• ঢাকা রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
logo

বনানীতে বাসে আগুন: মোটরসাইকেল চালকের মৃত্যু 

আরটিভি নিউজ

  ২৮ এপ্রিল ২০২৪, ০৫:২৩
বনানীতে চলন্ত বাসে আগুন: মোটরসাইকেল চালকের মৃত্যু 
ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীতে নৌবাহিনীর সদর দফতরের সামনে যাত্রীবাহী বাসের নিচে ঢুকে পড়া মোটরসাইকেলটির চালক মারা গেছেন।

শনিবার (২৭ এপ্রিল) রাতে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে মৃত্যু হয়েছে তার।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেল ৪টা ২ মিনিটে বনানীর নৌ সদর দফতরের সামনে যাত্রীবাহী একটি বাসের নিচে হঠাৎ একটি মোটরসাইকেল ঢুকে যায়। আহত অবস্থায় চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তবে নিহত মোটরসাইকেল চালকের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী বাসটি ইউটার্ন নেওয়ার সময় বাসের নিচে চলন্ত মোটরসাইকেল ঢুকে পরায় আগুন ধরে যায় বাসটিতে। পরে চালককে উদ্ধার করে হাসপাতালে নেন পথচারীরা।

মন্তব্য করুন

daraz
  • রাজধানী এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা ৩৩০ ছাড়িয়েছে
মালিবাগ রেলগেট থেকে কমলাপুর রেললাইন যেন মৃত্যুপুরী 
ভবনের জন্য খোঁড়া গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু
হায়দার আকবর খান রনোর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
X
Fresh