• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo
ট্রলার থেকে ছিটকে জেলে নিখোঁজ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মো. হাসান (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।  মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গোপসাগরের রামনাবাদ চ্যানেলের দক্ষিণে বয়া এলাকায় হঠাৎ সমুদ্র উত্তাল হয়ে উঠলে ঢেউয়ের আঘাতে ট্রলারের কিনারে বসে থাকা ওই জেলে সমুদ্রে তলিয়ে যান। ঘটনার পরপরই দুর্ঘটনার শিকার ট্রলারের মালিক মো. বেল্লাল হোসেন কাজী ঘটনাস্থলে চার-পাঁচটি অতিরিক্ত ট্রলার পাঠিয়ে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছেন। জানা যায়, গত ৫ দিন আগে মৎস্য বন্দর আলীপুর থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে ১৪ জন জেলে নিয়ে বের হয় এফবি তিমুল ফারজানা। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ওই জেলের। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি (তদন্ত) আসলাম খান। তিনি বলেন, আমরা একজন জেলে নিখোঁজ হওয়া সম্পর্কে জেনেছি। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নৌপুলিশের সহায়তায় পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেবো।
০১ মে ২০২৪, ১৫:০৬

বালুবাহী বলগেট থেকে নদীতে পড়ে শ্রমিক নিখোঁজ
পটুয়াখালীর কলাপাড়ায় বালুবাহী বলগেট জাহাজ থেকে নদীতে পড়ে শাকিল গাজী (২৩) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।  শনিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া পৌর শহরের কলবাড়ি-সংলগ্ন আন্ধারমানি নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শাকিল পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে। বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন জানান, শনিবার রাতে তিশা-তাপসি নামের ওই বলগেটটি বালু নিয়ে পায়রা বন্দর-সংলগ্ন এলাকা থেকে আন্ধারমানিক নদীর কলাবাড়ি এলাকায় পৌঁছায়। এ সময় বলগেটটি নোঙর করতে গিয়ে ধাক্কা লেগে ওই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হন। পরে রাতেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
২৮ এপ্রিল ২০২৪, ১২:০৭

পাঁচ দিন ধরে নিখোঁজ অভিনেতা গুরুচরণ সিং
ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘তারাক মেহতা কা উল্টা চশমার’ জনপ্রিয় অভিনেতা গুরুচরণ সিং পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি এই ধারাবাহিকটিতে ‘রোশান সিং সোধি’-র ভূমিকায় অভিনয় করে থাকেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত ২২ এপিল থেকে গুরুচরণ সিং নিখোঁজ রয়েছেন। দিল্লি পুলিশ এখন একটি অপহরণের মামলা নিয়েছে। আশঙ্কা করা হচ্ছে তিনি অপহরণের শিকার হয়েছেন। গুরুচরণের বাবা  শুক্রবার (২৬ এপ্রিল)  দিল্লির পালাম পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেন। এতে তিনি জানান তার ছেলে নিখোঁজ রয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে ৫০ বছর বয়সি এই অভিনেতা ২২ এপ্রিল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মুম্বাই যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে তিনি মুম্বাইগামী ওই ফ্লাইটে চড়েননি। অর্থাৎ তিনি মুম্বাই যাননি বলে ধারণা করা হচ্ছে। এদিকে, গুরুচরণের মোবাইল নাম্বারটি ২৪ এপ্রিল পর্যন্ত সক্রিয় ছিল। এই সময়ের মধ্যে তার মোবাইল দিয়ে বেশ কয়েকবার অর্থ আদান-প্রদান হয়েছে।
২৭ এপ্রিল ২০২৪, ১৮:২১

পাথরঘাটায় নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার 
বরগুনার পাথরঘাটার বিষখালি নদীতে মৎস্য বিভাগের অভিযানে জেলেদের মারধরের সময় নদীতে পরে নিখোঁজ জেলে মোহাম্মদ রিপনের মরদেহ ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টায় বিষখালী নদীর কালমেঘা টুলু পয়েন্টের কাছ থেকে রিপনের মরদেহ উদ্ধার করেন জেলেরা। বিষয়টি নিশ্চিত করেছেন কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নাসির। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বিষখালীর নদীর দক্ষিণ কূপধোন এলাকায় বরগুনা জেলা মৎস্য বিভাগের অভিযানের একপর্যায়ে জেলে রিপন বিষখালী নদীতে পরে নিখোঁজ হন। এ ঘটনায় আরও দুই জেলে আহত হন। নিহত জেলে মো. রিপন (৪১) উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপধোন গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে। আহত জেলেরা হলেন মো. রাসেল একই এলাকার নুরু মোল্লার ছেলে এবং সুলতান হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন।  এ দিকে রাত দেড়টার দিকে রিপনের মরদেহ কালমেঘা টুলু পয়েন্টে উদ্ধার করে নিয়ে এলে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে এ ঘটনায় জড়িত জেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন।  এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, জেলা পরিষদের সদস্য এনামুল হোসাইন, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম নাসিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় সূত্র ও আহত দুই জেলে জানান, প্রতিদিনের মতো রিপন, রাসেল ও দেলোয়ার দুটি ট্রলার নিয়ে বিষখালী নদীতে মাছ ধরার জন্য যান। রাত আড়াইটার দিকে স্পিডবোট নিয়ে বরগুনা সদর উপজেলার মৎস্য বিভাগ অবৈধ খুঁটি অপসারণের জন্য অভিযানে নামে। তখন ওই দুটি ট্রলারকে ধরে সেখানে থাকা জেলেদের মারধর করেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। মারধরের একপর্যায়ে রিপন নদীতে ঝাঁপ দিলে পরবর্তী সময়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর রাসেল ও দেলোয়ারকে নিয়েই অভিযান চালায় মৎস্য বিভাগ।  শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে অভিযান শেষে রাসেল ও দেলোয়ারকে তীরে ছেড়ে দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম নাসির জানান, জেলে রিপনের সন্ধান পাওয়ার পর পাথরঘাটা থানা পুলিশকে জানালে রাত দেড়টার দিকে কালমেঘা টুলু পয়েন্টে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ সদস্যরা। পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাইফুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হবে। এ দিকে জেলা মৎস্য বিভাগের অভিযানে জেলে নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে কালমেঘার জেলেপল্লী। সেখানে কয়েক শ' জেলে জড়ো হয়ে মাইকে বিক্ষোভ করতে শোনা গেছে।  এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিক্ষুব্ধ জেলেদের সান্ত্বনা দিয়েছেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।
২৭ এপ্রিল ২০২৪, ১১:২১

বিষখালী নদীতে মৎস্য বিভাগের অভিযান, জেলে নিখোঁজ
বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালি নদীতে বরগুনা সদর মৎস্য বিভাগের অভিযানের সময় তিন জেলেকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় মো. রিপন (৪১) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন বলেও জানান আহতরা।  শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে আহত রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে বিষখালীর নদীর দক্ষিণ কূপধোন এলাকায় এ ঘটনা ঘটে।  নিখোঁজ জেলে রিপন উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপধোন গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।  আহত জেলে রাসেল একই এলাকার নুরু মোল্লার ছেলে এবং সুলতান হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন।  আহত জেলে রাসেল মুঠোফোনে জানান, প্রতিদিনের মতো বিষখালী নদীতে কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপধোন এলাকার দুটি ইঞ্জিনচালিত নামবিহীন ট্রলার নিয়ে মাছ শিকার করতে যান তারা। জালের কাছে পৌছালে স্পিডবোট নিয়ে বরগুনা সদর উপজেলার মৎস্য বিভাগের লোকজন অবৈধ খুঁটি অপসারণের জন্য আসেন। তখন দুটি ট্রলারকে ধরে ফেলে তারা। পরে তাদেরকে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে সকাল ৯টার দিকে  জেলে রিপনকে না দেখে রাসেলসহ বাকিরা তার বিষয়ে মৎস্য বিভাগের লোকজনের কাছে জানতে চান।  পরে তারা জানান, রিপন নদীতে ঝাঁপ দিয়েছে। তাকে খোঁজার কথা জানালে তা না করে মৎস্য বিভাগের লোকজন চলে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।  জেলে রাসেল আরও জানান, নিখোঁজ রিপনের কথা জানতে চাইলে লাঠি ও বাঁশ দিয়ে তাকে এবং দেলোয়ারকে মারধর করা হয়।  তবে মারধরের বিষয়টি অস্বীকার করে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ‘বরগুনা সদর থেকে গতরাতে বিষখালি নদীতে অবৈধ খুঁটিগুলো অপসারণের জন্য একটি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় স্থানীয় কিছু জেলেরা সহযোগিতা করেছেন। তখন কোনো জেলেকে আটক করা হয়নি। ওই সময় তাদের লেবার ছিল সঙ্গে। এ সময় কোনো জেলে নিখোঁজের খবর পাওয়া যায়নি। তাদেরকে যে মারধর করা হয়েছে, এটা সত্য না। পাথরঘাটা থেকে কিছু ছবি পাঠানো হয়েছে সেই ছবিতে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। ইতিমধ্যে আমি বরগুনা জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেছি।’ 
২৬ এপ্রিল ২০২৪, ২১:৪৫

ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশু মো. জুনায়েদ মিয়ার (১০) মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে চাঁদপুর নৌ ফয়ার সার্ভিস ডুবুরি দল।  বুধবার (২৪ এপ্রিল) দুপুরে চাঁদপুর নতুন বাজার-পুরান বাজার সেতুর নিচে জুনায়েদের মরদেহ ভেসে উঠলে নৌ ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে জুনায়েদ নদীর পাড়ে বেধে রাখা নৌকা থেকে লাফ দিয়ে গোসল করতে নামলে ডুবে নিখোঁজ হয়।  পুরান বাজার ডিগ্রি কলেজ এলাকার বাসিন্দা মো. নাছির উদ্দিনের ছেলে জুনায়েদ। সে স্থানীয় একটি মাদরাসায় পড়ালেখা করতো।  ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মো. মুসলিম মিয়াজী বলেন, সংবাদ পেয়ে ঘটনার দিন দুপুর পৌনে ৩টায় নৌ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হন এবং কার্যক্রম শুরু করে। ওই সময় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ডুবুরি দলও। দুটি ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি। বুধবার সকাল ৮টা থেকে উদ্ধার কার্যক্রম চালানো হয়। দুপুর দেড়টার দিকে ব্রিজের নিচে জুনায়েদের মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর নৌ ইউনিটের সদস্যরা মরদেহ উদ্ধার করে পরিবাবের কাছে হস্তান্তর করে।
২৪ এপ্রিল ২০২৪, ২২:১০

নৌকা থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ডুবে মো. জুনায়েদ মিয়া (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধার করতে নৌ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ডুবুরি দল যৌথভাবে প্রায় সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালায়। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে শহরের পুরাণ বাজার ব্রিজের পশ্চিমে এবং পুরাণ বাজার ডিগ্রি কলেজের পূর্ব পাশে ডাকাতিয়া নদীর পাড়ে এ ঘটনা ঘটে। জুনায়েদ পুরান বাজার কলেজ এলাকার বাসিন্দা মো. নাছির উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল। সে সাঁতার জানতো না। নদীর পাড়ে বেধে রাখা নৌকা থেকে পানিতে পড়ে গেলে স্থানীয় লোকজন দেখেন। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মো. মুসলিম মিয়াজী। তিনি বলেন, সংবাদ পেয়ে দুপুর ২ টা ৪০ মিনিট নৌ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হন এবং কার্যক্রম শুরু করেন। ওই সময় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের ডুবুরি দল। যৌথভাবে কিছু সময় বিরতি নিয়ে দুটি ডুবুরি দল সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি। বুধবার সকাল ৮টা থেকে উদ্ধার কার্যক্রম চলবে এবং শিশুকে উদ্ধার করা পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
২৩ এপ্রিল ২০২৪, ২৩:২৩

নদীতে গোসলে নেমে নিখোঁজ নৌ সৈনিক, মরদেহ উদ্ধার
ফেনীর মুহুরি নদীতে নিখোঁজ নৌবাহিনীর সদস্য আবুল হাসানের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। তিনি ওই ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম নৌঘাঁটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদে ছুটিতে বাড়ি আসেন হাসান। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে শনিবার দুপুরে এলাকার বন্ধুদের সঙ্গে মুহুরী নদীর নাজির বাড়ি সংলগ্ন ঘাট দিয়ে গোসলে নামেন তিনি। হঠাৎ পানিতে ডুবে গেলে চার বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর পেয়ে পরশুরাম ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে চট্টগ্রামের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান গণমাধ্যমকে জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রসঙ্গত, শনিবার দুপুরে জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন আবুল হাসান নামে ওই নৌ সৈনিক।
২১ এপ্রিল ২০২৪, ০৮:৪৪

শ্রীপুরে পুকুর থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে কিশোর সিয়ামের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় শ্রীপুর পৌরসভার মাওনা পিয়ার আলী ডিগ্রি কলেজের পুকুর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।  শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।  নিহত সিয়াম (১৪) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঝিনারি ইউনিয়নের চরকাটিহারি গ্রামের কনক মিয়ার ছেলে। সে তার বাবার সঙ্গে কেওয়া পশ্চিম খন্ড (মাওনা চৌরাস্তা) সাবেক কাউন্সিলর ইজ্জত আলী ফকিরের বাড়িতে ভাড়া থাকত এবং স্থানীয় চাইল্ডহুড স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।  শ্রীপুর থানায় নিখোঁজ-সংক্রান্ত সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সোমবার (১৫ এপ্রিল) দুপুর থেকে সিয়াম নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে ছেলের সন্ধান না পেয়ে তার বাবা শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন।   নিহতের মামা জাহাঙ্গীর আলম বলেন, পিয়ার আলী কলেজ পুকুরে আমি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। বুধবার (১৭ এপ্রিল) সকালে আমি পুকুরে আসলে পানিতে মরদেহ ভাসতে দেখি। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত সিয়ামের মরদেহ উদ্ধার করে।  শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল করে নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
১৭ এপ্রিল ২০২৪, ১৫:১৫

মামার বিয়েতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়ায় মামার বিয়েতে গিয়ে বংশাই নদীতে নিখোঁজ ১০ বছরের শিশু মাশিয়ানের মরদেহ উদ্ধার হয়েছে।  সোমবার (১৫ এপ্রিল) সকালে তার মরদেহ নদীতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।  এর আগে রোববার দুপুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় মো. মাশিয়ান। সে ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মাসুদ তালুকদারের ছেলে। এ বছর ২০ পারা কোরআনের হিফজ শেষ করেছে সে। সল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আলীম জানান, এলাকায় নাহিদ হোসেন নামে একজনের বিয়ে উপলক্ষে তার ভাগ্নে তাদের বাড়িতে আসে। এ সময় মাশিয়ানসহ তিন শিশু বংশাই নদীতে গোসল করতে নামলে তিনজনই ডুবে যেতে থাকে। পরে স্থানীয়রা দুজনকে তাৎক্ষণিক উদ্ধার করতে পারলেও অপর মাশিয়ান নিখোঁজ হয়। তাকে উদ্ধারে এলেংগা ফায়ার সার্ভিসের ডুবুরি দল কার্যক্রম চালিয়েও ব্যর্থ হয়।  তিনি আরও জানান, সোমবার সকালে স্বজনরা নদীর পাড়ে গিয়ে তার মরদেহ ভেসে থাকতে দেখেন। শিশু মাশিয়ানের মরদেহ তার গ্রামের বাড়ি ঘাটাইল নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে কালিহাতী উপজেলার ওসি কামরুল ফারুক জানান, নদীতে নিখোঁজ শিশু মাশিয়ানের মরদেহ উদ্ধার হয়েছে। 
১৫ এপ্রিল ২০২৪, ১৭:০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়