• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সিলেটের জকিগঞ্জে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন (২৪)। পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ১টার দিকে মোটরসাইকেলে করে সোনাসার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা। পথিমধ্যে জকিগঞ্জ-সিলেট সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। গুরুতর আহতাবস্থায় তাদের জকিগঞ্জের রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নেওয়ার পর রেদোয়ান ও মঞ্জুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া আরেক মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেনকে সিলেটে নিয়ে আসার পথে তিনি মারা যান। সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
২৮ এপ্রিল ২০২৪, ০৯:৫০

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
বগুড়ার শেরপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন যাত্রী। শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ঘোগা সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত মো. বায়োজিদ (২০) রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস আসাদ পরিবহনের চালকের সহকারী।  আহত পাঁচ যাত্রী হলেন–নীলফামারীর জলঢাকার ফিরোজ হোসেন ও আবু সাঈদ। রংপুর তারাগঞ্জের গোলাম রব্বানী, বদরগঞ্জের মো. রনি, রংপুর কিশোরগঞ্জের জাহিদ হোসেন।  পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী নাবিল পরিবহন বাসের সঙ্গে বিপরীতমুখী ঢাকাগামী রংপুর থেকে ছেড়ে যাওয়া আসাদ পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।  উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ওই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখানেই তারা চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনায় নিহত চালকের সহকারীকে উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২৭ এপ্রিল ২০২৪, ১৭:৫৮

বউভাতে গিয়ে দুর্ঘটনা, একে একে মারা গেলেন ৩ ভাই
নাটোরের বড়াইগ্রামে মামাতো বোনের বউভাতের অনুষ্ঠানে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত জাওহার আমিন লাদেন (১৮) নামে এক কলেজছাত্র মারা গেছেন। এর আগে দুর্ঘটনায় দুইজন নিহত হন। এ নিয়ে নিহত বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। নিহতরা মামাতো-ফুফাতো ভাই। বুধবার (২৪ এপ্রিল) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাওহার আমিন লাদেনের মৃত্যু হয়। তিনি বড়াইগ্রামের গোপালপুর গ্রামের মাদরাসা শিক্ষক মাওলানা রুহুল আমিনের ছেলে। এর আগে, গত ১৫ এপ্রিল ধামানিয়াপাড়া গ্রামে বোনের বউভাতের অনুষ্ঠানে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন জাওহার আমিন লাদেন, আকিব হাসান ও খায়রুল বাশার ছাগির। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকিব হাসান ও খায়রুল বাশার ছাগির। নিহতরা মামাতো-ফুফাতো ভাই। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খান বলেন, বোনের বউভাতের অনুষ্ঠানে গিয়ে জাওহারসহ তিন ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজনই আহত হন। খবর পেয়ে স্বজনেরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনই মারা যান।
২৬ এপ্রিল ২০২৪, ১৫:৪২

কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
মানিকগঞ্জের সাটুরিয়ায় কাভার্ডভ্যানের চাপায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়ার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার কাটিগ্রাম গ্রামের আবদুস সামাদের ছেলে সানোয়ার হোসেন এবং মৃত সাইজুদ্দিনের ছেলে আবদুস সালাম (৫০)। তারা নিজেদের এলাকায় সবজির ব্যবসা করতেন। গোলড়া হাইওয়ে থানার পুলিশ এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে জেলা সদরের জাগীর বন্দর কাঁচামালের আড়ত (পাইকারবাজার) থেকে সবজি কিনে একটি রিকশাভ্যানে করে নিজ এলাকা কাটিগ্রামের দিকে যাচ্ছিলেন সবজি ব্যবসায়ী সালাম ও সানোয়ার। সকাল সাড়ে সাতটার দিকে রিকশাভ্যানটিকে সামনের দিক থেকে চাপা দেয় পাটুরিয়াগামী একটি কাভার্ডভ্যান। এ সময় ঘটনাস্থলেই সালামের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সানোয়ারকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যানের ধাক্কায় রিকশাভ্যানটির চালক সড়কের পাশে পড়ে গিয়ে সামান্য আহত হন। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু গণমাধ্যমকে বলেন, কাভার্ডভ্যানটির চালক ও সহকারী গাড়ি নিয়ে পালিয়ে গেছেন। গাড়িটি জব্দ এবং এর চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
২৬ এপ্রিল ২০২৪, ১২:২৭

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টা বোঝায় ট্রাকের সঙ্গে সার বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভুট্টার ট্রাকের চালক ও চালকের সহকারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে ঘোড়াঘাট উপজেলার দনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টিএন্ডটি মোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ট্রাক চালকের নাম গোলাম রাব্বী (৩৮)। তিনি জয়পুরহাট সদর উপজেলার চৌমুহনী এলাকার বাসিন্দা। চালকের সহকারীর রেজওয়ান (৩২) একই এলাকার বাসিন্দা। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা দুইজনের মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
২৬ এপ্রিল ২০২৪, ০৯:০৭

সাতক্ষীরায় সড়কে ঝরল পিতা-পুত্রের প্রাণ
সাতক্ষীরা-বৈকারী সড়কের আগরদাড়ী মাদ্রাসা সংলগ্ন এলাকায় কাঠবোঝাই ট্রলির তলায় পড়ে পিতা-পুত্রের প্রাণ গেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে আগরদাড়ী মহিলা মাদ্রাসা ও কামিল মাদ্রাসার মধ্যবর্তী স্থানে কাঠবোঝাই ট্রলির সামনের চাকা ব্লাস্ট হলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হাফিজুর রহমান (৫৫) ও তার পুত্র আজিজুর রহমান(২৮)। তাদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী এলাকায়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নজরুল ইসলাম। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুযায়ী ব্যবস্থা হবে।    স্থানীয়রা জানান, হাফিজুর রহমান ঢাকার সাভার উপজেলার ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার পদে কর্মরত ছিলেন। সাপ্তাহিক ছুটিতে হাফিজুর রহমান বৃহস্পতিবার বাড়ি ফিরছিলেন। শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কাঠবোঝাই ট্রলির চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই পিতা-পুত্র নিহত হন। এদিকে ট্রলি চালকের পরিচয় পেয়েছে পুলিশ। তার নাম আসাদুল ইসলাম। সে তলুইগাছা এলাকার নূরুল আমিনের ছেলে।      
২৬ এপ্রিল ২০২৪, ০২:০৮

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
যশোরের কেশবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় রাকিব হোসেন (১৮) নামে এক চালকের সহকারী নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে যশোর-চুকনগর সড়কের উপজেলার মঙ্গলকোটের বাদুড়িয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত রাকিব হোসেন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল নতুনপাড়া এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ ধাক্কা দেওয়া ট্রাকটির চালক কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার হজরত আলীকে (৫০) গ্রেপ্তার করেছে।  পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চুকনগর দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক আজ ভোরে উপজেলার মঙ্গলকোটের বাদুড়িয়া মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা তরমুজ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কাঠ বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের সহকারী রাকিব হোসেন মারা যান। ওই কাঠ বোঝাই ট্রাকের চালক ছিলেন হযরত আলী।  এ ছাড়া তরমুজ বোঝাই ট্রাকটি ধাক্কা খেয়ে সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে রাকিব হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। ট্রাক চালক হযরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ এপ্রিল ২০২৪, ১৪:৪৪

প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
ময়মনসিংহের ত্রিশাল ও ফুলপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষক লীগ নেতাসহ দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে নজরুল ইসলাম দীপক নামে আরও একজন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন ত্রিশাল পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আজহারুল ইসলামের বড় ছেলে শামীম পারভেজ (৩০)। তিনি উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে বর্তমানে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়। অন্যদিকে ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের মৃত ইব্রাহীম শেখের ছেলে মো. সুরুজ আলী (৭০)  ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।   ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজের ফিশারির মাছ বিক্রি করে প্রাইভেটকারে ময়মনসিংহ থেকে ত্রিশালের নিজবাড়িতে ফিরছিলেন কৃষক লীগ নেতা শামীম ও নজরুল ইসলাম দীপক। এ সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার নুরুর দোকান নামক স্থানে আসতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটিতে আগুন লেগে গেলে যুবলীগ নেতা শামীম পারভেজ ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা নজরুল ইসলাম দীপক নামে আরও একজন আহত হন।   তিনি আরও জানান, এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে ময়মনসিংহের ফুলপুরে ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে ট্রাকচাপায় সুরুজ আলী নামে এক বৃদ্ধ নিহত হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান। তিনি জানান, নিহত সুরুজ আলী ফজরের নামাজ পড়তে বের হয়ে সড়কে আসলে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ইমাদপুর নামকস্থানে ময়মনসিংহ থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক হঠাৎ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
২৫ এপ্রিল ২০২৪, ১৩:৩০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আওয়ামী লীগ নেতার
বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় জুলফিকার আলী (৭৪) নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন।  বুধবার (২৪ এপ্রিল) দুপুরে থানার পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  জুলফিকার আলী মাস্টার বগুড়া ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে জুলফিকার মোটরসাইকেলে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। থানার উত্তরপাশে পৌঁছলে তিনি নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেল রাস্তার পাশে বটগাছে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধুনট থানার ওসি সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
২৫ এপ্রিল ২০২৪, ০৮:৩৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়