• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
হিউস্টনে প্রথমবার সোলস 
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে বেশ কিছু কনসার্টে অংশ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টনের আয়োজনে গত ২৬ এপ্রিল  প্রথমবারের মতো হিউস্টন শহরে পারফর্ম করেছে ব্যান্ডদলটি। এ সময় আয়োজকরা সোলসের গৌরবের ৫০ বছর পূর্তি উপলক্ষে  সোলসের সকল সদস্যদের সম্মানিত করা হয় । অনুষ্ঠানে হিউস্টোন বাংলা ব্যান্ড শিল্পীদের যৌথ প্ল্যাটফর্ম হিউস্টন জ্যাম সেশন হয়। হিউস্টনে পারফর্ম করা প্রসঙ্গে সোলসের প্রধান গায়ক পার্থ বড়ুয়া বলেন, আমরা এই প্রথম হিউস্টন শহরে পারফর্ম করেছি। এখানে সোলসের এত ভক্ত অনুরাগী রয়েছে, তা আমার জানা ছিল না। বাংলা গানের প্রতি তাদের এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। পুরো মিলনায়তন জুড়ে দশর্করা আমাদের গান নেচে গেয়ে উপভোগ করেছে। সত্যি এই অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকবে।' প্রায় দেড় ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে  সোলসের কালজয়ী গানগুলো পরিবেশন করে ব্যান্ডটি।  এর আগে ইন্ডিয়াপোলিস শহরে প্রার্ডু ইউনিভার্সিটিতে পারফর্ম করে সোলস। এবারের সফরে রয়েছেন পার্থ বড়ুয়া, মীর মাসুম, আহসানুর রহমান আশিক, মারুফ তালুকদার রিয়েল, তুষার রঞ্জন দত্ত ও সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ।   এদিকে শিগগিরই ভক্তদের জন্য নতুন গান প্রকাশ করতে যাচ্ছে সোলস।
২ ঘণ্টা আগে

পার্থ বড়ুয়ার বাবা আর নেই
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্যান্ডদল সোলসের অন্যতম সদস্য ও জনপ্রিয় গায়ক পার্থ বড়ুয়ার বাবা বিমল কান্তি বড়ুয়া। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারের নিজ বাসভবনে পরলোকগমন করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০।  জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বিমল কান্তি বড়ুয়া। বুধবার (৩ এপ্রিল) দুপুরে ঢাকার সবুজবাগের বৌদ্ধমন্দির তার বাবার মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে অনিত্য সভা অনুষ্ঠিত হবে। গায়কের বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে ও পার্থর ছোট ভাই দীপন বড়ুয়া। তিনি বলেন, ঢাকার বাসায়ই মারা গেছেন বাবা। তার মরদেহ বারডেমের হিমঘরে রাখার প্রস্ততি নেওয়া হচ্ছে। পার্থর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী গ্রামে। সেখানেই তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।  এদিকে গত ১ মে রাতে ব্যক্তিগত কাজে যুক্তরাজ্যে গেছেন পার্থ। বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন এই গায়ক। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট অফিসার ছিলেন পার্থর বাবা বিমল কান্তি বড়ুয়া। পাশাপাশি বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন তিনি।   
০৩ এপ্রিল ২০২৪, ০৯:০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়