• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo
যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে হুথির ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুথি। ইয়েমেনের উপকূলে যুক্তরাজ্যের ‘অ্যান্ড্রোমিডা স্টার’ নামের একটি তেলবাহী জাহাজে এ হামলা চালানো হয়েছে। ঘটনাটি ইয়েমেনের মোচা শহরের প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ঘটেছে। জাহাজটিতে কমপক্ষে তিনটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। শনিবার (২৭ এপ্রিল) সকালে (স্থানীয় সময়) হুথি গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টেলিভিশন ভাষণে বলেছেন, অ্যান্ড্রোমিডা স্টার নামক একটি ব্রিটিশ জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যোদ্ধারা এটিতে সরাসরি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানতে সক্ষম হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। তবে জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টি স্পষ্ট করা হয়নি। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটিও) জানিয়েছে, পানামার পতাকাবাহী জাহাজটিতে দু’বার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইউকেএমটিওর তথ্য অনুসারে, প্রথম ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজে একটি বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় হামলায় দুটি ক্ষেপণাস্ত্র একসঙ্গে আঘাত হানে বলে ধারণা করা হচ্ছে। ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো আহত বা নিহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা আমব্রে বলেছে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ থেকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম)। হামলায় অ্যান্ড্রোমিডা স্টার জাহাজটি ছোটখাটো ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে সমুদ্রযাত্রা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ৭ অক্টোবর গাজায় ইসরাইলের আগ্রাসনের পর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন জানিয়ে দুই মাস ধরে লোহিত সাগরে চলাচলরত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। যে কারণে ম্যার্স্ক, সিএমএ সিজিএমসহ বড় বড় শিপিং প্রতিষ্ঠানগুলো লোহিত সাগর রুটে চলাচল বন্ধ করে দিয়েছে। এদিকে হুথিদের আক্রমণ থেকে লোহিত সাগরের এ সমুদ্র পথকে নিরাপদ রাখতে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডাসহ ১০টি দেশ নিয়ে সামুদ্রিক জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের ১২ জানুয়ারি থেকে হুথিদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে বেশ কয়েক দফায় সরাসরি বিমান হামলা চালিয়েছে ব্রিটিশ ও মার্কিন বাহিনী। গাজা উপত্যকায় ইসরাইলের হামলা বন্ধ না হলে তাদের এ আক্রমণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী।
১১ ঘণ্টা আগে

তেলবাহী গাড়িতে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫ 
সিলেটে পেট্রোল পাম্পে তেলবাহী গাড়ি আনলোড করার সময় অগ্নিকাণ্ডে পাঁচজন দগ্ধ হয়েছেন।  রোববার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পাঠানটুলা এলাকার নর্থইস্ট পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন নগরীর ঘাসিটুলা বেতেরবাজার এলাকার মো. জাফর আলীর ছেলে মো. মনতাজ মিয়া (৩৫), একই এলাকার মো. মঙ্গল মিয়ার ছেলে মো. লিটন মিয়া (২৫), মিছির আলীর ছেলে মো. মতি মিয়া (৬০), তার ছেলে মো. আলম মিয়া (২৩) ও রজনি চন্দ্র দাসের ছেলে সুভাস দাস (৫৫)। দগ্ধরা সবাই পেট্রোল পাম্পের সামনে সিলেট সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ করছিলেন। ঘটনার পর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। স্থানীয়রা জানায়, রোববার বিকেলে তেলবাহী গাড়ি থেকে পেট্রোল পাম্পে তেল আনলোড করা হচ্ছিল। একই সময়ে পাম্পের সামনে সিটি করপোরেশনের ড্রেন নির্মাণে রড কাটার মেশিন ব্যবহার করে কাজ করছিলেন শ্রমিকরা। এসময় আগুনের ফুলকি তেলবাহী গাড়িতে লেগে গেলে বিস্ফোরণ ঘটে। পরে স্থানীয়রা পাম্পের নিজস্ব অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কাজে লাগিয়ে আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ফায়ার লিডার সাজিব হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে যান। কিন্তু ফায়ার সার্ভিস সদস্যরা যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
২১ জানুয়ারি ২০২৪, ২০:০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়