস্কার
গত ১৮ এপ্রিল ফরিদপুরে মন্দিরে আগুনের ঘটনায় নির্মাণ কাজে নিয়োজিত ৭ শ্রমিককে সন্দেহ করে মারধর করে এলাকাবাসী। এতে আশরাফুল ও এরশাদুল নামে দুই ভাই নিহত হন। তাদেরকে হত্যায় জড়িত ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান তপন এবং সদস্য অজিত বিশ্বাসকে ধরিয়ে দিলে কিংবা গ্রেপ্তারে সহায়তা করলে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় মধুখালীর পঞ্চপল্লীর ঘটনাপরবর্তী সামগ্রিক বিষয় নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার এ ঘোষণা দেন। জেলা প্রশাসক বলেন, চেয়ারম্যান আসাদুজ্জামান তপন একজন হেভিচ্যুয়াল অফেন্ডার স্বভাবগত অপরাধী। কোথায় কখন কীভাবে লুকিয়ে থাকতে হয় সেটি তিনি ভালো জানেন। তিনি আত্মগোপনে যাওয়ার আগে মোবাইল ফোন রেখে গেছেন। এর আগে মাগুরায় তার অবস্থান শনাক্ত করা হয়। সেখানে অভিযান পরিচালনার বিষয়টি জানতে পেরে তিনি পালিয়ে যান। চেয়ারম্যানকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, চেয়ারম্যানের দ্বৈত ভূমিকার কারণে তাকে প্রথমদিকে সেভাবে সন্দেহের তালিকায় রাখা হয়নি। তবে যখন ভিডিও ফুটেজে তার সম্পৃক্ততা দেখা যায় তারপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। চেয়ারম্যান, মেম্বারসহ হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। জড়িতদের অবস্থান বা ধরিয়ে দিতে বা গ্রেপ্তারে সহযোগিতা করলে তাদের উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। কামরুল আহসান বলেন, চেয়ারম্যান তপন এবং দুই মেম্বারকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের গ্রেপ্তার করার জন্য এয়ারপোর্ট-বন্দর এবং বর্ডারে সতর্কতা জারি করা হয়েছে। তিনি আরও জানান, ইউপি চেয়ারম্যান ইতিপূর্বে একাধিক অন্যায় করেছে। ইউএনও’র ওপর হামলা ও টিসিবি কার্ড আত্মসাতের দায়ে তাকে দুই বার বরখাস্তও করা হয়। পরে উচ্চ আদালতের আদেশে পদে ফেরেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যান ও মেম্বারকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পত্র দেওয়া হয়েছে। জেলা প্রশাসক বলেন, এঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলী সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, রামানন্দ পাল প্রমুখ।  প্রসঙ্গত, গত ২১ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে স্কুলকক্ষের মেঝেতে ফেলে পেটাচ্ছেন ডুমাইন ইউপি চেয়ারম্যান শাহ্ মো. আসাদুজ্জামান তপন ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাস। ভিডিও প্রকাশের পর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ও মেম্বার অজিত বিশ্বাস গা ঢাকা দিয়েছেন।
২৬ এপ্রিল ২০২৪, ২২:০৩

‘পাশা’ চলচ্চিত্রের জন্য পুরস্কার পেলেন রাজুব ভৌমিক
চলচ্চিত্র জগতে অল্প সময়ে চমক সৃষ্টি করেন নবীন অভিনেতা রাজুব ভৌমিক। সম্প্রতি তিনি ‘পাশা’ চলচ্চিত্রের জন্য সুচিত্রা সেন আইবিএফএফ ২০২৪ এ এনআরবি সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। রোববার (২১ এপ্রিল) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকায় সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে তিনি পুরস্কার গ্রহণ করেন। এ সময় দেশ-বিদেশের শীর্ষ চলচ্চিত্র তারকা ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, পায়েল সরকার, তমা মির্জাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। রাজুব বলেন, সুচিত্রা সেন আইবিএফএফ-২০২৪ এ এনআরবি সেরা অভিনেতার পুরস্কারের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। পাশা চলচ্চিত্রটি আমার অভিনীত ক্ষুদ্র একটি প্রয়াশ। এর পেছনে রয়েছে অসংখ্য ঘণ্টার কঠোর পরিশ্রম, অসীম আবেগ, এবং চলচ্চিত্র তৈরির প্রতি গভীর ভালোবাসা। তিনি বলেন, যারা এই সিনেমাটি বাস্তবে রূপ দিতে সাহায্য করেছেন আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। এই পুরস্কারটি আমাদের পরিচালক তানিম আহমেদ এবং নাট্য প্রশিক্ষক শরীফ হোসেন ইমনকে উৎসর্গ করতে চাই। যাদের অসীম ধৈর্য এবং প্রেরণা আমাকে এই পারফরম্যান্সের জন্য প্রস্তুত করেছে। এই অর্জন তাদেরও! ‘পাশা’ চলচ্চিত্রটি একটি গভীর মানবিক গল্প নিয়ে তৈরি যা দর্শকদের মন ছুঁয়ে গেছে। ‘পাশা’ চলচ্চিত্রটি একটি সামাজিক ইস্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যা বাংলাদেশের সমাজের বিভিন্ন স্তরের মানুষদের জীবনের সংগ্রাম এবং তাদের পারস্পরিক সম্পর্ককে তুলে ধরে। রাজুবের অভিনয়ের গভীরতা এবং সংবেদনশীলতা দর্শকদের মনে গভীর ছাপ রেখেছে এবং তাকে একজন অসাধারণ নবীন প্রতিভা হিসাবে পরিচিতি দিয়েছে।  
২৩ এপ্রিল ২০২৪, ১১:২৬

হঠাৎ চলচ্চিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য ববিতার
সত্তর ও আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী ববিতা। যার রুপে এখনও বুঁদ হয়ে থাকেন অনেকেই। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনেত্রীর সিনেমাগুলো এখনও দাগ কেটে আছে দর্শকদের মনে। তবে এখন আর আগের মতো রুপালি পর্দায় দেখা যায় না দাপুটে এই অভিনেত্রীকে। এবার চলচ্চিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ববিতা।    বর্তমানে বেশির ভাগ সময় কানাডা অথবা আমেরিকায় থাকেন ববিতা। সুযোগ পেলেই নিজের জন্মভূমিতে ছুটে আসেন তিনি। কিছুদিন আগেই দেশে ফিরেছেন ববিতা।  আর দেশে ফিরেই স্বজনদের সঙ্গে ভালো সময় কাটাচ্ছেন বরেণ্য এই নায়িকা। কোরবানি ঈদের পর আবারও বিদেশে পাড়ি জমাবেন বলে জানান ববিতা।    তবে বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে ববিতার তার ধারণা খুব একটা সুখকর নয়। এখনকার চলচ্চিত্রে অশ্লীলতা খুঁজে পান তিনি। সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ববিতা। দেশের বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে ববিতা বলেন, এখন খুব একটা সিনেমা দেখা হয় না। মাঝে মধ্যে দুই একটি কাজ হয়তো দেখি। কিন্তু সেসব সিনেমা দেখে মনে হয়েছে গল্প ও নির্মাণে কিছুটা উন্নতি হলেও অশ্লীলতা অনেক বেড়ে গেছে। কারণ সুড়সুড়ি টাইপের অভিনয় দেখে তো আমি অভ্যস্ত নই। তাই আর সেভাবে এখন আর সিনেমা দেখা হয় না।   প্রসঙ্গত, ক্যারিয়ারে ২৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন ববিতা। পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি আজীবন সম্মাননাও পেয়েছেন এই নায়িকা। সর্বশেষ ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় দেখা গেছে ববিতাকে।   
০৪ এপ্রিল ২০২৪, ১০:০৮

ভারতে ফিল্মফেয়ার পুরস্কার পেলেন বাংলাদেশের তিন তারকা
ভারতের কলকাতায় অনুষ্ঠিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসরে পুরস্কার জিতেছেন তিন বাংলাদেশি তারকা। অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও অভিনেতা সোহেল মন্ডল টালিউডের এ পুরষ্কার জিতেছেন। শুক্রবার (২৯ মার্চ) ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের পুরস্কিত করতে কলকাতার আইটিসি রয়েল বেঙ্গলে বসেছিল এ আসর। জানা গেছে, এই আসরে দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন জয়া আহসান। এর মধ্যে কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া। ‘আরও এক পৃথিবী’ সিনেমা জন্য তাসনিয়া ফারিণ সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। আর ‘জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল। জয়, ফারিণ ও সোহেল ছাড়াও অভিনেত্রী অপি করিম ও সংগীতশিল্পী মাহতাম সাকিব ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এ মনোনয়ন পেয়েছিলেন। সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অপি করিম। অন্যদিকে, চিনি ২’ সিনেমায় গাওয়া ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য মনোনয়ন পেয়েছিলেন মাহতাম।  
৩০ মার্চ ২০২৪, ০১:৫১

‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
ইসরায়েলি ভাস্করের কাছ থেকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পুরস্কার পাওয়াকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, এই পুরস্কার গ্রহণ করে ড. ইউনূস ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যাকে সমর্থন করেছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি খুব অবাক হয়েছি..... এটা খুবই দুর্ভাগ্যজনক।’ হাসান মাহমুদ বলেন, গাজার এই পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস একজন ইসরায়েলির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এটা কী? এটার কী মানে? এর মানে কি তারা গাজায় ইসরাইলি হত্যাকাণ্ডকে সমর্থন করছে? তিনি বলেন, অধ্যাপক ইউনূসকে ইউনেস্কো পুরস্কৃত করেনি, এটা ইউনূস সেন্টার মিথ্যা প্রচার করেছে। ইউনূস সেন্টারের মিথ্যাচারের ঘটনা এটিই প্রথম নয়, এর আগেও তারা একই ধরনের মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেন ড. হাছান। এর আগে, গতকাল বুধবার বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ‘দ্যা ট্রি অব পিস’ পুরস্কার দেয়নি ইউনেস্কো। শিক্ষামন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো একটি পুরস্কার দিয়েছে বলে সংবাদ প্রচার হচ্ছে। কিন্তু বাংলাদেশ ইউনেস্কো কমিশন এ বিষয়ে কিছু জানে না। এরপর বিষয়টি নিশ্চিত হতে বাংলাদেশ কমিশনের পক্ষ থেকে ইউনেস্কোর সদর দপ্তরে যোগাযোগ করা হয়েছে। সদর দপ্তর জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূসকে এ ধরনের কোনো সম্মাননা ইউনেস্কোর পক্ষ থেকে দেওয়া হয়নি। এ ছাড়া ইউনেস্কোর ঢাকা অফিস নিশ্চিত করেছে, তাদের প্যারিস সদরদপ্তর এরকম কোনো পুরস্কার সম্পর্কে অবগত নয়। এবং ১১তম বাকু ফোরামে ইউনেস্কোর কোনো আনুষ্ঠানিক প্রতিনিধিত্বও ছিল না।
২৮ মার্চ ২০২৪, ১৮:৫৭

প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
২০২৩ সালে ৫ অক্টোবর মাঠে গড়িয়েছিল ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। বৈশ্বিক এই টুর্নামেন্টকে কেন্দ্র করে মাইক্লোর সহযোগিতায় প্রেডিক্ট এবং উইন গিফটস ক্যাম্পেইন আয়োজন করেছিল আরটিভি। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই নিজেদের প্রেডিকশন জানিয়ে বিজয়ী হয়েছিলেন মোট ৪৮ জন। মাইক্লোর সহযোগিতায় ইতোমধ্যেই বিজয়ীদের পুরস্কার হাতে তুলে দিয়েছে আরটিভি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। এই ম্যাচে ইংলিশদের ৯ উইকেটে হারিয়ে উড়ন্ত শুরু পেয়েছিল কিউইরা। সে ম্যাচে প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতায় বিজয়ী হন মিতু ইসলাম। আসরের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে বেছে নিয়ে পুরস্কার জিতেছেন সাইফুল ইসলাম। লিগ পর্বের আরেক হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামে মাইটি অস্ট্রেলিয়া। এই ম্যাচে ভারতকে প্রেডিক্ট করে পুরস্কার বিজয়ী হন ফরহাদ রেজা। বিশ্বকাপের সব থেকে হাইভোল্টেজ ম্যাচ ধরা হয়েছিল ভারত-পাকিস্তান লড়াইকে। এই ম্যাচে দুর্দান্ত এক জয় পায় স্বাগতিকরা। সেই সঙ্গে আরটিভির প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জুবাইয়ের হোসেন সিয়াম। বিশ্বকাপের শ্রীলঙ্কা ম্যাচটি ছিল বাংলাদেশের কাছে মহাগুরুত্বপূর্ণ। কারণ, এই ম্যাচে জিততে না হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যেতো টাইগাররা। শেষ পর্যন্ত লঙ্কানদের হারিয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছিল সাকিব বাহিনী। এই বিজয়ী হিসেবে বাংলাদেশকে বেছে নিয়ে পুরস্কার জিতেছেন সুমন শাহ। প্রথম দুই ম্যাচ হেরে আসরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় মাইটি অস্ট্রেলিয়া। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাস্থ করে ফাইনাল নিশ্চিত করে অজিরা। এই দিন প্রেডিক্ট প্রতিযোগিতায় বিজয়ী হন শাহিন মিশু। বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। দেশটির সব থেকে বড় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩০ হাজার দর্শকের সামনে রোহিত-কোহলিদের কাঁদিয়ে হেক্সা মিশন সফল করে অস্ট্রেলিয়া। এই ম্যাচে অজিদের বেছে নিয়ে বিজয়ী হয়েছিলেন কুমিল্লার রাস্তি চৌধুরী নাভিল। প্রেডিক্ট এবং উইন গিফটস ক্যাম্পেইনের ৪৮ জন বিজয়ী হলেন :  মিতু ইসলাম, আরিয়ান শোভন, শরিফুল ইসলাম, শাহেদ আহমেদ, ফারহাদ রেজা, টি এম সিদ্দিকুর রহমান, এস এ বৃষ্টি, তামান্না ইসলাম, তাজমিরা আক্তার, তুষার মজুমদার, প্রান্ত দেবনাথ, জুবাইয়ের হোসেন সিয়াম, তৌফিক ইমন, আহমেদ স্বাধীন, নাফিস কামাল, সানোয়ার হোসেন, আদিবা সুলতানা মৌ, জহির আবেদীন রাদ, শারমিন সুলতানা ঊষা, চৈতী শাহা, রোজিনা জেয়া, তৌহিদুল ইসলাম সোহান, ফারজানা আক্তার রোমা, জালাল হোসেন, জামাল উদ্দিন খারশেদ, আলিনা সীমা, নাহিয়ান ইবনে আজিজ, আবির ফারহান, তাইয়েবা তাসকিন লামিয়া, রিফাত হাওলাদার, শরিফুল ইসলাম, শাকিল হোসেন, আরাফাত ইসলাম সুজন, রাসেল আহমেদ, আব্দুল্লাহ আল তাইফ, লাজিনা আক্তার লুজু, মহিউদ্দীন আহমেদ, সুমন শাহা, সাইফুল ইসলাম, রিহাদ জেকেআর, দেওয়ান সাদিয়া শারমিন, মাজহারুল ইসলাম মাজহার, ইমরুল কায়েস প্রণয়, ফাতিয়া আয়াত, শিউলি খান, রুবেল হোসেন, শাফিন মিশু ও রাসতি চৌধুরী। মাইক্লোর সহযোগিতায় বিজয়ীদের হাতে ইতোমধ্যেই পুরস্কার হাতে তুলে দিয়েছে আরটিভি। পুরস্কার হাতে পেয়ে একজন বিজয়ী বলেন, বিশ্বকাপের সময় আমি অনেকগুলো ম্যাচে প্রেডিকশন দিয়েছিলাম। তবে একটিতে বিজয়ী হয়েছি। পুরস্কারটা হাতে খুবই ভালো লাগছে, আরটিভি এবং মাইক্লোকে ধন্যবাদ। আরটিভির এই আয়োজনের প্রশংসা করে আরেক বিজয়ী বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। আরটিভির মতো দেশের বাকি প্রতিষ্ঠানগুলোরও এমন উদ্যোগ নেওয়া উচিত। এতে সবার মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে।
২৯ মার্চ ২০২৪, ১১:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়