১০ মিনিটে উজ্জ্বলতা বাড়াবে যে মিশ্রণ
![ত্বক](https://www.rtvonline.com/assets/news_photos/2024/04/29/image-271117-1714376683.jpg)
ত্বকের উজ্জ্বলতা অটুট রাখতে যারা ঘরোয়া রূপটানে ভরসা রাখেন, তারা বেসন এবং কাঁচা দুধের কদর জানেন। কারণ এই দুই প্রাকৃতিক উপাদানই ত্বকের জন্যে বেশ কার্যকর। তবে চটজলদি ত্বকের উজ্জ্বলতা ফেরানোর জন্যে বেসন ভালো নাকি কাঁচা দুধ, অনেকের মনেই এই প্রশ্ন থাকে।
জেনে নিন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কোনটি কার্যকর ভূমিকা পালন করে-
বেসন : বেসন প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে আর এর ক্লিনজিং এজেন্ট ত্বকের ময়লা পরিষ্কার করতে সাহায্য করে।
তৈলাক্ত ত্বকে ব্যবহার করুন : বেসন আপনার ত্বকের প্রাকৃতিক তেল নিঃসরণও নিয়ন্ত্রণে রাখে, তাই গরমে তৈলাক্ত ত্বকের সমস্যাও মাথাচাড়া দিয়ে উঠতে পারে না।
কাঁচা দুধ : কাঁচা দুধ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। আর এতে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ধরে রাখে ত্বকের সুস্বাস্থ্য। ল্যাকটিক অ্যাসিড প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে। তাই ত্বকের মৃত কোষের স্তর সরিয়ে উজ্জ্বলতা ফেরাতে সময় লাগে না।
তবে তৈলাক্ত ত্বকে ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ দুধ না ব্যবহার করাই শ্রেয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কারও ত্বকে যদি ব্রনের সমস্যা থাকে, তাহলে তো ব্যবহার করাই উচিত নয়।
বেসন বনাম কাঁচা দুধ : তাই এই গরমে তৈলাক্ত ত্বকে লাগান বেসন এবং রুক্ষ-শুষ্ক ত্বকের উজ্জ্বলতা ফেরাতে ব্যবহার করুন কাঁচা দুধ। তাতেই মিলবে উপকার।
মন্তব্য করুন
প্রচুর ফল খেলে শরীরের কী কী ক্ষতি হতে পারে জানেন
![প্রচুর ফল খেলে শরীরের কী কী ক্ষতি হতে পারে জানেন](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/14/image-304396-1734156229.jpg)
শীতে যে চারটি বাদাম এবং ড্রাই ফ্রুটস শরীর উষ্ণ রাখবে
![শীতে যে চারটি বাদাম এবং ড্রাই ফ্রুটস শরীর উষ্ণ রাখবে](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/14/image-304407-1734159629.jpg)
কাঁচা নাকি রান্না, পেঁয়াজ যেভাবে খেলে পাবেন উপকার
![কাঁচা নাকি রান্না, পেঁয়াজ যেভাবে খেলে পাবেন উপকার](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/15/image-304591-1734255432.jpg)
ডায়েট-জিম বাদেও ওজন কমানোর ৫টি উপায়
![ডায়েট-জিম বাদেও ওজন কমানোর ৫টি উপায়](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/17/image-304865-1734428960.jpg)
শীতের খসখসে চামড়ায় লাগান অ্যালোভেরার প্রলেপ
![শীতের খসখসে চামড়ায় লাগান অ্যালোভেরার প্রলেপ](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/18/image-305002-1734511679.jpg)
প্রথমবার ‘ব্লাইন্ড ডেটে’ যেতে মাথায় রাখুন ৫ বিষয়
![প্রথমবার ‘ব্লাইন্ড ডেটে’ যেতে মাথায় রাখুন ৫ বিষয়](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/19/image-305185-1734612531.jpg)
জিব দেখে স্বাস্থ্যের অবস্থা বোঝার উপায়
![জিব দেখে স্বাস্থ্যের অবস্থা বোঝার উপায়](https://www.rtvonline.com/assets/news_photos/2024/12/20/image-305257-1734674336.jpg)