• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo
পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের
ময়মনসিংহে পুকুরের ডুবে ওমর ফারুক (১০) ও আবু বক্কর (৭) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শিমুলতলি মোড় এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শ্রীগলদি গ্রামের মো. কামাল মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, মো. কামাল মিয়া গত ১০ থেকে ১২ বছর ধরে সপরিবারে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডে গোদারাঘাট এলাকার বিল্লাল ডাক্তারের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি পেশায় ভ্যানচালক। তার স্ত্রী অন্যের বাসায় কাজ করেন। ঘটনার দিন সকালে কামাল ও তার স্ত্রী-সন্তানদের বাসায় রেখে কাজে যান। দুপুরের দুই শিশু খাওয়াদাওয়া করে ঘুমাতে যায়। কিন্তু কখন ঘুম থেকে উঠে বাইরে যায়, বিষয়টি বাড়ির অন্য কেউ টের পায়নি। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হলেও প্রতিবেশীরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায় শিমুলতলি মোড়ের পুকুরে ছোট ছেলে আবু বকরকে ভেসে থাকতে দেখে স্থানীয় তাকে হাসপাতালে পাঠায়। আবু বকরকে উদ্ধারের আধাঘণ্টা পর একই পুকুর থেকে ওমর ফারুককে মৃত অবস্থায় উদ্ধার করে। আবু বকরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে

যে নায়ককে ডুবে যাওয়া থেকে উদ্ধার করেন কারিশমা
সময়টা  ১৯৯১ সাল, ‘প্রেম কয়েদি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী কারিশমা কাপুরের। এরপর দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন। বয়সে ছোট হরিশ কুমারকে অভিষেক চলচ্চিত্রে নায়ক হিসেবে পেয়েছিলেন কারিশমা কাপুর। অভিষেক সিনেমার শুটিং সেটে ডুবে যাচ্ছিলেন হরিশ। আর সেই সময়ে তাকে উদ্ধার করেছিলেন কারিশমা কাপুর। ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া সাক্ষাৎকার এ তথ্য জানিয়েছেন আড়ালে চলে যাওয়া নায়ক হরিশ। হরিশ কুমার বলেন, সিনেমার (প্রেম কয়েদি) দৃশ্যে পুলে ডুবতে যাওয়া কারিশমাকে আমি লাফিয়ে পড়ে বাঁচাই। কিন্তু বাস্তবতা হলো তার বিপরীত; কারিশমাই আমাকে বাঁচায়। কারণ, আমি সাঁতার জানতাম না। ঘটনার বর্ণনা দিয়ে হরিশ কুমার বলেন, আমি ডুবতে যাচ্ছিলাম। কিন্তু সেটের সবাই ভাবছিলেন আমি প্রাঙ্ক করছি। সুতরাং কারিশমা ছাড়া সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেননি। কারিশমা এসে আমাকে ধরেছিল, আমিও কারিশমার জামা ধরেছিলাম। ‘প্রেম কয়েদি’ সিনেমায় নীলিমা চরিত্রে অভিনয় করেন কারিশমা। চন্দ্র মোহন চরিত্রে অভিনয় করেন হরিশ কুমার। তখন তার বয়স মাত্র ১৫ বছর। আর কারিশমার বয়স ১৬ বছর। ‘প্রেম কয়েদি’ সিনেমা পরিচালনা করেন কে. মুরালি মোহন রাও। কারিশমা কাপুর অভিনয়ে এখন খুব একটা সরব নন। প্রায় ৬ বছর পর ‘মার্ডার মোবারক’ সিনেমায় অভিনয় করেন। চলতি বছরের ১৫ মার্চ মুক্তি পায় সিনেমাটি। অন্যদিকে, হরিশ কুমারও অভিনয় থেকে দূরে রয়েছেন। ২০১৮ সালে সর্বশেষ মুক্তি পায় তার অভিনীত সিনেমা।
০২ মে ২০২৪, ১৯:১৭

ঝালকাঠিতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে পুকুরে ডুবে জামিলা আক্তার (৬) ও আব্দুল্লাহ (৫) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার গালুয়া এলাকায় ও দেড়টার দিকে বামনকাঠি এলাকায় দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। নিহত জামিলা আক্তার উপজেলার গালুয়া এলাকার আব্দুল বারেকের মেয়ে এবং নিহত আব্দুল্লাহ বামনকাঠি এলাকার রফিক হাওলাদারের ছেলে। এ বিষয়ে নিহত জামিলার চাচা আব্দুস শুকুর বলেন, পরিবারের অগোচরে জামিলা পুকুরে পড়ে ডুবে যায়। পরে পুকুর থেকে তার ভাসমান দেহ উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে নিহত আব্দুল্লাহর পরিবার জানায়, ঘরের পাশে থাকা পুকুরে পরিবারের অগোচরে আব্দুল্লাহ গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। পরে আব্দুল্লাহর বাবা রফিক হাওলাদার পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি আতাউর রহমান। তিনি বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৯ এপ্রিল ২০২৪, ১৯:৫৬

নোয়াখালীতে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু
নোয়াখালীর কবিরহাটে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  মারা যাওয়া দুই শিশু হলো, মো. হামদান (৭) ও তার ছোট ভাই মো. হাসান (৫)।  তারা উপজেলার বাটইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমদার বাড়ির হারুন হুজুরের ছেলে।  সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) ইকবাল হোসেন দুলাল এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, হামদান ও হাসান দু’ভাই দুপুর ১২টার দিকে তাদের বাড়ির সামনে মসজিদের পুকুরে গোসল করতে যায়। তখন মসজিদের হুজুর মসজিদ পরিষ্কারের কাজে ব্যক্ত ছিলেন। ওই সময় এক ভাই পুকুরের পানিতে পড়ে গেলে আরেক ভাই তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। এ সময় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে মসজিদের পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন। হাসান স্থানীয় একটি নূরানী মাদরাসায় নার্সারিতে এবং হামদান প্রথম শ্রেণিতে পড়তো। সন্ধ্যার দিকে তাদের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, এ বিষয়ে পুলিশকে কেউ অবহিত করেনি।  
২৯ এপ্রিল ২০২৪, ১৭:৫৯

চার ঘণ্টা পর অভিযান স্থগিত, উদ্ধার হয়নি লেকে ডুবে যাওয়া শিশু
রাজধানীর মহাখালীতে যক্ষ্মা হাসপাতালের (টিবি) গেট এলাকায় লেকের পানিতে পড়ে নিখোঁজ শিশু রিয়ার সন্ধান পাননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তাই রাতে অভিযান স্থগিত করা হয়। সোমবার (২৯ এপ্রিল) সকল থেকে ফায়ার সার্ভিস আবারও অভিযান চালাবে বলে জানা গেছে। এর আগে, রোববার (২৮ এপ্রিল) রাত ৭টা ৫০ মিনিটে শিশুটির নিখোঁজের খবর পায় ফায়ার সার্ভিস। শিশুটির সন্ধান না পেয়ে রাত ১২টার অভিযান স্থগিত করা হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল হাসান এ তথ্য জানান। এ বিষয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বলেন, ফাতেমা নামে আরেক শিশুর কাছে জানতে পারি তার সঙ্গে রিয়া নামের এক শিশু ছিল। তারা দুজনই ভিক্ষাবৃত্তি করে। রিয়া ব্রিজের ওপর থেকে লেকের পানিতে পড়ে যায়। তার বয়স আনুমানিক ছয় বছর। এর আগে, রোববার (২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে শিশু রিয়া পানিতে পড়ে যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, তাদের ডুবুরি দলের সদস্যরা শিশুটিকে উদ্ধারে কাজ করছে। শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি। রাত সাড়ে ১১টায় তল্লাশি স্থগিত করা হয়। আজ সকাল থেকে আবার তল্লাশি শুরু হবে। বনানী থানার এসআই সাইদুল ইসলাম বলেন, ফাতেমা নামে আরেকটি শিশুর কাছে জানা যায় নিখোঁজ শিশুর পরনে ছোট প্যান্ট ও গেঞ্জি ছিল। তবে শিশুটির বাসা কোথায় তা জানে না ফাতেমা।
২৯ এপ্রিল ২০২৪, ১০:৫৬

চোরাবালিতে ডুবে যাওয়া কিশোর জীবিত উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের পাইলিংয়ের কাদাপানির চোরাবালিতে ডুবে যাওয়া কিশোর অপূর্ব বিশ্বাসকে (১৬) জীবিত উদ্ধার করা হয়েছে।  শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের ওই স্টেডিয়ামের গর্ত থেকে তাকে উদ্ধার করেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে, দুপুর ২টার দিকে খেলতে গিয়ে হঠাৎ চোরাবালিতে ডুবে যায় কিশোর অপূর্ব বিশ্বাস। সে পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে।  বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আতিকুল ইসলাম জানান, ওই কিশোর নির্মাণাধীন স্টেডিয়ামের পাইলিংয়ের গর্তে থাকা কাদাপানি ভরা চোরাবালিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এ সময় গর্তের ভেতরের কাদামাটি কোদাল দিয়ে সরিয়ে তাকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৮ এপ্রিল ২০২৪, ০১:৩৯

চাওয়াই নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
পঞ্চগড় সদর উপজেলায় চাওয়াই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই আলমি আক্তার (১২) ও ইসরাত জাহান সিফাত (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরের চাওয়াই নদীর চৈতন্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত আলমি ওই এলাকার আব্দুল আজিজের মেয়ে এবং সিফাত সাইফুল ইসলামের মেয়ে। তারা দুজনে সম্পর্কে ফুপু-ভাতিজি।   স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের চাওয়াই নদীতে গোসল করতে যায় আলমি ও সিফাত। নদীতে গোসল করতে গিয়ে সিফাত পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে পানিতে এগিয়ে আসে আলমি। পরে দুজনেই পানিতে ডুবে যায়। এ সময় নদীর পাড়ে থাকা জান্নাতুন নামের এক শিশু বিষয়টি তাদের পরিবারের লোকজনকে জানালে তারা ঘটনাস্থলে এসে মৃত অবস্থায় পানির নিচ থেকে স্বজনরা উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ মৃত দুই শিশুর মরদেহের সুরতহাল করে। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায় বলেন, দুই শিশুর মধ্যে একজন সাঁতার জানতো আরেকজন জানতো না। একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে দুজনই একসঙ্গে ডুবে মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা বলছেন। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২৬ এপ্রিল ২০২৪, ১৯:০১

লোহিত সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ৩৩ প্রাণহানি
লোহিত সাগরের জিবুতি উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে শিশুসহ কমপক্ষে ৩৩ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে।  বুধবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ এপ্রিল) আট বছর বয়সী এক বালকসহ অন্তত ৩৩ জন ইথিওপিয়ান অভিবাসী জিবুতির উপকূলে নৌকা ডুবে মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। জিবুতি কোস্টগার্ডের সিনিয়র কর্মকর্তা ইস ইইয়াহ বলেছেন, যারা ডুবে যাওয়া নৌকায় ছিলেন তারা ইয়েমেন ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। কারণ তাদের নিজের দেশের তুলনায় সেখানে জীবন আরও বেশি সংগ্রামের ছিল। ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত ৭৭ জন অভিবাসী ছিলেন। এর মধ্যে ২০ জনের বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা এখনও নিখোঁজ।  জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম জীবিত উদ্ধারকৃতদের ইতোমধ্যে ইথিওপিয়ায় প্রত্যাবাসন করেছে।   এদিকে নিহত অভিবাসীদের জন্য শোক প্রকাশ করেছেন জিবুতিতে নিযুক্ত ইথিওপিয়ার রাষ্ট্রদূত বারহানু সেগায়ে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দুঃখ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘জিবুতি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবৈধপন্থায় ভ্রমণ অত্যন্ত বিপজ্জনক এবং এতে করে ক্রমাগত আমাদের নাগরিকরা তাদের জীবন হারাচ্ছেন।’ বিবিসি বলছে, স্থলবেষ্টিত ইথিওপিয়ায় গৃহযুদ্ধের পর পালিয়ে আসা লোকেরা প্রায়শই জিবুতি এবং ইয়েমেনের মধ্য দিয়ে সৌদি আরব এবং তার বাইরেও অন্য অনেক দেশে ভালো সুযোগের সন্ধানে গিয়ে থাকেন। তাদের মধ্যে কেউ কেউ আবার আটকে যাযন ইয়েমেনে। আরব উপদ্বীপের এই দেশটিও যুদ্ধের কবলে রয়েছে। উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগেও লোহিত সাগরে আরেকটি নৌকা দুর্ঘটনায় অন্তত ৩৮ ইথিওপিয়ান মারা গেছেন। এছাড়া গত এক দশকে লোহিত সাগরের একই এলাকায় প্রায় এক হাজার লোককে মৃত বা নিখোঁজ হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
২৪ এপ্রিল ২০২৪, ১৩:৫৮

সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে পানিতে অসংখ্য রাস্তাঘাট ডুবে গেছে। অনেক জায়গায় বৃষ্টিতে ভেসে গেছে গাড়ি। সৌদির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত আবহাওয়ার চলমান এ পরিস্থিতি অব্যাহত থাকবে। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও শিলাবৃষ্টি হবে। ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী রিয়াদ, দিরিয়াহ, হুরায়মালা, ধুর্মা থেকে কুয়াইয়াহ পর্যন্ত। দেশের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। খবর গালফ নিউজ। শনিবার (২০ এপ্রিল) দেশটির আবহাওয়ার দপ্তর জানায়, মক্কাসহ আশপাশের অঞ্চল তাঈফ, মায়সান, আদহাম, রানিয়াহ এবং আল মুয়াহতে আবহাওয়া সবচেয়ে খারাপ থাকবে। অন্যদিকে মাঝারি বৃষ্টিপাত হবে রিয়াদ, সঙ্গে ওয়াদি আল দাওয়াসিরে। এর আগে সম্ভাব্য ধূলিঝড়ের সতর্কতা দিয়ে দেশটির আবহাওয়া দপ্তর বলেছিল, উচ্চগতিসম্পন্ন বাতাসের কারণে কোথাও কোথাও ধূলিঝড় হতে পারে।  আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হবে বলেও সতর্ক করেছিল। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয়। এতে দুবাইসহ আমিরাতের বিভিন্ন অঞ্চলে দেখা দেয় বন্যা। বন্যা এতটাই ভয়াবহ ছিল যে  অনেকে গাড়িতে আটকা পড়ে যান। গাড়িতে আটকে পড়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে। অপরদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চলছে তীব্র তাবপ্রবাহ। ফলে এসব দেশে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠিক সময় উল্টো চিত্র দেখা গেছে পাকিস্তান, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশে। এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে।
২২ এপ্রিল ২০২৪, ০১:১৯

মাছের ঘেরে ডুবে ভাই-বোনের মৃত্যু
নড়াইলের সদর উপজেলার বাহিরগ্রামে মাছের ঘেরে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।   শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুজন হলো- বাহিরগ্রামের জালাল মোল্লার ছেলে মো. তানহা (৪) ও মেয়ে তিন্নি (৩)।   স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে তানহা ও তিন্নি বাড়ির পাশে মাছের ঘেরের পাড়ে খেলছিল। এক পর্যায়ে তারা ঘেরের পানিতে পড়ে ডুবে যায়। পরে সন্ধ্যার দিকে পরিবারের লোকজন খুঁজে না পেয়ে ঘেরের পানিতে খোঁজাখুঁজি করে তাদেরকে উদ্ধার করে। এরপর তাদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি জানান, কোনো আপত্তি না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০ এপ্রিল ২০২৪, ২১:৪৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়